শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে পদ্মাসেতু এলাকা থেকে আটক ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডের (৪০) সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন খান এই রিমান্ড মঞ্জুর করেন। শরীয়তপুরের কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেন।
জাহাঙ্গীর আলম জানান, আটক ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডে ভারতের বিহার রাজ্যের সাশারমা জেলার রাজনগর থানার বর্ণ গ্রামের নারায়ণ পাণ্ডের ছেলে। গত শনিবার (৯ এপ্রিল) সকালে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মাসেতু প্রকল্প এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় জাজিরা উপজেলার নাওডোবার গোলচত্বরের কালুবেপারী কান্দি গ্ৰামের ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির সন্দেহজনক ঘোরাঘুরি করছিল। টহলরত সেনা সদস্যদের কাছে তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। তখন সেনাসদস্যেরা তাঁকে আটক করেন। ওই দিনই দুপুরে তাঁকে জাজিরা থানায় হস্তান্তর করেন সেনাসদস্যেরা। পরে আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডে কী উদ্দেশ্যে পদ্মাসেতু এলাকায় ঘোরাফেরা করছিলেন, কীভাবে তিনি বাংলাদেশে পাসপোর্ট-ভিসা ছাড়া এলেন এবং তাঁর কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি-না—এসব বিষয় তদন্তের জন্য জাজিরা থানার তদন্ত কর্মকর্তা জসীম উদ্দীন আদালতের কাছে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, এর আগেও গত দুই বছরে পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে ১১ ভারতীয় নাগরিককে আটক করেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা।
শরীয়তপুরে পদ্মাসেতু এলাকা থেকে আটক ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডের (৪০) সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন খান এই রিমান্ড মঞ্জুর করেন। শরীয়তপুরের কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেন।
জাহাঙ্গীর আলম জানান, আটক ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডে ভারতের বিহার রাজ্যের সাশারমা জেলার রাজনগর থানার বর্ণ গ্রামের নারায়ণ পাণ্ডের ছেলে। গত শনিবার (৯ এপ্রিল) সকালে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মাসেতু প্রকল্প এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় জাজিরা উপজেলার নাওডোবার গোলচত্বরের কালুবেপারী কান্দি গ্ৰামের ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির সন্দেহজনক ঘোরাঘুরি করছিল। টহলরত সেনা সদস্যদের কাছে তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। তখন সেনাসদস্যেরা তাঁকে আটক করেন। ওই দিনই দুপুরে তাঁকে জাজিরা থানায় হস্তান্তর করেন সেনাসদস্যেরা। পরে আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডে কী উদ্দেশ্যে পদ্মাসেতু এলাকায় ঘোরাফেরা করছিলেন, কীভাবে তিনি বাংলাদেশে পাসপোর্ট-ভিসা ছাড়া এলেন এবং তাঁর কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি-না—এসব বিষয় তদন্তের জন্য জাজিরা থানার তদন্ত কর্মকর্তা জসীম উদ্দীন আদালতের কাছে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, এর আগেও গত দুই বছরে পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে ১১ ভারতীয় নাগরিককে আটক করেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা।
আজ রোববার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
১২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতায়িত হয়ে সজিব হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপরে থাকা অবস্থায় বিদ্যুতায়িত হন।
১৪ মিনিট আগেহেমন্তে নবান্ন উৎসবে মেতেছেন বগুড়ার শিবগঞ্জের মানুষ। বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসব উপলক্ষে প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুরুতে উপজেলার উথুলী বাজারে বসে মেলা। স্থানীয়দের দাবি প্রায় ৪ শ বছরের পুরোনো এই মেলা। আজ রোববার ভোর থেকেই ক্রেতা-বিক্রেতায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। এ মেলায় নতুন সবজি, মিষ্টির
১৭ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সকালে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের কলতাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে