নিজস্ব প্রতিবেদক
২০২১ সালে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে ৪ হাজার ৯৮৩টি দুর্ঘটনায় ৫ হাজার ৬৮৯ জন মারা গেছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৫ হাজার ৮০৫ জন। নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫০৭ জন এবং ১ হাজার ১৮২ জন নারী রয়েছেন। আহতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৩১ ও নারী ১ হাজার ২৭৪ জন। গত বছর বিমান পথে কোনো দুর্ঘটনা ঘটেনি। সড়কপথে দুর্ঘটনাকবলিত হওয়া বিভিন্ন যানবাহনের সংখ্যা ৫ হাজার ৯২০। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ হয়েছে নসিমন, করিমন, পিকআপ, অটোরিকশা, ভ্যান ও রিকশা মিলিয়ে ১ হাজার ৯৭৫টি গাড়ি। এরপর সবচেয়ে বেশি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৯টি মোটরসাইকেল।
নিসচার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ২৭ শতাংশ। এ বছর তা কমে ২৪ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৩ শতাংশ কম। ঢাকা মেট্রোপলিটনসহ অন্যান্য মেট্রোপলিটন শহরে মোটরসাইকেলচালকদের হেলমেট পরার অভ্যাস গড়ে ওঠা এবং সচেতনতা বাড়লেও অন্যান্য জেলা ও গ্রামগঞ্জে হেলমেট না পরার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সঙ্গে সঙ্গে অপ্রাপ্তবয়স্ক চালকদের মোটরসাইকেল চালনায় কঠোর নিষেধাজ্ঞা থাকার পরেও প্রশাসনের সামনে দিয়ে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও অপ্রাপ্ত বয়সের কিশোরেরা মোটরসাইকেল চালাচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দলের কর্মীরা নিয়মকানুন না মেনে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা বাড়ছে।
বিআরটিএর তথ্য অনুযায়ী দেশে রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেলের সংখ্যা ৩৫ লাখ ৯০৫। সূত্রমতে, লাইসেন্স ছাড়া মোটরসাইকেলচালকের সংখ্যা প্রায় ৪০ শতাংশ। মোটরসাইকেলচালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, ট্রাফিক আইনকানুন সম্পর্কে ব্যাপক ধারণা প্রদান, দেশের অল্পবয়স্ক যুবসমাজের মোটরসাইকেল চালনায় বিধিনিষেধ আরোপ ও গতির ক্ষতি সম্পর্কে ধারণা প্রদান কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে মোটরসাইকেল দুর্ঘটনা ও মৃতের সংখ্যা কমানো সম্ভব।
গত বছর সংঘটিত সড়ক দুর্ঘটনার জন্য নিরাপদ সড়ক চাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাবকে দায়ী করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে আইনের প্রয়োগ না থাকা, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি এবং মহাসড়কের নির্মাণ ত্রুটিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২১ সালে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে ৪ হাজার ৯৮৩টি দুর্ঘটনায় ৫ হাজার ৬৮৯ জন মারা গেছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৫ হাজার ৮০৫ জন। নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫০৭ জন এবং ১ হাজার ১৮২ জন নারী রয়েছেন। আহতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৩১ ও নারী ১ হাজার ২৭৪ জন। গত বছর বিমান পথে কোনো দুর্ঘটনা ঘটেনি। সড়কপথে দুর্ঘটনাকবলিত হওয়া বিভিন্ন যানবাহনের সংখ্যা ৫ হাজার ৯২০। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ হয়েছে নসিমন, করিমন, পিকআপ, অটোরিকশা, ভ্যান ও রিকশা মিলিয়ে ১ হাজার ৯৭৫টি গাড়ি। এরপর সবচেয়ে বেশি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৯টি মোটরসাইকেল।
নিসচার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ২৭ শতাংশ। এ বছর তা কমে ২৪ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৩ শতাংশ কম। ঢাকা মেট্রোপলিটনসহ অন্যান্য মেট্রোপলিটন শহরে মোটরসাইকেলচালকদের হেলমেট পরার অভ্যাস গড়ে ওঠা এবং সচেতনতা বাড়লেও অন্যান্য জেলা ও গ্রামগঞ্জে হেলমেট না পরার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সঙ্গে সঙ্গে অপ্রাপ্তবয়স্ক চালকদের মোটরসাইকেল চালনায় কঠোর নিষেধাজ্ঞা থাকার পরেও প্রশাসনের সামনে দিয়ে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও অপ্রাপ্ত বয়সের কিশোরেরা মোটরসাইকেল চালাচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দলের কর্মীরা নিয়মকানুন না মেনে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা বাড়ছে।
বিআরটিএর তথ্য অনুযায়ী দেশে রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেলের সংখ্যা ৩৫ লাখ ৯০৫। সূত্রমতে, লাইসেন্স ছাড়া মোটরসাইকেলচালকের সংখ্যা প্রায় ৪০ শতাংশ। মোটরসাইকেলচালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, ট্রাফিক আইনকানুন সম্পর্কে ব্যাপক ধারণা প্রদান, দেশের অল্পবয়স্ক যুবসমাজের মোটরসাইকেল চালনায় বিধিনিষেধ আরোপ ও গতির ক্ষতি সম্পর্কে ধারণা প্রদান কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে মোটরসাইকেল দুর্ঘটনা ও মৃতের সংখ্যা কমানো সম্ভব।
গত বছর সংঘটিত সড়ক দুর্ঘটনার জন্য নিরাপদ সড়ক চাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাবকে দায়ী করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে আইনের প্রয়োগ না থাকা, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি এবং মহাসড়কের নির্মাণ ত্রুটিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২৪ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২৮ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে