প্রতিনিধি
ফরিদপুর: ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মুসা আবু জামি (২২) নামের এক ফিলিস্তিনি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে দেশের বাড়ি ফিলিস্তিনের গাজায় তিনি আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুসা আবু জামি রমজান শুরুর কয়েকদিন আগে গাজায় চলে যান। শুক্রবার রাতে মেডিকেল কলেজের ফিলিস্তিনের আরেক শিক্ষার্থী সেলফোনে মাধ্যমে জানান মুসা আবু জামি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন সেটি তিনি জানাতে পারেননি।
মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাত ১টায় ফিলিস্তিনের দূতাবাস আমাদের ফোন করে ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করা হয়।
অধ্যক্ষ বলেন, মুসা আবু জামি গত ১৩ এপ্রিল ফরিদপুর থেকে দেশের বাড়ি ফিলিস্তিনে যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
অধ্যক্ষ আরো বলেন, রোববার (২৫ এপ্রিল) ফিলিস্তিনের ঢাকা দূতাবাস লিখিতভাবে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর বাংলাদেশ সরকার ও আমাদের মেডিকেল কলেজকে জানাবে বলা হয়েছে।
ফরিদপুর: ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মুসা আবু জামি (২২) নামের এক ফিলিস্তিনি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে দেশের বাড়ি ফিলিস্তিনের গাজায় তিনি আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুসা আবু জামি রমজান শুরুর কয়েকদিন আগে গাজায় চলে যান। শুক্রবার রাতে মেডিকেল কলেজের ফিলিস্তিনের আরেক শিক্ষার্থী সেলফোনে মাধ্যমে জানান মুসা আবু জামি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন সেটি তিনি জানাতে পারেননি।
মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাত ১টায় ফিলিস্তিনের দূতাবাস আমাদের ফোন করে ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করা হয়।
অধ্যক্ষ বলেন, মুসা আবু জামি গত ১৩ এপ্রিল ফরিদপুর থেকে দেশের বাড়ি ফিলিস্তিনে যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
অধ্যক্ষ আরো বলেন, রোববার (২৫ এপ্রিল) ফিলিস্তিনের ঢাকা দূতাবাস লিখিতভাবে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর বাংলাদেশ সরকার ও আমাদের মেডিকেল কলেজকে জানাবে বলা হয়েছে।
৩০ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন। আজ বুধবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি দখলমুক্ত করা হয়।
২৩ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে নতুন আলু তোলা শুরু হয়েছে। খেত থেকেই নতুন এই আলু বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ থেকে আগামা জাতের এই আলু কিনে নিয়ে যাচ্ছেন।
২৮ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস হোসেন ও সাবেক ছাত্রদল নেতা দুলাল হোসেনের লোকজনের মধ্যে দুই দফায় এ সংঘর্ষ হয়।
৩২ মিনিট আগে