নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বনভোজন, শিক্ষাসফর এবং বিভিন্ন অনুষ্ঠানে বাসে যাতায়াতের জন্য তিন দিন আগে অনুমতি নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ও দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ১৬ ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ বলা হয়, ‘ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক সংস্থা ও বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে শিক্ষা সফর, বনভোজন, ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো উৎসব অথবা এ জাতীয় অন্যান্য অনুষ্ঠানে যাতায়াতের জন্য অস্থায়ী রুট পারমিট বা ডিএমপির ট্রাফিক বিভাগ অনুমতি প্রদান করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, আবেদনে যথাযথ মাধ্যমে ও প্রয়োজনীয় কাগজপত্র থাকে না। এ জন্য যথাযথ সেবা ও অস্থায়ী রুট পারমিট প্রদান করা সম্ভব হয় না। তাই সকলকে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের অনুরোধ জানানো হলো।’
অফিস আদেশে বলা হয়, অনুমতি নেওয়ার জন্য পুলিশ কমিশনার, প্রধান কার্যালয়, ডিএমপি, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে গাড়ির রেজিস্ট্রেশন সনদপত্র ও ফিটনেস সনদপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে। তিন দিন আগে অনুমতির জন্য আবেদন উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে করতে হবে। আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারী/প্রতিনিধির মোবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে।
অস্থায়ী রুট পারমিট শুধুমাত্র আবেদনে উল্লিখিত সময়ের জন্য প্রযোজ্য হবে। ডিএমপির অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে রাখতে হবে এবং সড়কে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে দেখাতে হবে। কর্তৃপক্ষ প্রদত্ত অস্থায়ী রুট পারমিট যে কোনো সময় বাতিল করতে পারবেন। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনুষ্ঠানে মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে যায়। কিন্তু একটি ফিটনেসবিহীন গাড়ির কারণে মানুষের জীবনে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, আনন্দ বিষাদে পরিণত হতে পারে। তাই আমরা চাচ্ছি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক। যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার না হয়। তাই এই আদেশ দেওয়া হয়েছে। যারা আবেদন করবেন তারা যেন যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেন। আমাদের উদ্দেশ্য স্পষ্ট। তবে ব্যক্তিগত কোনো গাড়ি এই আদেশের মধ্যে নেই।’
বনভোজন, শিক্ষাসফর এবং বিভিন্ন অনুষ্ঠানে বাসে যাতায়াতের জন্য তিন দিন আগে অনুমতি নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ও দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ১৬ ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ বলা হয়, ‘ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক সংস্থা ও বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে শিক্ষা সফর, বনভোজন, ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো উৎসব অথবা এ জাতীয় অন্যান্য অনুষ্ঠানে যাতায়াতের জন্য অস্থায়ী রুট পারমিট বা ডিএমপির ট্রাফিক বিভাগ অনুমতি প্রদান করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, আবেদনে যথাযথ মাধ্যমে ও প্রয়োজনীয় কাগজপত্র থাকে না। এ জন্য যথাযথ সেবা ও অস্থায়ী রুট পারমিট প্রদান করা সম্ভব হয় না। তাই সকলকে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের অনুরোধ জানানো হলো।’
অফিস আদেশে বলা হয়, অনুমতি নেওয়ার জন্য পুলিশ কমিশনার, প্রধান কার্যালয়, ডিএমপি, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে গাড়ির রেজিস্ট্রেশন সনদপত্র ও ফিটনেস সনদপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে। তিন দিন আগে অনুমতির জন্য আবেদন উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে করতে হবে। আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারী/প্রতিনিধির মোবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে।
অস্থায়ী রুট পারমিট শুধুমাত্র আবেদনে উল্লিখিত সময়ের জন্য প্রযোজ্য হবে। ডিএমপির অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে রাখতে হবে এবং সড়কে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে দেখাতে হবে। কর্তৃপক্ষ প্রদত্ত অস্থায়ী রুট পারমিট যে কোনো সময় বাতিল করতে পারবেন। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনুষ্ঠানে মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে যায়। কিন্তু একটি ফিটনেসবিহীন গাড়ির কারণে মানুষের জীবনে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, আনন্দ বিষাদে পরিণত হতে পারে। তাই আমরা চাচ্ছি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক। যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার না হয়। তাই এই আদেশ দেওয়া হয়েছে। যারা আবেদন করবেন তারা যেন যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেন। আমাদের উদ্দেশ্য স্পষ্ট। তবে ব্যক্তিগত কোনো গাড়ি এই আদেশের মধ্যে নেই।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৬ ঘণ্টা আগে