শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাব্বি নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাতের ওই ঘটনায় আহত রাব্বি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের ইকরা মডেল একাডেমিতে ওই হামলার ঘটনা ঘটে। আহত রাব্বি ওই গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। সে ইকরা মডেল একাডেমি থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে।
ভুক্তভোগী স্কুলছাত্র রাব্বির বাবা কামাল হোসেন বলেন, ‘আমি ছেলেকে নিয়ে দৌড়াদৌড়িতে রয়েছি। ছেলের চিকিৎসা শেষ করে থানায় লিখিত অভিযোগ করব।’
ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আব্দুস সালাম বলেন, ইকরা মডেল স্কুলের মাঠে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ৮টার দিকে পাঁচ-ছয়জন বহিরাগত কিশোর স্কুল মাঠে বিশৃঙ্খলা করছিল। এ সময় প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাব্বিকে একাধিক ছুরিকাঘাত করে। রাব্বির চিৎকার শুনে অন্য ছাত্ররা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আব্দুস সালাম আরও বলেন, গুরুতর আহত রাব্বিকে মাওনা চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে এসে রাব্বি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তাকে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাওনা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত কাউকে পাওয়া যায়নি। রাব্বির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাব্বি নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাতের ওই ঘটনায় আহত রাব্বি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের ইকরা মডেল একাডেমিতে ওই হামলার ঘটনা ঘটে। আহত রাব্বি ওই গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। সে ইকরা মডেল একাডেমি থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে।
ভুক্তভোগী স্কুলছাত্র রাব্বির বাবা কামাল হোসেন বলেন, ‘আমি ছেলেকে নিয়ে দৌড়াদৌড়িতে রয়েছি। ছেলের চিকিৎসা শেষ করে থানায় লিখিত অভিযোগ করব।’
ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আব্দুস সালাম বলেন, ইকরা মডেল স্কুলের মাঠে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ৮টার দিকে পাঁচ-ছয়জন বহিরাগত কিশোর স্কুল মাঠে বিশৃঙ্খলা করছিল। এ সময় প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাব্বিকে একাধিক ছুরিকাঘাত করে। রাব্বির চিৎকার শুনে অন্য ছাত্ররা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আব্দুস সালাম আরও বলেন, গুরুতর আহত রাব্বিকে মাওনা চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে এসে রাব্বি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তাকে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাওনা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত কাউকে পাওয়া যায়নি। রাব্বির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
১১ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১২ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৯ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২৫ মিনিট আগে