রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ভোর পৌনে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। সেই সঙ্গে ঘাট এলাকায় আটকা পড়ে কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহি ট্রাক। ফলে তীব্র শীতে ভোগান্তিতে রয়েছে চালক ও যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা। ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় অল্প কিছু যানবাহন অপেক্ষায় রয়েছে। ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে যানবাহনের চাপ নেই খুব বেশি।
আক্কাস নামে এক যাত্রী বলেন, ‘তিনি জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন। সকালে রাজবাড়ী থেকে রওনা দিয়েছি। ৮টায় ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ।’
আরেক যাত্রী সবুজ মিয়া বলেন, ‘কুয়াশার মধ্যে যেন ফেরি চলাচল স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থা কর্তৃপক্ষের করা উচিত। তা না হলে আরেকটি পদ্মা সেতু করে দিক সরকার। ঘাটে এসে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। কয়েক দিন আগেও ছয় ঘণ্টা আটকে ছিলাম।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ভোর পৌনে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। সেই সঙ্গে ঘাট এলাকায় আটকা পড়ে কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহি ট্রাক। ফলে তীব্র শীতে ভোগান্তিতে রয়েছে চালক ও যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা। ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় অল্প কিছু যানবাহন অপেক্ষায় রয়েছে। ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে যানবাহনের চাপ নেই খুব বেশি।
আক্কাস নামে এক যাত্রী বলেন, ‘তিনি জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন। সকালে রাজবাড়ী থেকে রওনা দিয়েছি। ৮টায় ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ।’
আরেক যাত্রী সবুজ মিয়া বলেন, ‘কুয়াশার মধ্যে যেন ফেরি চলাচল স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থা কর্তৃপক্ষের করা উচিত। তা না হলে আরেকটি পদ্মা সেতু করে দিক সরকার। ঘাটে এসে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। কয়েক দিন আগেও ছয় ঘণ্টা আটকে ছিলাম।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।
গাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
৯ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১৪ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে