মিরপুরের সেই নৈশ প্রহরী পেল সততার পুরস্কার

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ২৩: ৩২

কুষ্টিয়ার মিরপুর পুরাতন বাসস্ট্যান্ড বাজারের নৈশ প্রহরী শাহ আলম পেলেন সততার পুরস্কার। বৃহস্পতিবার সকালে মিরপুর বাজারের ইগল চত্বরে তাঁর হাতে পুরস্কার হিসেবে আর্থিক অনুদান তুলে দেন মিরপুর পুরাতন বাসস্ট্যান্ড বাজার কমিটির নেতৃবৃন্দ।

জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে মিরপুর বাজারের এক ব্যবসায়ী তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে 'ক্যাশ বাক্স' ভুলে দোকানের বাইরে রেখে চলে যান। পরে 'ক্যাশ বাক্স' বাজারের নৈশ প্রহরী শাহ আলমের নজরে পড়ে। তিনি তা উদ্ধার করে বাজার কমিটির নিকট হস্তান্তর করেন। এমন সততায় মুগ্ধ হয়ে তাঁকে আর্থিক অনুদানের মাধ্যমে সততার এ পুরস্কারে ভূষিত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, মিরপুর বাজার কমিটির সহ সভাপতি বাবলু চৌধুরী, আব্দুল কাদের মালিথা, সাধারণ সম্পাদক মফিদুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মারফত আফ্রিদি ও ক্যাশিয়ার আব্দুল আলিম প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত