নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাড্ডায় প্রগতি সরণিতে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ারের বিপরীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবরোধ করেন।
নিহতের নাম তাসলিম জাহান আইরিন (২৪)। তিনি নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান।
মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপারকে খুঁজে পাননি তাঁরা। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের সহকর্মীরা। এতে বাড্ডা থেকে মালিবাগ আসা ও যাওয়ার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সকালে বাড্ডায় আকাশ পরিবহনের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ সময় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’ তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তা অবরোধ করেন। তাঁদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গেছেন। যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।’
দুর্ঘটনার পর নিহত তাসলিম জাহানের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
রাজধানীর বাড্ডায় প্রগতি সরণিতে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ারের বিপরীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবরোধ করেন।
নিহতের নাম তাসলিম জাহান আইরিন (২৪)। তিনি নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান।
মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপারকে খুঁজে পাননি তাঁরা। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের সহকর্মীরা। এতে বাড্ডা থেকে মালিবাগ আসা ও যাওয়ার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সকালে বাড্ডায় আকাশ পরিবহনের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ সময় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’ তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তা অবরোধ করেন। তাঁদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গেছেন। যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।’
দুর্ঘটনার পর নিহত তাসলিম জাহানের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৫ ঘণ্টা আগে