ঢামেক প্রতিনিধি
রাজধানীর এলিফ্যান্ট রোড ও খিলগাঁওয়ে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এলিফ্যান্ট রোডে সিএনজি অটোরিকশার ধাক্কায় ছামিরুল কারী (৩০) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক ও খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় রাজু (২৯) মারা গেছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এলিফ্যান্ট রোড স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনের রাস্তায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রিকশাচালক ছামিরুল (৩০)। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া, শনিবার সন্ধ্যায় খিলগাঁও মোস্তমাঝি এলাকায় তেলের লরির ধাক্কায় গুরুতর আহত হন রাজু। পরে তাঁকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্ত্রী-পরিবার নিয়ে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় থাকতেন ছামিরুল। তাঁর বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। বাবার নাম সোনাহার আলী।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিন বলেন, ‘রাতে স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ছামিরুল গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। রিকশায় কোনো যাত্রী ছিল কি না, তা এখনো জানা যায়নি।’
মো. রায়হান উদ্দিন আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই অটোচালককে আটক করা হয়েছে, গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শিহাব বাহাদুর বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে মোস্তমাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি তেলের লরি রাজুকে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
শিহাব বাহাদুর আরও বলেন, ‘রাজু গ্রিন বনশ্রীর নিরাপত্তাকর্মী ছিলেন। লরিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।’
নিহত রাজুর নানা মো. সেলিম জানান, রাজু তিন মাস আগে বিয়ে করেছেন। স্ত্রী রিতু আক্তারসহ পরিবার নিয়ে খিলগাঁও শেখেরজায়গার ১ নম্বর রোডে নিজের বাড়িতেই থাকতেন। তাঁর বাবার নাম আজান আলী।
রাজধানীর এলিফ্যান্ট রোড ও খিলগাঁওয়ে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এলিফ্যান্ট রোডে সিএনজি অটোরিকশার ধাক্কায় ছামিরুল কারী (৩০) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক ও খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় রাজু (২৯) মারা গেছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এলিফ্যান্ট রোড স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনের রাস্তায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রিকশাচালক ছামিরুল (৩০)। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া, শনিবার সন্ধ্যায় খিলগাঁও মোস্তমাঝি এলাকায় তেলের লরির ধাক্কায় গুরুতর আহত হন রাজু। পরে তাঁকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্ত্রী-পরিবার নিয়ে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় থাকতেন ছামিরুল। তাঁর বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। বাবার নাম সোনাহার আলী।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিন বলেন, ‘রাতে স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ছামিরুল গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। রিকশায় কোনো যাত্রী ছিল কি না, তা এখনো জানা যায়নি।’
মো. রায়হান উদ্দিন আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই অটোচালককে আটক করা হয়েছে, গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শিহাব বাহাদুর বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে মোস্তমাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি তেলের লরি রাজুকে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
শিহাব বাহাদুর আরও বলেন, ‘রাজু গ্রিন বনশ্রীর নিরাপত্তাকর্মী ছিলেন। লরিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।’
নিহত রাজুর নানা মো. সেলিম জানান, রাজু তিন মাস আগে বিয়ে করেছেন। স্ত্রী রিতু আক্তারসহ পরিবার নিয়ে খিলগাঁও শেখেরজায়গার ১ নম্বর রোডে নিজের বাড়িতেই থাকতেন। তাঁর বাবার নাম আজান আলী।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২১ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৩ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২৩ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
২৫ মিনিট আগে