টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডায় পুলিশ কর্মকর্তাসহ দুজনকে কামড় দেওয়ায় রিকশাচালক দেলোয়ার হোসেনকে (২৭) আটক করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
আটক দেলোয়ার হোসেনের বাবার নাম নূরুল ইসলাম। দেলোয়ার টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানান, আজ দুপুরে দেলোয়ারের রিকশায় করে দুই আরোহী টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আসেন। এ সময় ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। একপর্যায়ে রিকশাচালক ওই দুই আরোহীকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করলে টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এএসআই) তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে আসেন।
পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলেও দেলোয়ারকে আটক করা হয়। ওই সময় পুলিশ কর্মকর্তা তোফাজ্জল হোসেনের ডান হাতের আঙুলে কামড় দেন রিকশাচালক। এ সময় পাশে থাকা স্থানীয় যুবক ইমন এগিয়ে এলে তাঁকেও কামড়ে দেন দেলোয়ার। পরে তাঁদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রিকশাচালক দেলোয়ার বলেন, ‘ভাড়া নিয়ে আরোহীদের সঙ্গে ঝগড়া হয়। পুলিশ আমার কোনো কথা শুনছিল না। তাই কামড় দিয়েছি।’
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) রবিউল আজম বলেন, আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। রিকশাচালক দেলোয়ার মাদকসেবী। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গাজীপুরের টঙ্গীতে ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডায় পুলিশ কর্মকর্তাসহ দুজনকে কামড় দেওয়ায় রিকশাচালক দেলোয়ার হোসেনকে (২৭) আটক করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
আটক দেলোয়ার হোসেনের বাবার নাম নূরুল ইসলাম। দেলোয়ার টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানান, আজ দুপুরে দেলোয়ারের রিকশায় করে দুই আরোহী টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আসেন। এ সময় ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। একপর্যায়ে রিকশাচালক ওই দুই আরোহীকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করলে টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এএসআই) তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে আসেন।
পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলেও দেলোয়ারকে আটক করা হয়। ওই সময় পুলিশ কর্মকর্তা তোফাজ্জল হোসেনের ডান হাতের আঙুলে কামড় দেন রিকশাচালক। এ সময় পাশে থাকা স্থানীয় যুবক ইমন এগিয়ে এলে তাঁকেও কামড়ে দেন দেলোয়ার। পরে তাঁদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রিকশাচালক দেলোয়ার বলেন, ‘ভাড়া নিয়ে আরোহীদের সঙ্গে ঝগড়া হয়। পুলিশ আমার কোনো কথা শুনছিল না। তাই কামড় দিয়েছি।’
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) রবিউল আজম বলেন, আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। রিকশাচালক দেলোয়ার মাদকসেবী। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয় প্রাথমিক শিক্ষা উল্লেখ করে উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, জাতি সবচেয়ে ধনী হচ্ছে জনশক্তিতে। এ আপন সম্পদ কীভাবে জনসম্পদে পরিণত করা যায়, সে বিষয়ে সত্যিকার অর্থেই কোনো দিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদি নেওয়া হতো, তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষা এ অবস্থায় থাকত না।
১০ মিনিট আগেঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী প্রায় সাড়ে তিন মাস পর হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেন। আজ রোববার সকালে প্যানেল চেয়ারম্যান সোহেল রানা ও ইউপি সচিব দবিরুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।
১২ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসক ও ছাত্রী পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে রোগীর থেকে কৌশলে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় তাঁকে আটক করা হয়।
১৭ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে আকমল হোসেন (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার শহরের থানাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে।
২১ মিনিট আগে