ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলার ঘটনায় সাবেক এমপি শাহ মো. আবু জাফরসহ অঙ্গসংগঠনের চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ ফকির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, গত রোববার বিকেলে শহরের কোর্ট চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে প্রথমে পুলিশের বাধা ও নেতা-কর্মীদের টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় কেন্দ্রীয় নেতাসহ আহত হন ২৫ জন কর্মী।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ফরিদপুরে-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফসহ জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আজম খান, সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপনসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রথম সারির ৩২ জনের নাম উল্লেখসহ আরও চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে চার-পাঁচজন পুলিশ সদস্যকে আহত করা, পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘গত রোববার বিকেলে বিনা উসকানিতে পুলিশ প্রথমে আমাদের ওপর চড়াও হয়েছে। এরপর পুলিশের প্রশ্রয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের অসংখ্য নেতা-কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করেছেন। আর পুলিশ এখন আর আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকায় নেই। তারা সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা বাহিনী হয়ে উঠেছে।’
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ‘গত রোববার বিকেলে পুলিশের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা গেছে, তাদের আসামি করে মামলা করা হয়েছে। ভিডিওতে যাদের চেনা সম্ভব হয়নি, তাদের পরিচয় খোঁজা হচ্ছে। তবে গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।’
ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলার ঘটনায় সাবেক এমপি শাহ মো. আবু জাফরসহ অঙ্গসংগঠনের চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ ফকির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, গত রোববার বিকেলে শহরের কোর্ট চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে প্রথমে পুলিশের বাধা ও নেতা-কর্মীদের টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় কেন্দ্রীয় নেতাসহ আহত হন ২৫ জন কর্মী।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ফরিদপুরে-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফসহ জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আজম খান, সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপনসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রথম সারির ৩২ জনের নাম উল্লেখসহ আরও চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে চার-পাঁচজন পুলিশ সদস্যকে আহত করা, পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘গত রোববার বিকেলে বিনা উসকানিতে পুলিশ প্রথমে আমাদের ওপর চড়াও হয়েছে। এরপর পুলিশের প্রশ্রয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের অসংখ্য নেতা-কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করেছেন। আর পুলিশ এখন আর আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকায় নেই। তারা সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা বাহিনী হয়ে উঠেছে।’
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ‘গত রোববার বিকেলে পুলিশের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা গেছে, তাদের আসামি করে মামলা করা হয়েছে। ভিডিওতে যাদের চেনা সম্ভব হয়নি, তাদের পরিচয় খোঁজা হচ্ছে। তবে গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।’
হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেনাব্যতা সংকটে কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ১১ দিনে ফেরত গেছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। ৮ নভেম্বর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
৩৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তাঁরা। সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৪১ মিনিট আগেইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে