বিশেষ প্রতিবেদক, ঢাকা
আর দশটা দিনের মতোই চিত্র দেশের প্রধান রেলস্টেশন কমলাপুরে। হুইসেল দিয়ে ট্রেন থামছে, নামার জন্য উদ্গ্রীব যাত্রীরা। লাল জামা পরে ছোটাছুটি কুলিদের। তবে পার্থক্য শুধু পুলিশ আর গোয়েন্দা (ডিবি) জ্যাকেট পরিহিত কয়েকটি দলের নজরদারিতে। সন্দেহ হলেই তাঁকে তল্লাশি করছেন ডিবি সদস্যরা।
আসছে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সামনে রেখে গতকাল বুধবার থেকেই কড়াকড়ি শুরু হয়েছে কমলাপুরে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় তল্লাশি।
সিলেট থেকে আসা এক তরুণকে তল্লাশি করছিলেন ডিবি সদস্যরা। তাঁর চোখমুখে রাজ্যের বিরক্তি। সাংবাদিক দেখে বললেন, ‘কী একটা অবস্থা!’
রেলওয়ে ডিবির পরিদর্শক আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আমাদের নজরদারি বেড়েছে। ট্রেন আসার পরে আমাদের সদস্যরা সন্দেহভাজনদের চেক করছেন। এটা কয়েক দিন চলবে।’
ট্রেন থেকে নেমে তল্লাশীর মুখে পড়া ব্যবসায়ী তারেক হোসেন বলেন, ‘চেক করবে ভালো কথা, কিন্তু হয়রানি যেন না করে। এটাই চাওয়া।’
রেলওয়ে থানার ওসি ফেরদৌস বিশ্বাস বলেন, ‘আমাদের চারটি টিম ভাগ হয়ে কাজ করছে।’
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির অনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিএনপি এক কর্মী নিহত হন। তারপর থেকেই সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
এদিকে গতকালের ঘটনা এবং ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল থেকেই কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই সড়কে কোনো যানবাহন চলছে না। সরকারি চাকরিজীবীরা আইডি কার্ড দেখিয়ে তারপর চলাচলের অনুমতি পাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা।
আর দশটা দিনের মতোই চিত্র দেশের প্রধান রেলস্টেশন কমলাপুরে। হুইসেল দিয়ে ট্রেন থামছে, নামার জন্য উদ্গ্রীব যাত্রীরা। লাল জামা পরে ছোটাছুটি কুলিদের। তবে পার্থক্য শুধু পুলিশ আর গোয়েন্দা (ডিবি) জ্যাকেট পরিহিত কয়েকটি দলের নজরদারিতে। সন্দেহ হলেই তাঁকে তল্লাশি করছেন ডিবি সদস্যরা।
আসছে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সামনে রেখে গতকাল বুধবার থেকেই কড়াকড়ি শুরু হয়েছে কমলাপুরে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় তল্লাশি।
সিলেট থেকে আসা এক তরুণকে তল্লাশি করছিলেন ডিবি সদস্যরা। তাঁর চোখমুখে রাজ্যের বিরক্তি। সাংবাদিক দেখে বললেন, ‘কী একটা অবস্থা!’
রেলওয়ে ডিবির পরিদর্শক আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আমাদের নজরদারি বেড়েছে। ট্রেন আসার পরে আমাদের সদস্যরা সন্দেহভাজনদের চেক করছেন। এটা কয়েক দিন চলবে।’
ট্রেন থেকে নেমে তল্লাশীর মুখে পড়া ব্যবসায়ী তারেক হোসেন বলেন, ‘চেক করবে ভালো কথা, কিন্তু হয়রানি যেন না করে। এটাই চাওয়া।’
রেলওয়ে থানার ওসি ফেরদৌস বিশ্বাস বলেন, ‘আমাদের চারটি টিম ভাগ হয়ে কাজ করছে।’
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির অনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিএনপি এক কর্মী নিহত হন। তারপর থেকেই সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
এদিকে গতকালের ঘটনা এবং ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল থেকেই কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই সড়কে কোনো যানবাহন চলছে না। সরকারি চাকরিজীবীরা আইডি কার্ড দেখিয়ে তারপর চলাচলের অনুমতি পাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা।
চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র, ১৫ লাখ টাকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে কোতোয়ালি থানার সিআরবি এলাকার বয়লার অ্যাভিনিউ বস্তি এবং ফলমন্ডি কলোনি এলাকায় যৌথবাহিনী এই অভিযান চালায়।
৩৫ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌর মেয়রসহ আওয়ামী লীগ-যুবলীগের ৭ নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগেশঙ্কা কেটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’কে নিয়ে। মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে প্রশাসনের আর্থিক সহযোগিতায় আগামী ২৩ নভেম্বর
১ ঘণ্টা আগেপ্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে আসামির পক্ষ ও রাষ্ট্রীয় পক্ষের শুনানি হয়। ট্রাইব্যুনালে শুনানির সময় কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। এ সময় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ
১ ঘণ্টা আগে