চট্টগ্রামে ধারালো অস্ত্র, ১৫ লাখ টাকাসহ ৫ জন আটক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৪: ১৪
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৪: ১৭
প্রতীকী ছবি

চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র, ১৫ লাখ টাকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে কোতোয়ালি থানার সিআরবি এলাকার বয়লার অ্যাভিনিউ বস্তি এবং ফলমন্ডি কলোনি এলাকায় যৌথ বাহিনী এই অভিযান চালায়।

আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে সিআরবি বয়লার অ্যাভিনিউ বস্তি এবং ফলমন্ডি কলোনি এলাকায় ভোর ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় পাঁচজন দুষ্কৃতকারীকে আটক করার পাশাপাশি ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার সরঞ্জামসহ আটক ব্যক্তিদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখাসহ চট্টগ্রাম শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত