কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। ঈদের আগে এবার সড়ক ও রেল পথে যাত্রীদের উপচে পরা ভিড় থাকলেও ব্যতিক্রম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীর অপেক্ষা করছে লঞ্চগুলো।
সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালের পন্টুনে বাধা আছে দক্ষিণাঞ্চলগামী সারি সারি লঞ্চ, তবে যাত্রীর তেমন চাপ নেই। যাত্রীর চাপ না থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন হাক ডাকও নেই। এদিকে যাত্রী খড়া থাকায় নির্ধারিত সময়ে ছাড়ছে না লঞ্চ, এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
বরিশালগামী পারাবত-১২ লঞ্চের যাত্রী জয়নাল শিকদার আজকের পত্রিকাকে বলেন, দুপুর ১২টায় স্ত্রী সন্তানসহ লঞ্চে এসে বসে আছি, এখন বাজে বিকেল সাড়ে ৪টা। কিন্তু কখন লঞ্চ ছাড়বে জানি না। লঞ্চের দায়ত্বপ্রাপ্তরা বলেন, যাত্রী হলেই লঞ্চ ছাড়া হবে।
বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয়ের সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর ৫টা থেকে বেলা ৪টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে ৩৫টি লঞ্চ। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে সদরঘাট টার্মিনালে এসেছে ৫৭টি লঞ্চ।
এমভি ফারহান লঞ্চের কর্মচারী আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আগে এই সময়টাতে লঞ্চ ঘাটে ভিড়তে দেরি, যাত্রী ভরতে দেরি হইতো না। আর এখন লঞ্চ পন্টুনে ঘণ্টার পর ঘণ্টা পরে আছে যাত্রীর খবর নাই। তা ছাড়া এই সময়টাতে যাত্রীদের জন্য কেবিনের টিকিট ছিল সোনার হরিণ, আর এখন ঘাটে আসলেই মিলছে কেবিন।’
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ঢাকা নদী বন্দরের আহ্বায়ক মামুন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর আমরা লোকসান দিয়ে ঈদের অপেক্ষায় বসে থাকি। গত রোজার ঈদেও আমাদের ব্যাপক লোকসান হয়েছে। এবছর এখনো যাত্রী চাপ দেখা যাচ্ছে না। পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা যাত্রী খরায় আছি।’
সদরঘাট টার্মিনালের নৌ-পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. হাবিব আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ৩৫টি লঞ্চ ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চেই আমরা যাত্রী হিসেব করে লঞ্চ ছাড়ার অনুমতি দিয়েছি। কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। তা ছাড়া এবছর তেমন যাত্রী চাপও নেই।’
আজ সোমবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এসময় তিনি বলেন, যাত্রী চাপ এখনো পুরোমাত্রায় শুরু হয়নি। পদ্মা সেতু হওয়ার কারণে এখানে চাপ কিছুটা কমেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় এখানে নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নৌরুটেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য নৌপুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।
পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। ঈদের আগে এবার সড়ক ও রেল পথে যাত্রীদের উপচে পরা ভিড় থাকলেও ব্যতিক্রম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীর অপেক্ষা করছে লঞ্চগুলো।
সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালের পন্টুনে বাধা আছে দক্ষিণাঞ্চলগামী সারি সারি লঞ্চ, তবে যাত্রীর তেমন চাপ নেই। যাত্রীর চাপ না থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন হাক ডাকও নেই। এদিকে যাত্রী খড়া থাকায় নির্ধারিত সময়ে ছাড়ছে না লঞ্চ, এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
বরিশালগামী পারাবত-১২ লঞ্চের যাত্রী জয়নাল শিকদার আজকের পত্রিকাকে বলেন, দুপুর ১২টায় স্ত্রী সন্তানসহ লঞ্চে এসে বসে আছি, এখন বাজে বিকেল সাড়ে ৪টা। কিন্তু কখন লঞ্চ ছাড়বে জানি না। লঞ্চের দায়ত্বপ্রাপ্তরা বলেন, যাত্রী হলেই লঞ্চ ছাড়া হবে।
বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয়ের সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর ৫টা থেকে বেলা ৪টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে ৩৫টি লঞ্চ। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে সদরঘাট টার্মিনালে এসেছে ৫৭টি লঞ্চ।
এমভি ফারহান লঞ্চের কর্মচারী আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আগে এই সময়টাতে লঞ্চ ঘাটে ভিড়তে দেরি, যাত্রী ভরতে দেরি হইতো না। আর এখন লঞ্চ পন্টুনে ঘণ্টার পর ঘণ্টা পরে আছে যাত্রীর খবর নাই। তা ছাড়া এই সময়টাতে যাত্রীদের জন্য কেবিনের টিকিট ছিল সোনার হরিণ, আর এখন ঘাটে আসলেই মিলছে কেবিন।’
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ঢাকা নদী বন্দরের আহ্বায়ক মামুন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর আমরা লোকসান দিয়ে ঈদের অপেক্ষায় বসে থাকি। গত রোজার ঈদেও আমাদের ব্যাপক লোকসান হয়েছে। এবছর এখনো যাত্রী চাপ দেখা যাচ্ছে না। পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা যাত্রী খরায় আছি।’
সদরঘাট টার্মিনালের নৌ-পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. হাবিব আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ৩৫টি লঞ্চ ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চেই আমরা যাত্রী হিসেব করে লঞ্চ ছাড়ার অনুমতি দিয়েছি। কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। তা ছাড়া এবছর তেমন যাত্রী চাপও নেই।’
আজ সোমবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এসময় তিনি বলেন, যাত্রী চাপ এখনো পুরোমাত্রায় শুরু হয়নি। পদ্মা সেতু হওয়ার কারণে এখানে চাপ কিছুটা কমেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় এখানে নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নৌরুটেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য নৌপুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারিবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২৪ মিনিট আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগে