উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় বেদে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বস্তির দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এদিকে বাইরে বস্তির লোকজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে গেছে। আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উত্তরার ৮ নম্বর সেক্টরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন বেদে বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বস্তির একটি ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বস্তিবাসী, আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে একজন নারী এক হাত ও একজন যুবক কিছুটা আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বস্তিবাসীর দাবি, বস্তিতে প্রায় সাড়ে শতাধিক ঘর ছিল। যার মধ্যে দুই শতাধিকের বেশি ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।
বস্তির বাসিন্দা কমলা (৪০) আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে ভেতরে রয়েছে। কিছুক্ষণ আগে আমায় ফোন দিয়ে বলছে, মা তুমি ভেতরে আসো।’
বস্তির বাসিন্দা আবু তালেব আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি ওয়ালীর ঘর থেকে আগুন লাগছে। তার নাম পারভিন। ওই ঘরের বৈদ্যুতের তার থেকে এই আগুন লাগছে।’
তিনি বলেন, ‘ওই সময় আমি নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করেই এই আগুন লাগে। তখন আমি বিদ্যুতের তার ছিঁড়ে ফেলতে গিয়ে শক খাই এবং ছিটকে পরে যাই।’
রাবেয়া নামে এক ভুক্তভোগী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েকে নিয়ে আমি থাকি। ঘর ভরা আমার জিনিসপত্র। অনেক কষ্টে এসব আমি করেছি। আমি কিছুই বের করতে পারি নাই। আমার মেয়ের বই খাতা গুলোও আমি বের করতে পারি নাই। আমি মানুষের কাছ থেকে হাত পেতে পেতে এসব নিয়ে আসছিলাম।’
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা জোনের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে। তবে এখনো আমরা বস্তির ভেতরে প্রবেশ করতে পারিনি। যার কারণে হতাহতের বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।’
শফিকুল ইসলাম বলেন, ‘এখন আমরা সার্চ করব, তারপর সার্চ শেষ হলে হতাহতের বিষয়ে বলা যাবে।’
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বস্তির একটি অংশে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি আমি। আমার অংশে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। অন্যান্য অংশের কথা আমি বলতে পারছি না।’
এ বিষয়ে উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ওই বস্তিতে তিন থেকে সাড়ে তিন শত ঘর ছিল। বস্তির লোকজন জানিয়েছে-বস্তিটিতে কেউ মশা তাড়ানোর জন্য আগুন ধরিয়েছিল। সেখান থেকেই এ আগুনের সূত্রপাত ঘটেছে।’
রাজধানীর উত্তরায় বেদে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বস্তির দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এদিকে বাইরে বস্তির লোকজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে গেছে। আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উত্তরার ৮ নম্বর সেক্টরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন বেদে বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বস্তির একটি ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বস্তিবাসী, আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে একজন নারী এক হাত ও একজন যুবক কিছুটা আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বস্তিবাসীর দাবি, বস্তিতে প্রায় সাড়ে শতাধিক ঘর ছিল। যার মধ্যে দুই শতাধিকের বেশি ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।
বস্তির বাসিন্দা কমলা (৪০) আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে ভেতরে রয়েছে। কিছুক্ষণ আগে আমায় ফোন দিয়ে বলছে, মা তুমি ভেতরে আসো।’
বস্তির বাসিন্দা আবু তালেব আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি ওয়ালীর ঘর থেকে আগুন লাগছে। তার নাম পারভিন। ওই ঘরের বৈদ্যুতের তার থেকে এই আগুন লাগছে।’
তিনি বলেন, ‘ওই সময় আমি নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করেই এই আগুন লাগে। তখন আমি বিদ্যুতের তার ছিঁড়ে ফেলতে গিয়ে শক খাই এবং ছিটকে পরে যাই।’
রাবেয়া নামে এক ভুক্তভোগী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েকে নিয়ে আমি থাকি। ঘর ভরা আমার জিনিসপত্র। অনেক কষ্টে এসব আমি করেছি। আমি কিছুই বের করতে পারি নাই। আমার মেয়ের বই খাতা গুলোও আমি বের করতে পারি নাই। আমি মানুষের কাছ থেকে হাত পেতে পেতে এসব নিয়ে আসছিলাম।’
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা জোনের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে। তবে এখনো আমরা বস্তির ভেতরে প্রবেশ করতে পারিনি। যার কারণে হতাহতের বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।’
শফিকুল ইসলাম বলেন, ‘এখন আমরা সার্চ করব, তারপর সার্চ শেষ হলে হতাহতের বিষয়ে বলা যাবে।’
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বস্তির একটি অংশে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি আমি। আমার অংশে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। অন্যান্য অংশের কথা আমি বলতে পারছি না।’
এ বিষয়ে উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ওই বস্তিতে তিন থেকে সাড়ে তিন শত ঘর ছিল। বস্তির লোকজন জানিয়েছে-বস্তিটিতে কেউ মশা তাড়ানোর জন্য আগুন ধরিয়েছিল। সেখান থেকেই এ আগুনের সূত্রপাত ঘটেছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
১০ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১১ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৮ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২৪ মিনিট আগে