কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের একটি আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে জেলা শহরের বত্রিশ এলাকার বড় বাজার মণিপুরঘাট রোডের শ্রী শ্রী জিউর আখড়ায় প্রতিমা ভাঙচুরের এই ঘটনা ঘটে।
জানা গেছে, কিশোরগঞ্জের এই আখড়াটিতে প্রথমবারের মতো প্রতিমা বানিয়ে পূজার আয়োজন করা হচ্ছে। রাতভর নিরাপত্তার কারণে কড়া পাহারায় আখড়ায় স্থানীয় গোপীনাথ সংঘ সংগঠনের ছেলেরা মন্দির পাহারায় ছিলেন। রাত সাড়ে ৩টা পর্যন্ত সংগঠনের পাঁচ সদস্য জেগেছিলেন। সাড়ে ৩টা থেকে ৫টা—এই সময়ের ভেতর দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। মন্দিরের নিরাপত্তার স্বার্থে পূজা উপলক্ষে পুরো মন্দিরে সিসি ক্যামেরা গতকাল বুধবার লাগানোর কথা থাকলেও বৃষ্টির জন্য লাগানো হয়নি। এ ছাড়া সনাতন ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তার জন্য দুই মাস মন্দিরে মন্দিরে পাহারা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী ও আখড়ার লোকজন বলেন, পূজার বাকি আর মাত্র সাত দিন। ৫ আগস্টের পর থেকে কিশোরগঞ্জে রাতভর হিন্দু-মুসলিম মিলে শহরের সব মন্দির, আখড়া পাহারায় ছিল। দিনভর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সারা দিন পাহারা দিয়ে সন্ধ্যার পর চলে যায়। রাতে বৃষ্টির সময়ও প্রতিমা পাহারা দেওয়া হয়েছে। ভোরে কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে কেউ বলতে পারছে না।
গোপীনাথ সংঘ ও গোপীনাথ মন্দির পূজা উদ্যাপন কমিটির সভাপতি লিটন সরকার বলেন, ‘প্রথমবারের মতো আমরা এলাকার সবাই মিলে পূজার আয়োজন করেছি। আমাদের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। এর আগে কোনো দিন এমন ভাঙচুরের ঘটনা ঘটেনি। এই অসাম্প্রদায়িক শহরে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা যারা করার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা পুলিশ প্রশাসন ও বর্তমান সরকারের কাছে বলতে চাই, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমরা এই দেশের নাগরিক। তাহলে কেন আমার মন্দির পাহারা দিতে হয়?’
গোপীনাথ সংঘের সদস্য অপু কান্তি রায় বলেন, ‘৪টা পর্যন্ত আমি মন্দির পাহারায় ছিলাম। ভোরে বৃষ্টি নামার পর ঘুমিয়ে পড়ি। রচনা ঘরে আমরা পাঁচজন ঘুমিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে পিন্টু সাহা দেখতে পায় আমাদের মায়ের মূর্তি ভাঙা। ফোনে জানানোর পর আমরা মন্দিরে ছুটে যাই। আমরা মূর্তিসহ আমাদের জীবনের নিরাপত্তা চাই।’
সংগঠনের সাধারণ সম্পাদক সজীব কুমার সাহা বলেন, ‘মন্দিরে কড়া নিরাপত্তার মধ্যেও প্রতিমা ভাঙচুর করা হয়েছে। একটি টিম প্রতিদিন পাহারায় থাকে। গতকাল পাঁচজন এই মন্দিরে প্রতিমা পাহারা দিয়েছে। বৃষ্টির সময় ঘুমিয়ে গিয়েছিলাম। জেলার প্রশাসন ও পুলিশের কড়া নিরাপত্তার ভেতর দিয়ে এসব করা হয়েছে। আমরা কাউকেই সন্দেহ করছি না বা এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি যে কারা মূর্তি ভাঙচুর করেছে। আমরা শহরের হিন্দু সম্প্রদায়ের সবাই প্রতিবাদ মিছিলের উদ্যোগ নিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয় নিয়ে আমার কর্মকর্তাদের সঙ্গে বসেছি। দুষ্কৃতকারী যে-ই হোক, আমরা তাদের আইনের আওতায় আনব। এ বিষয় নিয়ে কাজ করছি।’
কিশোরগঞ্জের একটি আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে জেলা শহরের বত্রিশ এলাকার বড় বাজার মণিপুরঘাট রোডের শ্রী শ্রী জিউর আখড়ায় প্রতিমা ভাঙচুরের এই ঘটনা ঘটে।
জানা গেছে, কিশোরগঞ্জের এই আখড়াটিতে প্রথমবারের মতো প্রতিমা বানিয়ে পূজার আয়োজন করা হচ্ছে। রাতভর নিরাপত্তার কারণে কড়া পাহারায় আখড়ায় স্থানীয় গোপীনাথ সংঘ সংগঠনের ছেলেরা মন্দির পাহারায় ছিলেন। রাত সাড়ে ৩টা পর্যন্ত সংগঠনের পাঁচ সদস্য জেগেছিলেন। সাড়ে ৩টা থেকে ৫টা—এই সময়ের ভেতর দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। মন্দিরের নিরাপত্তার স্বার্থে পূজা উপলক্ষে পুরো মন্দিরে সিসি ক্যামেরা গতকাল বুধবার লাগানোর কথা থাকলেও বৃষ্টির জন্য লাগানো হয়নি। এ ছাড়া সনাতন ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তার জন্য দুই মাস মন্দিরে মন্দিরে পাহারা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী ও আখড়ার লোকজন বলেন, পূজার বাকি আর মাত্র সাত দিন। ৫ আগস্টের পর থেকে কিশোরগঞ্জে রাতভর হিন্দু-মুসলিম মিলে শহরের সব মন্দির, আখড়া পাহারায় ছিল। দিনভর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সারা দিন পাহারা দিয়ে সন্ধ্যার পর চলে যায়। রাতে বৃষ্টির সময়ও প্রতিমা পাহারা দেওয়া হয়েছে। ভোরে কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে কেউ বলতে পারছে না।
গোপীনাথ সংঘ ও গোপীনাথ মন্দির পূজা উদ্যাপন কমিটির সভাপতি লিটন সরকার বলেন, ‘প্রথমবারের মতো আমরা এলাকার সবাই মিলে পূজার আয়োজন করেছি। আমাদের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। এর আগে কোনো দিন এমন ভাঙচুরের ঘটনা ঘটেনি। এই অসাম্প্রদায়িক শহরে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা যারা করার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা পুলিশ প্রশাসন ও বর্তমান সরকারের কাছে বলতে চাই, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমরা এই দেশের নাগরিক। তাহলে কেন আমার মন্দির পাহারা দিতে হয়?’
গোপীনাথ সংঘের সদস্য অপু কান্তি রায় বলেন, ‘৪টা পর্যন্ত আমি মন্দির পাহারায় ছিলাম। ভোরে বৃষ্টি নামার পর ঘুমিয়ে পড়ি। রচনা ঘরে আমরা পাঁচজন ঘুমিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে পিন্টু সাহা দেখতে পায় আমাদের মায়ের মূর্তি ভাঙা। ফোনে জানানোর পর আমরা মন্দিরে ছুটে যাই। আমরা মূর্তিসহ আমাদের জীবনের নিরাপত্তা চাই।’
সংগঠনের সাধারণ সম্পাদক সজীব কুমার সাহা বলেন, ‘মন্দিরে কড়া নিরাপত্তার মধ্যেও প্রতিমা ভাঙচুর করা হয়েছে। একটি টিম প্রতিদিন পাহারায় থাকে। গতকাল পাঁচজন এই মন্দিরে প্রতিমা পাহারা দিয়েছে। বৃষ্টির সময় ঘুমিয়ে গিয়েছিলাম। জেলার প্রশাসন ও পুলিশের কড়া নিরাপত্তার ভেতর দিয়ে এসব করা হয়েছে। আমরা কাউকেই সন্দেহ করছি না বা এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি যে কারা মূর্তি ভাঙচুর করেছে। আমরা শহরের হিন্দু সম্প্রদায়ের সবাই প্রতিবাদ মিছিলের উদ্যোগ নিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয় নিয়ে আমার কর্মকর্তাদের সঙ্গে বসেছি। দুষ্কৃতকারী যে-ই হোক, আমরা তাদের আইনের আওতায় আনব। এ বিষয় নিয়ে কাজ করছি।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে