ঢাবি প্রতিনিধি
রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়ে আবার গুলিস্তান জিরো পয়েন্টে অপেক্ষারত শিক্ষার্থীদের কাছে ফিরেছেন প্রতিনিধিরা। এসে তাঁরা গণমাধ্যমসহ সবার কাছে সর্বশেষ তথ্য জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছি, আমাদের স্মারকলিপি মহামান্য রাষ্ট্রপতির সচিব গ্রহণ করেছেন। আমাদের এক দফা দাবির বিষয়ে আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি। তিনি (সচিব) মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। আমরা আশা করব, মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনীয় যথাযথ উদ্যোগ নেবেন।’
আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি জরুরি পদক্ষেপ নেবেন। তিনি জাতীয় সংসদ অধিবেশন ডেকে জরুরি ব্যবস্থা নেবেন। আমাদের স্মারকলিপিতে ২৪ ঘণ্টার সময়সূচি উল্লেখ করেছি। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
শাহবাগ থানায় মামলার বিষয়ে নাহিদ বলেন, ‘অজ্ঞাতনামা মামলা দেওয়া হয়েছে। এ মামলা প্রত্যাহার করতে হবে। এ জন্য আমরা ২৪ ঘণ্টা অপেক্ষা করব। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি নিতে বাধ্য হব।’
এর আগে রাজধানীর শাহবাগ মোড়ে বিনা বাধায় পার হলেও শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের গণপদযাত্রা। সেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে এগিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে তাঁরা আবারও পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। পরে সেখানে অবস্থান নেন এবং ১২ সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে যায়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীরা এখানে অবস্থান করবেন। আমাদের ১২ জনের একটি প্রতিনিধিদল মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি নিয়ে যাবেন। সেখান থেকে আমরা (প্রতিনিধিদল) আবার জিরো পয়েন্টে আসব এবং পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে ১২টা ২০ মিনিটে বিনা বাধায় শাহবাগ পার হন তাঁরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, এরপর প্রেসক্লাব হয়ে বঙ্গভবন পর্যন্ত তাঁদের এই গণপদযাত্রা চলবে বলে জানানো হয়েছে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের এই গণপদযাত্রা। আশা করি পুলিশ প্রশাসন আমাদের গণপদযাত্রায় সহযোগিতা করবে।’
পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। সেখানে ১০ মিনিট অবস্থান শেষে তাঁরা আবার মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করেন।
শিক্ষার্থীদের নেতৃত্বদানকারীদের পক্ষ থেকে জানানো হয়, ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম থাকায় তাঁরা অপেক্ষা করেছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হয়েছে জানতে পারার পর তাঁরা আবার মিছিল নিয়ে যাত্রা শুরু করেন।
রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়ে আবার গুলিস্তান জিরো পয়েন্টে অপেক্ষারত শিক্ষার্থীদের কাছে ফিরেছেন প্রতিনিধিরা। এসে তাঁরা গণমাধ্যমসহ সবার কাছে সর্বশেষ তথ্য জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছি, আমাদের স্মারকলিপি মহামান্য রাষ্ট্রপতির সচিব গ্রহণ করেছেন। আমাদের এক দফা দাবির বিষয়ে আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি। তিনি (সচিব) মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। আমরা আশা করব, মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনীয় যথাযথ উদ্যোগ নেবেন।’
আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি জরুরি পদক্ষেপ নেবেন। তিনি জাতীয় সংসদ অধিবেশন ডেকে জরুরি ব্যবস্থা নেবেন। আমাদের স্মারকলিপিতে ২৪ ঘণ্টার সময়সূচি উল্লেখ করেছি। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
শাহবাগ থানায় মামলার বিষয়ে নাহিদ বলেন, ‘অজ্ঞাতনামা মামলা দেওয়া হয়েছে। এ মামলা প্রত্যাহার করতে হবে। এ জন্য আমরা ২৪ ঘণ্টা অপেক্ষা করব। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি নিতে বাধ্য হব।’
এর আগে রাজধানীর শাহবাগ মোড়ে বিনা বাধায় পার হলেও শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের গণপদযাত্রা। সেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে এগিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে তাঁরা আবারও পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। পরে সেখানে অবস্থান নেন এবং ১২ সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে যায়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীরা এখানে অবস্থান করবেন। আমাদের ১২ জনের একটি প্রতিনিধিদল মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি নিয়ে যাবেন। সেখান থেকে আমরা (প্রতিনিধিদল) আবার জিরো পয়েন্টে আসব এবং পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে ১২টা ২০ মিনিটে বিনা বাধায় শাহবাগ পার হন তাঁরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, এরপর প্রেসক্লাব হয়ে বঙ্গভবন পর্যন্ত তাঁদের এই গণপদযাত্রা চলবে বলে জানানো হয়েছে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের এই গণপদযাত্রা। আশা করি পুলিশ প্রশাসন আমাদের গণপদযাত্রায় সহযোগিতা করবে।’
পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। সেখানে ১০ মিনিট অবস্থান শেষে তাঁরা আবার মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করেন।
শিক্ষার্থীদের নেতৃত্বদানকারীদের পক্ষ থেকে জানানো হয়, ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম থাকায় তাঁরা অপেক্ষা করেছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হয়েছে জানতে পারার পর তাঁরা আবার মিছিল নিয়ে যাত্রা শুরু করেন।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে