রিমান্ড শেষে হেফাজত নেতা হাবিবী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২১, ১৫: ৩২

ঢাকা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে দুপুরের দিকে মুফতি ফয়সালকে আদালতে হাজির করে পুলিশ। নতুন করে কোনো রিমান্ড না চেয়ে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৬ শে মার্চ মোদি বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গত ২৯ এপ্রিল মুফতি ফয়সালকে রিমান্ডে নেওয়া হয়। আগের দিন রাজধানীর ডেমরায় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ঢাকার ডেমরার মদিনা চত্ত্বর সেন্ট্রাল জামে মসজিদের খতিব।

পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, মুফতি ফয়সাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনে গত ২৬ মার্চ বায়তুল মোকাররম এলাকায় হেফাজতে ইসলামসহ অন্যান্যদের নিয়ে নাশকতায় যুক্ত হন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। কাজেক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা হোক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত