মাদারীপুর প্রতিনিধি
ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। তবে ফেরির চেয়ে লঞ্চগুলোতে যাত্রীদের চাপ অনেক বেশি। এই সুযোগে অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায় করছেন লঞ্চ মালিক-শ্রমিকেরা। অন্যদিকে স্পিডবোটেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। আজ শনিবার সকাল থেকে বাংলাবাজার ঘাটে প্রতিটি নৌযান অন্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে পদ্মা নদী পার হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৬টার পর থেকেই প্রতিটি লঞ্চ ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে আসছে। ফলে একপ্রকার গাদাগাদি করেই যাত্রীরা আসতে বাধ্য হচ্ছে। সেই সঙ্গে জনপ্রতি ৩৫ টাকার ভাড়া ৫০ টাকা পর্যন্ত আদায় করছেন শ্রমিকেরা। ফলে যাত্রীদের মাঝে অসন্তোষ রয়েছে। সেই সঙ্গে বাস ও ছোট ছোট যানবাহনে বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাঁদের। তার পরও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার আনন্দে শত কষ্ট হলেও ভালো লাগছে বলে জানান তাঁরা।
ভূরঘাটাগামী মাজেদ মিয়া বলেন, ‘আগে লঞ্চে ভাড়া দিতাম ৩৫ টাকা, এখন ৫০ টাকা নিচ্ছে। তার পরেও মনে কষ্ট নাই, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে যেতে পারছি সে-ই বড় কথা। তবে লঞ্চে পা ফেলার জায়গা নাই। পুরো লঞ্চে মানুষ ভরা। নিশ্বাস নিতে কষ্ট হয়েছে। যাত্রীরা কথা শুনছে না।’
এমভি দিপু লঞ্চের সুপারভাইজার শহীদ উদ্দিন বলেন, ‘যাত্রী কিছুটা বেশি হয়েছে। তবে এটা মালিক সমিতি থেকে বলা হয়েছে। আর পদ্মা নদী শান্ত আছে, যাত্রী একটু বেশি হলেও সমস্যা হবে না। আর যাত্রীদের নিষেধ করলেও তারা বাধা শোনে না। ফলে বাধ্য হয়েই কিছু যাত্রী বেশি নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া নেওয়া হয় না। যারা বলেছে, তারা আমার সামনে বলুক।’
এদিকে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা করার জন্য চালক-শ্রমিকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ঘাটে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাত্রীদের ভোগান্তি ও দুর্ভোগ কমাতে দালাল চক্র, ছিনতাইকারী ও ছোট-বড় যানবাহনের চালক ও শ্রমিকেরা যেন ঈদযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে, এ জন্য পুলিশ ও সংশ্লিষ্টদের সজাগ থাকতে বলা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে পুলিশ প্রশাসন।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘ঈদের যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের একটি চৌকস টিম ঈদের ১০ দিন আগে থেকে ঘাটে টহল দিচ্ছে। কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছে। চুরি-ছিনতাই রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতে আমাদের কঠোর অবস্থান থাকবে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি বাংলাবাজার ও মাঝিরকান্দি ঘাটে আসছে। এর মধ্যে বাংলাবাজারে ৫টি ও মাঝিরকান্দিতে ঘাটে ৫টি। এ ছাড়া ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে। এবারের ঈদে ফেরিতে যাত্রীর চাপ খুবই কম। লঞ্চ ও স্পিডবোট চালু থাকায় যাত্রীদের দুর্ভোগ কম হচ্ছে।’
ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। তবে ফেরির চেয়ে লঞ্চগুলোতে যাত্রীদের চাপ অনেক বেশি। এই সুযোগে অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায় করছেন লঞ্চ মালিক-শ্রমিকেরা। অন্যদিকে স্পিডবোটেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। আজ শনিবার সকাল থেকে বাংলাবাজার ঘাটে প্রতিটি নৌযান অন্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে পদ্মা নদী পার হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৬টার পর থেকেই প্রতিটি লঞ্চ ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে আসছে। ফলে একপ্রকার গাদাগাদি করেই যাত্রীরা আসতে বাধ্য হচ্ছে। সেই সঙ্গে জনপ্রতি ৩৫ টাকার ভাড়া ৫০ টাকা পর্যন্ত আদায় করছেন শ্রমিকেরা। ফলে যাত্রীদের মাঝে অসন্তোষ রয়েছে। সেই সঙ্গে বাস ও ছোট ছোট যানবাহনে বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাঁদের। তার পরও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার আনন্দে শত কষ্ট হলেও ভালো লাগছে বলে জানান তাঁরা।
ভূরঘাটাগামী মাজেদ মিয়া বলেন, ‘আগে লঞ্চে ভাড়া দিতাম ৩৫ টাকা, এখন ৫০ টাকা নিচ্ছে। তার পরেও মনে কষ্ট নাই, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে যেতে পারছি সে-ই বড় কথা। তবে লঞ্চে পা ফেলার জায়গা নাই। পুরো লঞ্চে মানুষ ভরা। নিশ্বাস নিতে কষ্ট হয়েছে। যাত্রীরা কথা শুনছে না।’
এমভি দিপু লঞ্চের সুপারভাইজার শহীদ উদ্দিন বলেন, ‘যাত্রী কিছুটা বেশি হয়েছে। তবে এটা মালিক সমিতি থেকে বলা হয়েছে। আর পদ্মা নদী শান্ত আছে, যাত্রী একটু বেশি হলেও সমস্যা হবে না। আর যাত্রীদের নিষেধ করলেও তারা বাধা শোনে না। ফলে বাধ্য হয়েই কিছু যাত্রী বেশি নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া নেওয়া হয় না। যারা বলেছে, তারা আমার সামনে বলুক।’
এদিকে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা করার জন্য চালক-শ্রমিকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ঘাটে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাত্রীদের ভোগান্তি ও দুর্ভোগ কমাতে দালাল চক্র, ছিনতাইকারী ও ছোট-বড় যানবাহনের চালক ও শ্রমিকেরা যেন ঈদযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে, এ জন্য পুলিশ ও সংশ্লিষ্টদের সজাগ থাকতে বলা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে পুলিশ প্রশাসন।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘ঈদের যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের একটি চৌকস টিম ঈদের ১০ দিন আগে থেকে ঘাটে টহল দিচ্ছে। কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছে। চুরি-ছিনতাই রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতে আমাদের কঠোর অবস্থান থাকবে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি বাংলাবাজার ও মাঝিরকান্দি ঘাটে আসছে। এর মধ্যে বাংলাবাজারে ৫টি ও মাঝিরকান্দিতে ঘাটে ৫টি। এ ছাড়া ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে। এবারের ঈদে ফেরিতে যাত্রীর চাপ খুবই কম। লঞ্চ ও স্পিডবোট চালু থাকায় যাত্রীদের দুর্ভোগ কম হচ্ছে।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৮ ঘণ্টা আগে