সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় ঢুকে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মারধর করেছেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত ২০ জনের আহত হয়েছেন। তাঁদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে আহতদের চিকিৎসা নেন আহতেরা। এর আগে ১১টার দিকে নরসিংহপুরের হামিম গ্রুপের নেক্সট কালেকশন্স লিমিটেড কারখানায় এ হামলার ঘটনা ঘটে।
কারখানার নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন, নিরাপত্তার দায়িত্বে থাকা কারখানার ১ নম্বর গেটের সিকিউরিটি ইনচার্জ নিতাই দেবনাথ গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে কারখানার নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
কারখানাটির কোয়ালিটি ইনচার্জ আহত মো. তাইজুল উদ্দিন বলেন, ‘আমরা প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলাম। কিন্তু কিছু লোকজন বাইরে থেকে আমাদের গেট ভেঙে এসে আমাদের মারধর করতে থাকে। আমাদের যেভাবে পেরেছে মারধর করছে।’
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন-উর-রশিদ বলেন, প্রায় ২০-২২ জন আহত ব্যক্তি আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের ভেতর যাদের অবস্থা বেশি খারাপ ৪-৫ জনের মতো তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে কারখানাটির পরিচালক সিহাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কারখানায় ঢুকে বাইরে থেকে শ্রমিকেরা হামলা চালিয়েছে। কারখানার ভেতর ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা। আমাদের ইডি (নির্বাহী পরিচালক) সাহাবুদ্দিন গুরুতর আহত হয়েছেন। তিনি আইসিইউতে আছেন, তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। আমরা খুব চিন্তিত।’
শিল্প পুলিশ-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বাইরে থেকে শ্রমিকেরা ইট-পাটকেল ছুড়েছে। আমাদের পুলিশ সেখানে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
উল্লেখ্য, সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকার দাবিতে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। আজ আশুলিয়ার জামগড়া ও সাভারের হেমায়েতপুরে পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটে। সর্বশেষ বেলা সাড়ে ১২টা থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।
সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় ঢুকে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মারধর করেছেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত ২০ জনের আহত হয়েছেন। তাঁদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে আহতদের চিকিৎসা নেন আহতেরা। এর আগে ১১টার দিকে নরসিংহপুরের হামিম গ্রুপের নেক্সট কালেকশন্স লিমিটেড কারখানায় এ হামলার ঘটনা ঘটে।
কারখানার নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন, নিরাপত্তার দায়িত্বে থাকা কারখানার ১ নম্বর গেটের সিকিউরিটি ইনচার্জ নিতাই দেবনাথ গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে কারখানার নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
কারখানাটির কোয়ালিটি ইনচার্জ আহত মো. তাইজুল উদ্দিন বলেন, ‘আমরা প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলাম। কিন্তু কিছু লোকজন বাইরে থেকে আমাদের গেট ভেঙে এসে আমাদের মারধর করতে থাকে। আমাদের যেভাবে পেরেছে মারধর করছে।’
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন-উর-রশিদ বলেন, প্রায় ২০-২২ জন আহত ব্যক্তি আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের ভেতর যাদের অবস্থা বেশি খারাপ ৪-৫ জনের মতো তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে কারখানাটির পরিচালক সিহাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কারখানায় ঢুকে বাইরে থেকে শ্রমিকেরা হামলা চালিয়েছে। কারখানার ভেতর ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা। আমাদের ইডি (নির্বাহী পরিচালক) সাহাবুদ্দিন গুরুতর আহত হয়েছেন। তিনি আইসিইউতে আছেন, তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। আমরা খুব চিন্তিত।’
শিল্প পুলিশ-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বাইরে থেকে শ্রমিকেরা ইট-পাটকেল ছুড়েছে। আমাদের পুলিশ সেখানে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
উল্লেখ্য, সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকার দাবিতে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। আজ আশুলিয়ার জামগড়া ও সাভারের হেমায়েতপুরে পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটে। সর্বশেষ বেলা সাড়ে ১২টা থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।
সড়ক দুর্ঘটনা, মরদেহ, পুলিশ, বাঁশখালী, চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগ, জেলার খবর
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা, সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুর রহমান কারাগারে পাঠানোর নির্দ
৮ মিনিট আগেসাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়ল নামের এক ব্যক্তির মরদেহ দাফনের তিন মাস পর আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। আজ সোমবার সকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়।
১৯ মিনিট আগেরাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথে অবরোধ তুলে নিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকাল ৪টার দিকে তাঁরা সবগুলো সড়ক ছেড়ে দেয়।
২৫ মিনিট আগে