নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ৫ এপ্রিল থেকে বেলা ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘৫ এপ্রিল থেকে সময় বেড়ে বেলা ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। পরবর্তীকালে ক্রমান্বয়ে সময় বাড়িয়ে জুলাই মাস থেকে সম্পূর্ণ সময়সূচি অনুযায়ী আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলবে।’
মহাপরিচালক বলেন, মার্চের ২৯ তারিখ পর্যন্ত মেট্রোরেলের আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা, আর ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। এই সময়ে যাত্রী পরিবহন হয়েছে ১০ লাখ ৭৭ হাজার জন। এই ব্যয়ের মধ্যে বেশির ভাগ বিদ্যুৎ বিল। তবে একটা ফ্লাট বিদ্যুৎ বিলের জন্য কথা হচ্ছে। এ ছাড়া বাকি সবকিছুই এই ব্যয়ের মধ্যে আছে।
পাশাপাশি শুক্রবার (৩১ মার্চ) থেকে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত; বাকি উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া মেট্রো স্টেশন খুলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। ফলে চালু হওয়ার তিন মাসের মধ্যে এই রুটের সব স্টেশনে একসঙ্গে যাত্রী ওঠানামা করতে পারবে।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘একটা প্রতিশ্রুতি ছিল; মার্চের মধ্যে এই রুটে সব স্টেশন চালু করার। সেই মোতাবেক শুক্রবার বাকি দুটি স্টেশন চালু হচ্ছে।’
নতুন দুটি স্টেশনের মধ্যে আগারগাঁও থেকে শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ৪০ টাকা। আর উত্তরা থেকে উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা ঠিক করেছে কর্তৃপক্ষ।
উদ্বোধনের পর উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০, কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করা হয়। প্রথমে লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন হয়। এ বছরের মধ্যেই চালু হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশ। সেভাবেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।
আগামী ৫ এপ্রিল থেকে বেলা ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘৫ এপ্রিল থেকে সময় বেড়ে বেলা ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। পরবর্তীকালে ক্রমান্বয়ে সময় বাড়িয়ে জুলাই মাস থেকে সম্পূর্ণ সময়সূচি অনুযায়ী আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলবে।’
মহাপরিচালক বলেন, মার্চের ২৯ তারিখ পর্যন্ত মেট্রোরেলের আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা, আর ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। এই সময়ে যাত্রী পরিবহন হয়েছে ১০ লাখ ৭৭ হাজার জন। এই ব্যয়ের মধ্যে বেশির ভাগ বিদ্যুৎ বিল। তবে একটা ফ্লাট বিদ্যুৎ বিলের জন্য কথা হচ্ছে। এ ছাড়া বাকি সবকিছুই এই ব্যয়ের মধ্যে আছে।
পাশাপাশি শুক্রবার (৩১ মার্চ) থেকে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত; বাকি উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া মেট্রো স্টেশন খুলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। ফলে চালু হওয়ার তিন মাসের মধ্যে এই রুটের সব স্টেশনে একসঙ্গে যাত্রী ওঠানামা করতে পারবে।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘একটা প্রতিশ্রুতি ছিল; মার্চের মধ্যে এই রুটে সব স্টেশন চালু করার। সেই মোতাবেক শুক্রবার বাকি দুটি স্টেশন চালু হচ্ছে।’
নতুন দুটি স্টেশনের মধ্যে আগারগাঁও থেকে শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ৪০ টাকা। আর উত্তরা থেকে উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা ঠিক করেছে কর্তৃপক্ষ।
উদ্বোধনের পর উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০, কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করা হয়। প্রথমে লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন হয়। এ বছরের মধ্যেই চালু হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশ। সেভাবেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২২ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে