নিজস্ব প্রতিনিধি, ঢাকা
শিশুরা জেগে উঠলে অন্ধকার দূরীভূত হবে। তারাই আমাদের জন্য একটি আলোকিত বিশ্ব গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শনিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত বিশ্ব শিশু ও শিশু অধিকার সপ্তাহ–২০২১ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং শোষণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, শিশুরা ভালোবাসা চায়। আর এই ভালোবাসা যেন তারা পরিবার থেকেই পায়। কোনভাবেই তাদের যেন নির্যাতন ও শোষণ করা না হয়।
অভিভাবকদের উদ্দেশে শিরীন শারমিন বলেন, শিশুরা অনেক কিছু ভাবে। এই ভাবনাগুলো ইতিবাচক। তাই তাদের কথা বলার আরও সুযোগ করে দিতে হবে। তাদের কথা শোনার ধৈর্যও আমাদের রাখতে হবে।
'যখন আমি খোকা ছিলাম, ছিলাম ভালো বেশ। খোকা হয়েই বাবার কাছে বায়না ছিল অশেষ' কবিতার কিছু লাইন উল্লেখ করে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, আমরা চাই প্রতিটি শিশুর শৈশব হোক গৌরবান্বিত। আমরা যেন শিশু অধিকার বিষয়ে সচেতন থাকি।
এ সময় তিনি সর্বস্তরের নাগরিকদের শিশুর কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া শিশুদের প্রতি দায়িত্ববোধ যেন শুধু একটি সপ্তাহের মধ্যেই সীমিত না থাকে, সে জন্য সকল অভিভাবক ও সচেতন মহলের কাছে শিশুদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান শিশু একাডেমির চেয়ারম্যান।
এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, শিশুদের সৃজনশীল ও মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে কোন বৈষম্য নেই। শিশুরা ধীরে ধীরে এগিয়ে যাবে। বিশ্ব দরবারে তারাই বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
শিশুরা জেগে উঠলে অন্ধকার দূরীভূত হবে। তারাই আমাদের জন্য একটি আলোকিত বিশ্ব গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শনিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত বিশ্ব শিশু ও শিশু অধিকার সপ্তাহ–২০২১ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং শোষণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, শিশুরা ভালোবাসা চায়। আর এই ভালোবাসা যেন তারা পরিবার থেকেই পায়। কোনভাবেই তাদের যেন নির্যাতন ও শোষণ করা না হয়।
অভিভাবকদের উদ্দেশে শিরীন শারমিন বলেন, শিশুরা অনেক কিছু ভাবে। এই ভাবনাগুলো ইতিবাচক। তাই তাদের কথা বলার আরও সুযোগ করে দিতে হবে। তাদের কথা শোনার ধৈর্যও আমাদের রাখতে হবে।
'যখন আমি খোকা ছিলাম, ছিলাম ভালো বেশ। খোকা হয়েই বাবার কাছে বায়না ছিল অশেষ' কবিতার কিছু লাইন উল্লেখ করে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, আমরা চাই প্রতিটি শিশুর শৈশব হোক গৌরবান্বিত। আমরা যেন শিশু অধিকার বিষয়ে সচেতন থাকি।
এ সময় তিনি সর্বস্তরের নাগরিকদের শিশুর কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া শিশুদের প্রতি দায়িত্ববোধ যেন শুধু একটি সপ্তাহের মধ্যেই সীমিত না থাকে, সে জন্য সকল অভিভাবক ও সচেতন মহলের কাছে শিশুদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান শিশু একাডেমির চেয়ারম্যান।
এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, শিশুদের সৃজনশীল ও মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে কোন বৈষম্য নেই। শিশুরা ধীরে ধীরে এগিয়ে যাবে। বিশ্ব দরবারে তারাই বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে