মো. রিয়াদ হোসাইন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুর কালীগঞ্জের উপজেলা পরিষদ কার্যালয় থেকে শ্মশান খোলা পর্যন্ত সড়কটি কাঁচা ছিল। এডিবির অর্থায়নে এখন সেখানে ১৮ ফুট চওড়া সড়কের সঙ্গে ৭ ফুট গভীর ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে। কিন্তু সড়কের ওপরে থাকা বিদ্যুতের ৪টি খুঁটি সরানো নিয়েই বেঁধেছে জটিলতা। খুঁটি সরাতে পৌরসভা এবং বিদ্যুৎ বিভাগের মধ্যে বারবার আলাপ-আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো ফল আসেনি। তাই সড়কের ওপর খুঁটি রেখেই কাজ শুরু করছে পৌরসভা। এতে যান চলাচলে সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
পৌরসভা অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে শ্মশান খোলা পর্যন্ত প্রায় ৬০০ মিটার দীর্ঘ সড়কটি বহুদিন ধরেই কাঁচা অবস্থায় ছিল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেয় পৌরসভা কর্তৃপক্ষ। এডিবির অর্থায়নে প্রায় ৭ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মিঠু এন্টারপ্রাইজ। ১৮ ফুট চওড়া সড়কটিতে প্রায় ৭ ফুট গভীর ড্রেনেজ সিস্টেম সংযুক্ত হয়। কিন্তু কাজ করতে গিয়ে বিপত্তি বাঁধায় সড়কটির ওপরে থাকা ৪টি বৈদ্যুতিক খুঁটি।
এই খুঁটির ব্যাপারে পৌরসভা এবং পল্লী বিদ্যুৎ অফিসের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়। কিন্তু তাতে সুফল মেলেনি ।অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই মাস খানিক আগে শুরু করেছে সড়ক পাকাকরণের কাজ। এখন সড়কের দক্ষিণ দিকে ড্রেনের কাজ শেষে সড়ক রোলিংয়ের কাজ শুরু হয়েছে। এদিকে সড়কের প্রায় ১০ ইঞ্চি ভেতরেই রয়েছে বিদ্যুতের খুঁটি। কাজ শেষ হলে এসব খুঁটির কারণে যান চলাচলে সমস্যা হবে। ঘটতে পারে দুর্ঘটনাও।
উপজেলা সদরের বাসিন্দা মো. আতিক হোসেন বলেন, কালীগঞ্জের ভূমি রেজিস্ট্রি অফিসের পাশ দিয়ে চলে যাওয়া সড়কটি শীতলক্ষার ঘাট হয় শ্মশান খোলা গিয়ে পৌঁছেছে। এখানে শ্মশান খোলা থাকায় এ পথে মানুষের যাতায়াত আছে বেশ। সড়কের ওপর বিদ্যুতের খুঁটি থাকলে তা কোনো না কোনো দুর্ঘটনার কারণ হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব বিদ্যুতের খুঁটি সরিয়ে সড়ক সংস্কারের কাজ করার জন্য।
পৌর প্রকৌশলী মন্নুর আহমদ বলছেন, এক সময় ওই সড়ক কাঁচা ও সরু ছিল। এখন ১৮ ফুট প্রশস্ত হবে। সঙ্গে থাকবে পয়োনিষ্কাশনের জন্য গভীর ড্রেনেজ সিস্টেম। এ কারণে সড়কের মধ্যে বিদ্যুতের ৪টি খুঁটি সরাতে হবে। এ জন্য বেশ কিছুদিন আগে থেকেই পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। কিন্তু তারা কোনো উদ্যোগ না নেওয়ায় এখন খুঁটিগুলো যেভাবে আছে, সেভাবে রেখেই কাজ শুরু করা হয়েছে।
পল্লী বিদ্যুতের উপব্যবস্থাপক প্রকৌশলী আক্তার হোসেন বলেন, ‘পৌরসভা থেকে আমাদের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছে। সবকিছু একটি সিস্টেমের মধ্যে দিয়েই যায়। আমরা তাদের কাছে সময় চেয়েছি এবং জানিয়ে দিয়েছি খুঁটিগুলো আমরা সরানোর ব্যবস্থা করব। এখন তারা যদি সেগুলোর ওপর দিয়েই সড়কের সংস্কার কাজ চালায়, তাহলে তার দায় তাদের। তবে আমরা খুব শিগগিরই এই খুঁটি সরানোর ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মিঠু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির উদ্দিন মিঠুর মোবাইল ফোনে একাধিক বার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
গাজীপুর কালীগঞ্জের উপজেলা পরিষদ কার্যালয় থেকে শ্মশান খোলা পর্যন্ত সড়কটি কাঁচা ছিল। এডিবির অর্থায়নে এখন সেখানে ১৮ ফুট চওড়া সড়কের সঙ্গে ৭ ফুট গভীর ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে। কিন্তু সড়কের ওপরে থাকা বিদ্যুতের ৪টি খুঁটি সরানো নিয়েই বেঁধেছে জটিলতা। খুঁটি সরাতে পৌরসভা এবং বিদ্যুৎ বিভাগের মধ্যে বারবার আলাপ-আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো ফল আসেনি। তাই সড়কের ওপর খুঁটি রেখেই কাজ শুরু করছে পৌরসভা। এতে যান চলাচলে সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
পৌরসভা অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে শ্মশান খোলা পর্যন্ত প্রায় ৬০০ মিটার দীর্ঘ সড়কটি বহুদিন ধরেই কাঁচা অবস্থায় ছিল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেয় পৌরসভা কর্তৃপক্ষ। এডিবির অর্থায়নে প্রায় ৭ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মিঠু এন্টারপ্রাইজ। ১৮ ফুট চওড়া সড়কটিতে প্রায় ৭ ফুট গভীর ড্রেনেজ সিস্টেম সংযুক্ত হয়। কিন্তু কাজ করতে গিয়ে বিপত্তি বাঁধায় সড়কটির ওপরে থাকা ৪টি বৈদ্যুতিক খুঁটি।
এই খুঁটির ব্যাপারে পৌরসভা এবং পল্লী বিদ্যুৎ অফিসের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়। কিন্তু তাতে সুফল মেলেনি ।অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই মাস খানিক আগে শুরু করেছে সড়ক পাকাকরণের কাজ। এখন সড়কের দক্ষিণ দিকে ড্রেনের কাজ শেষে সড়ক রোলিংয়ের কাজ শুরু হয়েছে। এদিকে সড়কের প্রায় ১০ ইঞ্চি ভেতরেই রয়েছে বিদ্যুতের খুঁটি। কাজ শেষ হলে এসব খুঁটির কারণে যান চলাচলে সমস্যা হবে। ঘটতে পারে দুর্ঘটনাও।
উপজেলা সদরের বাসিন্দা মো. আতিক হোসেন বলেন, কালীগঞ্জের ভূমি রেজিস্ট্রি অফিসের পাশ দিয়ে চলে যাওয়া সড়কটি শীতলক্ষার ঘাট হয় শ্মশান খোলা গিয়ে পৌঁছেছে। এখানে শ্মশান খোলা থাকায় এ পথে মানুষের যাতায়াত আছে বেশ। সড়কের ওপর বিদ্যুতের খুঁটি থাকলে তা কোনো না কোনো দুর্ঘটনার কারণ হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব বিদ্যুতের খুঁটি সরিয়ে সড়ক সংস্কারের কাজ করার জন্য।
পৌর প্রকৌশলী মন্নুর আহমদ বলছেন, এক সময় ওই সড়ক কাঁচা ও সরু ছিল। এখন ১৮ ফুট প্রশস্ত হবে। সঙ্গে থাকবে পয়োনিষ্কাশনের জন্য গভীর ড্রেনেজ সিস্টেম। এ কারণে সড়কের মধ্যে বিদ্যুতের ৪টি খুঁটি সরাতে হবে। এ জন্য বেশ কিছুদিন আগে থেকেই পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। কিন্তু তারা কোনো উদ্যোগ না নেওয়ায় এখন খুঁটিগুলো যেভাবে আছে, সেভাবে রেখেই কাজ শুরু করা হয়েছে।
পল্লী বিদ্যুতের উপব্যবস্থাপক প্রকৌশলী আক্তার হোসেন বলেন, ‘পৌরসভা থেকে আমাদের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছে। সবকিছু একটি সিস্টেমের মধ্যে দিয়েই যায়। আমরা তাদের কাছে সময় চেয়েছি এবং জানিয়ে দিয়েছি খুঁটিগুলো আমরা সরানোর ব্যবস্থা করব। এখন তারা যদি সেগুলোর ওপর দিয়েই সড়কের সংস্কার কাজ চালায়, তাহলে তার দায় তাদের। তবে আমরা খুব শিগগিরই এই খুঁটি সরানোর ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মিঠু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির উদ্দিন মিঠুর মোবাইল ফোনে একাধিক বার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
২৯ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৩৮ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে