গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টঙ্গী বড় দেওড়া ফকির মার্কেট এলাকায় স্থানীয় প্যানাজিয়া ফ্যাশনের গোল্ডেন টেক্স অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন।
বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন। তিনি বলেন, ‘কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি। ২৮ মার্চ ও ৫ এপ্রিল দুই দফায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন বলে জানান তিনি।’
শ্রমিকেরা জানান, বকেয়া বেতন, কারখানায় শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন, অতিরিক্ত সময়ে কাজ ও রাতের সময়ে কাজ করার টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া কয়েক দিনে প্রায় ৩০ জন শ্রমিককে বিভিন্ন অজুহাতে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। এর আগে ১০ মার্চ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। এসব কারণে শ্রমিকেরা আজ দুপুরে কাজ বন্ধ রেখে স্থানীয় চেরাগআলী-ভাদাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকেরা আরও জানান, টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২৮ মার্চ ফেব্রুয়ারি মাসের ও ৫ এপ্রিল মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে বিক্ষোভ তুলে নিয়ে কারখানায় ফেরেন শ্রমিকেরা।
কারখানার ফিনিশিং সেকশনের শ্রমিক নিলিমা আক্তার বলেন, ‘কারখানা মালিক বেতন পরিশোধ না করায় বাড়ি ভাড়া দিতে পারছি না। দোকানে বাকি পড়ে আছে। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করেছি।’
কারখানার নিটিং সেকশনের শ্রমিক শাহিদা বেগম বলেন, ‘আজ দুপুরে কারখানা কর্তৃপক্ষকে বেতন পরিশোধের বিষয়ে বললে তারা কোনো উদ্যোগ নেইনি। তাই কাজ বন্ধ করে সড়কে বিক্ষোভ করি। বিকেলে পুলিশের আশ্বাসে সড়ক থেকে আমরা কারখানায় ফিরে আসি।’
কারখানা মালিক এসএম রবিউল আলম বলেন, ‘বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়েছিলেন। বিষয়টির সমাধান হয়ে গেছে।’
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টঙ্গী বড় দেওড়া ফকির মার্কেট এলাকায় স্থানীয় প্যানাজিয়া ফ্যাশনের গোল্ডেন টেক্স অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন।
বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন। তিনি বলেন, ‘কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি। ২৮ মার্চ ও ৫ এপ্রিল দুই দফায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন বলে জানান তিনি।’
শ্রমিকেরা জানান, বকেয়া বেতন, কারখানায় শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন, অতিরিক্ত সময়ে কাজ ও রাতের সময়ে কাজ করার টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া কয়েক দিনে প্রায় ৩০ জন শ্রমিককে বিভিন্ন অজুহাতে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। এর আগে ১০ মার্চ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। এসব কারণে শ্রমিকেরা আজ দুপুরে কাজ বন্ধ রেখে স্থানীয় চেরাগআলী-ভাদাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকেরা আরও জানান, টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২৮ মার্চ ফেব্রুয়ারি মাসের ও ৫ এপ্রিল মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে বিক্ষোভ তুলে নিয়ে কারখানায় ফেরেন শ্রমিকেরা।
কারখানার ফিনিশিং সেকশনের শ্রমিক নিলিমা আক্তার বলেন, ‘কারখানা মালিক বেতন পরিশোধ না করায় বাড়ি ভাড়া দিতে পারছি না। দোকানে বাকি পড়ে আছে। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করেছি।’
কারখানার নিটিং সেকশনের শ্রমিক শাহিদা বেগম বলেন, ‘আজ দুপুরে কারখানা কর্তৃপক্ষকে বেতন পরিশোধের বিষয়ে বললে তারা কোনো উদ্যোগ নেইনি। তাই কাজ বন্ধ করে সড়কে বিক্ষোভ করি। বিকেলে পুলিশের আশ্বাসে সড়ক থেকে আমরা কারখানায় ফিরে আসি।’
কারখানা মালিক এসএম রবিউল আলম বলেন, ‘বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়েছিলেন। বিষয়টির সমাধান হয়ে গেছে।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৮ ঘণ্টা আগে