নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধভাবে প্রায় ৯০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আবুল খায়ের লিটুর বিরুদ্ধে অভিযোগপত্র গতকাল বৃহস্পতিবার অনুমোদন দেওয়া হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. কামরুজ্জামান। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, অভিযোগপত্রে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানে আবুল খায়ের লিটুর ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার তথ্য গোপন করেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ এপ্রিল দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন মামলা করেছিলেন। কমিশনের সভায় লিটুর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিলের সুপারিশ করে সাক্ষ্য-স্মারক দাখিল করা হলে তা অনুমোদন হয়।
এদিকে জ্ঞাত আয়বহির্ভূত আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে আবুল খায়ের লিটুর স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে ৯ জুলাই মামলা করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মোনায়েম হোসেন মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মহুয়া খায়ের তাঁর সম্পদ বিবরণীতে ৬ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৭৪৮ টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন। যাচাইকালে তাঁর নামে ৬ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে তিনি সম্পদ বিবরণীতে ৯৭ হাজার ৮৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এ ছাড়া পারিবারিক ব্যয়সহ অন্যান্য খরচ বাদ দিয়ে তাঁর ২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
অবৈধভাবে প্রায় ৯০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আবুল খায়ের লিটুর বিরুদ্ধে অভিযোগপত্র গতকাল বৃহস্পতিবার অনুমোদন দেওয়া হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. কামরুজ্জামান। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, অভিযোগপত্রে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানে আবুল খায়ের লিটুর ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার তথ্য গোপন করেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ এপ্রিল দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন মামলা করেছিলেন। কমিশনের সভায় লিটুর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিলের সুপারিশ করে সাক্ষ্য-স্মারক দাখিল করা হলে তা অনুমোদন হয়।
এদিকে জ্ঞাত আয়বহির্ভূত আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে আবুল খায়ের লিটুর স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে ৯ জুলাই মামলা করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মোনায়েম হোসেন মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মহুয়া খায়ের তাঁর সম্পদ বিবরণীতে ৬ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৭৪৮ টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন। যাচাইকালে তাঁর নামে ৬ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে তিনি সম্পদ বিবরণীতে ৯৭ হাজার ৮৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এ ছাড়া পারিবারিক ব্যয়সহ অন্যান্য খরচ বাদ দিয়ে তাঁর ২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
শেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
৩ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২৫ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৪২ মিনিট আগে