শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ
আদমজী জামে মসজিদ। এই মসজিদের প্রধান বিশেষত্ব হলো দরজা-জানালাবিহীন ১৯টি প্রবেশদ্বার এবং মসজিদের সামনের শাণবাঁধানো পুকুরঘাট। সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজারসংলগ্ন বিহারি ক্যাম্পে ঐতিহ্যবাহী এই জামে মসজিদের অবস্থান।
দূর থেকেই দেখা যায় একটি সুদীর্ঘ মিনার। ব্যস্ত রাস্তার পাশে মিনারটি যেন জানান দিচ্ছে—এখানে একটি মসজিদ আছে। কাছে আসতেই চারপাশজুড়ে সবুজের সমারোহ চোখে পড়ে, যার চোখ জুড়ানো নির্মাণশৈলী দেখে যেকোনো পথিক ক্ষণিকের জন্য থমকে যেতে বাধ্য।
জানা যায়, ১৯৪৫ সালে আদমজী জুট মিল স্থাপনের সময় তৎকালীন ধনাঢ্য বাইশ পরিবারের একজন গুল মোহাম্মদ আদমজী শ্রমিক-কর্মকর্তাদের জন্য মিলের অভ্যন্তরে ১৯৫২ সালে নির্মাণ করেন এই মসজিদ। প্রায় দুই একর জায়গার ওপর অবস্থিত মসজিদ, পুকুর ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনের আবাসিক বাসা।
মসজিদটি ৯০ ফুট দৈর্ঘ্য, ৬৫ ফুট প্রস্থবিশিষ্ট ১২টি সুদর্শন থামের ওপর স্থাপিত। পশ্চিম দিক ছাড়া বাকি তিন দিকেই রয়েছে প্রশস্ত বারান্দা। ৬০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থ তিন পাশের বারান্দার ছাদটি মোট ৭০টি পিলারের ওপর নির্মিত।
মসজিদটির উপরিভাগে রয়েছে ছোট ছোট আটটি গম্বুজবেষ্টিত একটি বড় গম্বুজ। পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত সুউচ্চ একটি মিনার, যেখানে সে সময় বিদ্যুৎব্যবস্থা না থাকায় খালি গলায় মুয়াজ্জিন আজান দিতেন। বর্তমানে এ মসজিদে একসঙ্গে ৩ হাজারেরও অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
এলাকাবাসী জানান, আদমজী জুট মিলের নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা শৈল্পিক নিদর্শনের এই মসজিদ ঠিকভাবে সংরক্ষণের উদ্যোগ না নিলে সংস্কারের অভাবে বিলীন হয়ে যাবে। হারিয়ে যাবে প্রাচীন এই ঐতিহ্য।
২০০২ সালের ৩০ জুন আদমজী জুট মিল বন্ধ হয়ে গেলে আদমজী উম্মুল ক্বোরা হাইস্কুলের প্রধান শিক্ষক হাকিম মো. জয়নুল আবেদীন কয়েকজন মুসল্লিকে নিয়ে মসজিদের হাল ধরেন এবং বিভিন্নজনের সহযোগিতায় মসজিদের উন্নয়নকাজ চালিয়ে আসছেন। বর্তমানে তিনি মসজিদটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার দেওয়া তথ্যমতে, আদমজী জুট মিলের নিজস্ব ৩০০ একর জায়গায় এটিসহ প্রায় ১৩টি মসজিদ ছিল। মিল বন্ধের পর এটি ছাড়া সব মসজিদও বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, মিল বন্ধের পর ফ্যান–লাইট চুরির ভয়ে মিল কর্তৃপক্ষ সব মসজিদের মাইক, ফ্যান ও সাউন্ডবক্স খুলে নিয়ে যায়। সবার সহযোগিতায় এখন মসজিদ চলছে।
জয়নুল আবেদীন আরও জানান, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান প্রশাসক থাকাকালীন মসজিদের ছাদ নির্মাণের জন্য সরকারি অনুদান দিয়েছিলেন। এরপর তাঁরা আর কোনো অনুদান পাননি। তবে মসজিদ কর্তৃপক্ষ পুকুরের তিন দিকে বাউন্ডারি দেয়াল নির্মাণসহ মসজিদের যাবতীয় কাজ করার জন্য ৪ লাখ ৮০ টাকা প্রয়োজনের কথা উল্লেখ করে একটি চিঠি ইসলামিক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ শাখায় দেয়। কিন্তু এখন পর্যন্ত ওই চিঠির কোনো প্রত্যুত্তর দেয়নি ইসলামিক ফাউন্ডেশন।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ শাখার উপপরিচালক মো. জাকির হোসেন বলেন, মসজিদ উন্নয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন কোনো অনুদান দেয় না। মসজিদের সব আর্থিক অনুদান ধর্ম মন্ত্রণালয় দিয়ে থাকে। ইসলামিক ফাউন্ডেশনের কাজ হচ্ছে যেসব মসজিদে অনুদান দরকার, সেসব মসজিদের অনুদানের তালিকা ধর্ম মন্ত্রণালয়ে দেওয়া। ধর্ম মন্ত্রণালয় তখন এসব তালিকা বিবেচনা করে একটি প্রজেক্ট পাশ করে অনুদান দিয়ে থাকে। করোনার কারণে এসব অনুদান আপাতত বন্ধ রয়েছে।
আদমজী জামে মসজিদ। এই মসজিদের প্রধান বিশেষত্ব হলো দরজা-জানালাবিহীন ১৯টি প্রবেশদ্বার এবং মসজিদের সামনের শাণবাঁধানো পুকুরঘাট। সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজারসংলগ্ন বিহারি ক্যাম্পে ঐতিহ্যবাহী এই জামে মসজিদের অবস্থান।
দূর থেকেই দেখা যায় একটি সুদীর্ঘ মিনার। ব্যস্ত রাস্তার পাশে মিনারটি যেন জানান দিচ্ছে—এখানে একটি মসজিদ আছে। কাছে আসতেই চারপাশজুড়ে সবুজের সমারোহ চোখে পড়ে, যার চোখ জুড়ানো নির্মাণশৈলী দেখে যেকোনো পথিক ক্ষণিকের জন্য থমকে যেতে বাধ্য।
জানা যায়, ১৯৪৫ সালে আদমজী জুট মিল স্থাপনের সময় তৎকালীন ধনাঢ্য বাইশ পরিবারের একজন গুল মোহাম্মদ আদমজী শ্রমিক-কর্মকর্তাদের জন্য মিলের অভ্যন্তরে ১৯৫২ সালে নির্মাণ করেন এই মসজিদ। প্রায় দুই একর জায়গার ওপর অবস্থিত মসজিদ, পুকুর ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনের আবাসিক বাসা।
মসজিদটি ৯০ ফুট দৈর্ঘ্য, ৬৫ ফুট প্রস্থবিশিষ্ট ১২টি সুদর্শন থামের ওপর স্থাপিত। পশ্চিম দিক ছাড়া বাকি তিন দিকেই রয়েছে প্রশস্ত বারান্দা। ৬০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থ তিন পাশের বারান্দার ছাদটি মোট ৭০টি পিলারের ওপর নির্মিত।
মসজিদটির উপরিভাগে রয়েছে ছোট ছোট আটটি গম্বুজবেষ্টিত একটি বড় গম্বুজ। পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত সুউচ্চ একটি মিনার, যেখানে সে সময় বিদ্যুৎব্যবস্থা না থাকায় খালি গলায় মুয়াজ্জিন আজান দিতেন। বর্তমানে এ মসজিদে একসঙ্গে ৩ হাজারেরও অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
এলাকাবাসী জানান, আদমজী জুট মিলের নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা শৈল্পিক নিদর্শনের এই মসজিদ ঠিকভাবে সংরক্ষণের উদ্যোগ না নিলে সংস্কারের অভাবে বিলীন হয়ে যাবে। হারিয়ে যাবে প্রাচীন এই ঐতিহ্য।
২০০২ সালের ৩০ জুন আদমজী জুট মিল বন্ধ হয়ে গেলে আদমজী উম্মুল ক্বোরা হাইস্কুলের প্রধান শিক্ষক হাকিম মো. জয়নুল আবেদীন কয়েকজন মুসল্লিকে নিয়ে মসজিদের হাল ধরেন এবং বিভিন্নজনের সহযোগিতায় মসজিদের উন্নয়নকাজ চালিয়ে আসছেন। বর্তমানে তিনি মসজিদটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার দেওয়া তথ্যমতে, আদমজী জুট মিলের নিজস্ব ৩০০ একর জায়গায় এটিসহ প্রায় ১৩টি মসজিদ ছিল। মিল বন্ধের পর এটি ছাড়া সব মসজিদও বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, মিল বন্ধের পর ফ্যান–লাইট চুরির ভয়ে মিল কর্তৃপক্ষ সব মসজিদের মাইক, ফ্যান ও সাউন্ডবক্স খুলে নিয়ে যায়। সবার সহযোগিতায় এখন মসজিদ চলছে।
জয়নুল আবেদীন আরও জানান, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান প্রশাসক থাকাকালীন মসজিদের ছাদ নির্মাণের জন্য সরকারি অনুদান দিয়েছিলেন। এরপর তাঁরা আর কোনো অনুদান পাননি। তবে মসজিদ কর্তৃপক্ষ পুকুরের তিন দিকে বাউন্ডারি দেয়াল নির্মাণসহ মসজিদের যাবতীয় কাজ করার জন্য ৪ লাখ ৮০ টাকা প্রয়োজনের কথা উল্লেখ করে একটি চিঠি ইসলামিক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ শাখায় দেয়। কিন্তু এখন পর্যন্ত ওই চিঠির কোনো প্রত্যুত্তর দেয়নি ইসলামিক ফাউন্ডেশন।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ শাখার উপপরিচালক মো. জাকির হোসেন বলেন, মসজিদ উন্নয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন কোনো অনুদান দেয় না। মসজিদের সব আর্থিক অনুদান ধর্ম মন্ত্রণালয় দিয়ে থাকে। ইসলামিক ফাউন্ডেশনের কাজ হচ্ছে যেসব মসজিদে অনুদান দরকার, সেসব মসজিদের অনুদানের তালিকা ধর্ম মন্ত্রণালয়ে দেওয়া। ধর্ম মন্ত্রণালয় তখন এসব তালিকা বিবেচনা করে একটি প্রজেক্ট পাশ করে অনুদান দিয়ে থাকে। করোনার কারণে এসব অনুদান আপাতত বন্ধ রয়েছে।
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২১ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২৫ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে