শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দীর্ঘ ২৮ দিন পর ফেরি চলাচল শুরু হলেও আপাতত শুধুমাত্র দিনে চলবে ফেরি। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা নৌরুটে চলাচল করবে ফেরি। প্রতিদিন ৪/৫টি ছোট ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ফেরি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কুঞ্জলতা ও কদম চলাচল শুরু করেছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, স্রোত কমে গিয়ে নৌরুট বর্তমানে স্বাভাবিক থাকায় গতকাল সোমবার থেকে চালু হয়েছে ফেরি চলাচল। দীর্ঘদিন ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটে স্থবিরতা নেমে আসে। এতে দুর্ভোগ পোহাতে হয় দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রীরা। ফেরি চালু হওয়ায় আজ সকাল থেকেই নৌরুটে আসতে শুরু করেছে হালকা যানবাহন। প্রতিদিন ১০ ঘণ্টা করে মাঝারি মানের এই চারটি ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে। আপাতত বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান পারাপার।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ফেরি চলাচল শুরু করায় এই নৌরুট ব্যবহারকারী প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ ছোট যানবাহন এবং মোটরসাইকেল আজ ভোর থেকে পারাপার হচ্ছে। ঘাট চালু হওয়ায় বন্ধ হয়ে যাওয়া ঘাটের দোকানপাট খুলতে শুরু করেছে।
অ্যাম্বুলেন্স চালক মো. হান্নান বলেন, ‘মাদারীপুর থেকে রোগী নিয়ে ঢাকা যাচ্ছি। নৌরুটটি চালু হওয়ায় ভোগান্তি দূর হয়েছে এই অঞ্চলের মানুষের। এই রুটে ফেরি বন্ধ থাকলে দীর্ঘপথ ঘুরে ঢাকায় পৌঁছানো কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। যেহেতু নদীতে স্রোত নাই, সেহেতু ফেরি চলাচল অব্যাহত থাকুক। আমাদের প্রত্যাশা এটাই। কোন অজুহাতে যেন ফেরি আবার বন্ধ না করা হয়।’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘ফেরি সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে। প্রতিদিন ৪ /৫টি ফেরি ছোট যানবাহন পারাপার করবে।’
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দীর্ঘ ২৮ দিন পর ফেরি চলাচল শুরু হলেও আপাতত শুধুমাত্র দিনে চলবে ফেরি। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা নৌরুটে চলাচল করবে ফেরি। প্রতিদিন ৪/৫টি ছোট ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ফেরি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কুঞ্জলতা ও কদম চলাচল শুরু করেছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, স্রোত কমে গিয়ে নৌরুট বর্তমানে স্বাভাবিক থাকায় গতকাল সোমবার থেকে চালু হয়েছে ফেরি চলাচল। দীর্ঘদিন ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটে স্থবিরতা নেমে আসে। এতে দুর্ভোগ পোহাতে হয় দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রীরা। ফেরি চালু হওয়ায় আজ সকাল থেকেই নৌরুটে আসতে শুরু করেছে হালকা যানবাহন। প্রতিদিন ১০ ঘণ্টা করে মাঝারি মানের এই চারটি ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে। আপাতত বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান পারাপার।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ফেরি চলাচল শুরু করায় এই নৌরুট ব্যবহারকারী প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ ছোট যানবাহন এবং মোটরসাইকেল আজ ভোর থেকে পারাপার হচ্ছে। ঘাট চালু হওয়ায় বন্ধ হয়ে যাওয়া ঘাটের দোকানপাট খুলতে শুরু করেছে।
অ্যাম্বুলেন্স চালক মো. হান্নান বলেন, ‘মাদারীপুর থেকে রোগী নিয়ে ঢাকা যাচ্ছি। নৌরুটটি চালু হওয়ায় ভোগান্তি দূর হয়েছে এই অঞ্চলের মানুষের। এই রুটে ফেরি বন্ধ থাকলে দীর্ঘপথ ঘুরে ঢাকায় পৌঁছানো কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। যেহেতু নদীতে স্রোত নাই, সেহেতু ফেরি চলাচল অব্যাহত থাকুক। আমাদের প্রত্যাশা এটাই। কোন অজুহাতে যেন ফেরি আবার বন্ধ না করা হয়।’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘ফেরি সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে। প্রতিদিন ৪ /৫টি ফেরি ছোট যানবাহন পারাপার করবে।’
তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
৩৫ মিনিট আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে