সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা যুবদলের সদস্য ও মেদিনীমণ্ডল ইউনিয়ন যুবদলের সদস্যসচিব লুৎফর রহমান পাভেল মোল্লার নেতৃত্বে এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ রয়েছে, এসব দখল-চাঁদাবাজিতে পাভেল মোল্লার সহযোগী হিসেবে রয়েছেন মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম গাউস সিদ্দিক, যুবদল নেতা ওমর ফারুক লিমন, মো. শিবলু, মেদিনীমণ্ডল ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম মোল্লা, মেদিনীমণ্ডল ১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা সিরাজুল মাদবর, যুবলীগ নেতা খলিল ব্যাপারী প্রমুখ। ৫ আগস্টের পর সিরাজুল মাদবর ও খলিল ব্যাপারীকে বিএনপির নেতা বানানো হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আশির দশকের মাঝামাঝি সময়ে জাতীয় পার্টির রাজনীতি করতেন পাভেল মোল্লা। পরে বিএনপি সরকার ক্ষমতায় এলে ইতালি পাড়ি জমান। ২০০৮ সালের নির্বাচনের আগে এসে বিকল্পধারার রাজনীতি করেন। ২০০৯ সালে অর্থের প্রভাব খাটিয়ে মেদিনীমণ্ডল ইউনিয়ন যুবদলের সভাপতি হন।
এলাকাবাসী আরও জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ অক্টোবর মেদিনীমণ্ডল ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস দখল করে সেখানে ১ নম্বর ওয়ার্ডের বিএনপি অফিস উদ্বোধন করেন পাভেল মোল্লা। ১ নম্বর ওয়ার্ডের সিরাজুল মাদবর ও খলিল ব্যাপারীরা আওয়ামী লীগ থেকে রাতারাতি বিএনপি নেতা হয়ে যান পাভেল মোল্লার ছত্রচ্ছায়ায়। ক্লাব উদ্বোধনের সময় মেদিনীমণ্ডল ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা সোলেমান কমান্ডারের ছেলে সোহেলের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেয় এবং আওয়ামী লীগ নেতা সাথী মির থেকে ১ মণ গরুর মাংস আদায় করে ক্লাব উদ্বোধনের অনুষ্ঠান করেন।
অনুসন্ধানে জানা গেছে, পাভেল মোল্লার লোকজন মাওয়া মাছ ঘাট থেকে প্রতিদিন ৮ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন। এতে সহযোগিতা করেন যুবদল নেতা শিবলু, অনীক, শওকত, সাগররা। মাওয়া মাছ বাজারের ইজারাদার মহাদেবের কাছ থেকে ১ লাখ ২০ টাকা চাঁদা আদায় করা হয়। আওয়ামী লীগ নেতা তারা মাদবরের কাছ থেকে ১ লাখ টাকা এবং আওয়ামী লীগ নেতা বালু ব্যবসায়ী আবু বক্করের কাছ থেকে দুইবারে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়। এ ছাড়া তাঁর নেতৃত্বে মাওয়া টোল প্লাজা এলাকা থেকে অটোরিকশা, মিশুক ও সিএনজি স্ট্যান্ড থেকে শিবলু, অনীক, সাগর দৈনিক চাঁদা আদায় করেন। রাতের আঁধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করেন। সম্প্রতি উপজেলা প্রশাসন তাঁর দুটি ড্রেজার জব্দ করেছে।
এলাকাবাসী জানিয়েছে, গত ২০ অক্টোবর রাতে ইউনিয়নের জশলদিয়া নতুন বাজারের রাস্তা থেকে পাভেল মোল্লার সহযোগী হত্যা ও ছিনতাই মামলার আসামি মিঠু মোল্লা ইউনিয়নের সবুজ গ্রামের বাসিন্দা ওমর ও জলিলের কাছ থেকে অটোরিকশা থামিয়ে ৮০ হাজার টাকার মাছ ছিনিয়ে নেয়।
এ বিষয়ে বালু ব্যবসায়ী তারা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন। পরে আবার ফোন করে এই প্রতিবেদকের পরিচয় জানতে চান। পরিচয় জেনে ফোন কেটে দেন।
মাছ ছিনতাইয়ের বিষয়ে জেলে ওমর ফারুক তাঁর ভিডিও বক্তব্যে বলেন, ‘পাভেল মোল্লার ভাতিজা মিঠু মোল্লা মোটরসাইকেল নিয়ে আমাদের মিশুক গাড়ি থামিয়ে দুই ট্রে মাছ নিয়ে যায়। নেওয়ার সময় বলে “তোরা যাগা, নাইলে পুলিশে দিয়া দিমু।”
মেদিনীমণ্ডল ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সাহেদ আলী মাদবর বলেন, ‘আওয়ামী লীগের পার্টি অফিস দখল করে বিএনপির পার্টি অফিস বানাইছে। এলাকায় মানুষকে হুমকি-ধমকি দেয়। মানুষকে মারধর করে। তার ভাতিজা সুমন মোল্লা, চাচা মিঠু মোল্লা মানুষের জমিজমা জোর করে বেচাকেনা করে।’
উপজেলা যুবদলের সদস্যসচিব লুৎফর রহমান পাভেল মোল্লা তাঁর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘যুবদলের সাবেক কিছু নেতা, এখন তাদের পদ-পদবি নেই। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোক্তার হোসেন খান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ সিকদারের লোকজন ড্রেজার ব্যবসা করে। আমি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কারা নির্যাতিত নেতা। আর আমাদের যুবদলের কেউ অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কেউ উপেক্ষা করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্রীয় যুবদল। আর আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা যুবদলের সদস্য ও মেদিনীমণ্ডল ইউনিয়ন যুবদলের সদস্যসচিব লুৎফর রহমান পাভেল মোল্লার নেতৃত্বে এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ রয়েছে, এসব দখল-চাঁদাবাজিতে পাভেল মোল্লার সহযোগী হিসেবে রয়েছেন মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম গাউস সিদ্দিক, যুবদল নেতা ওমর ফারুক লিমন, মো. শিবলু, মেদিনীমণ্ডল ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম মোল্লা, মেদিনীমণ্ডল ১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা সিরাজুল মাদবর, যুবলীগ নেতা খলিল ব্যাপারী প্রমুখ। ৫ আগস্টের পর সিরাজুল মাদবর ও খলিল ব্যাপারীকে বিএনপির নেতা বানানো হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আশির দশকের মাঝামাঝি সময়ে জাতীয় পার্টির রাজনীতি করতেন পাভেল মোল্লা। পরে বিএনপি সরকার ক্ষমতায় এলে ইতালি পাড়ি জমান। ২০০৮ সালের নির্বাচনের আগে এসে বিকল্পধারার রাজনীতি করেন। ২০০৯ সালে অর্থের প্রভাব খাটিয়ে মেদিনীমণ্ডল ইউনিয়ন যুবদলের সভাপতি হন।
এলাকাবাসী আরও জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ অক্টোবর মেদিনীমণ্ডল ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস দখল করে সেখানে ১ নম্বর ওয়ার্ডের বিএনপি অফিস উদ্বোধন করেন পাভেল মোল্লা। ১ নম্বর ওয়ার্ডের সিরাজুল মাদবর ও খলিল ব্যাপারীরা আওয়ামী লীগ থেকে রাতারাতি বিএনপি নেতা হয়ে যান পাভেল মোল্লার ছত্রচ্ছায়ায়। ক্লাব উদ্বোধনের সময় মেদিনীমণ্ডল ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা সোলেমান কমান্ডারের ছেলে সোহেলের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেয় এবং আওয়ামী লীগ নেতা সাথী মির থেকে ১ মণ গরুর মাংস আদায় করে ক্লাব উদ্বোধনের অনুষ্ঠান করেন।
অনুসন্ধানে জানা গেছে, পাভেল মোল্লার লোকজন মাওয়া মাছ ঘাট থেকে প্রতিদিন ৮ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন। এতে সহযোগিতা করেন যুবদল নেতা শিবলু, অনীক, শওকত, সাগররা। মাওয়া মাছ বাজারের ইজারাদার মহাদেবের কাছ থেকে ১ লাখ ২০ টাকা চাঁদা আদায় করা হয়। আওয়ামী লীগ নেতা তারা মাদবরের কাছ থেকে ১ লাখ টাকা এবং আওয়ামী লীগ নেতা বালু ব্যবসায়ী আবু বক্করের কাছ থেকে দুইবারে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়। এ ছাড়া তাঁর নেতৃত্বে মাওয়া টোল প্লাজা এলাকা থেকে অটোরিকশা, মিশুক ও সিএনজি স্ট্যান্ড থেকে শিবলু, অনীক, সাগর দৈনিক চাঁদা আদায় করেন। রাতের আঁধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করেন। সম্প্রতি উপজেলা প্রশাসন তাঁর দুটি ড্রেজার জব্দ করেছে।
এলাকাবাসী জানিয়েছে, গত ২০ অক্টোবর রাতে ইউনিয়নের জশলদিয়া নতুন বাজারের রাস্তা থেকে পাভেল মোল্লার সহযোগী হত্যা ও ছিনতাই মামলার আসামি মিঠু মোল্লা ইউনিয়নের সবুজ গ্রামের বাসিন্দা ওমর ও জলিলের কাছ থেকে অটোরিকশা থামিয়ে ৮০ হাজার টাকার মাছ ছিনিয়ে নেয়।
এ বিষয়ে বালু ব্যবসায়ী তারা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন। পরে আবার ফোন করে এই প্রতিবেদকের পরিচয় জানতে চান। পরিচয় জেনে ফোন কেটে দেন।
মাছ ছিনতাইয়ের বিষয়ে জেলে ওমর ফারুক তাঁর ভিডিও বক্তব্যে বলেন, ‘পাভেল মোল্লার ভাতিজা মিঠু মোল্লা মোটরসাইকেল নিয়ে আমাদের মিশুক গাড়ি থামিয়ে দুই ট্রে মাছ নিয়ে যায়। নেওয়ার সময় বলে “তোরা যাগা, নাইলে পুলিশে দিয়া দিমু।”
মেদিনীমণ্ডল ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সাহেদ আলী মাদবর বলেন, ‘আওয়ামী লীগের পার্টি অফিস দখল করে বিএনপির পার্টি অফিস বানাইছে। এলাকায় মানুষকে হুমকি-ধমকি দেয়। মানুষকে মারধর করে। তার ভাতিজা সুমন মোল্লা, চাচা মিঠু মোল্লা মানুষের জমিজমা জোর করে বেচাকেনা করে।’
উপজেলা যুবদলের সদস্যসচিব লুৎফর রহমান পাভেল মোল্লা তাঁর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘যুবদলের সাবেক কিছু নেতা, এখন তাদের পদ-পদবি নেই। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোক্তার হোসেন খান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ সিকদারের লোকজন ড্রেজার ব্যবসা করে। আমি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কারা নির্যাতিত নেতা। আর আমাদের যুবদলের কেউ অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কেউ উপেক্ষা করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্রীয় যুবদল। আর আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
২ ঘণ্টা আগে