নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে ৩৫০টি বাস নিয়ে রওনা দেন দলটির নারায়ণগঞ্জ শাখার নেতা-কর্মীর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মাতুয়াইল হয়ে ঢাকায় প্রবেশের মুখে পুলিশের বেশ কয়েকটি চেকপোস্ট দেখা গেলেও সেখানে এসব গাড়ি থামাতে বা তল্লাশি চালাতে দেখা যায়নি।
শনিবার দুপুর ১২টা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, চাষাঢ়া থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে ঢাকায় যাত্রা শুরু করেন। এ সময় এই মহাসড়ক দিয়ে সোনারগাঁও, আড়াইহাজার ও গজারিয়া থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী বেশ কিছু গাড়ি ঢাকার দিকে যেতে দেখা যায়। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, ‘আমরা প্রায় ৩৫০টি গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী এসব গাড়ির অধিকাংশের সামনেই শান্তি সমাবেশ লেখা বিভিন্ন ব্যানার ছিল। এ সময় বাস ও গাড়িগুলো থেকে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তবে মহাসড়কে স্থাপিত নিরাপত্তা তল্লাশি চৌকিতে এসব গাড়ি তল্লাশি চালাতে দেখা যায়নি।
তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু বলেন, ‘আমরা সব বাসই তল্লাশি করছি। আওয়ামী লীগের বাস বলে বিনা তল্লাশিতে পার হবে এমন নয়। আমাদের পাশাপাশি ডিএমপিও তল্লাশি করছে।’
চেকপোস্টে জনগণ সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট তল্লাশি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গোলাম মোস্তফা বলেন, ‘আমরা যে চেকপোস্ট করেছি, তা রুটিনওয়ার্ক, নিয়মিত কাজের অংশ। তবে বলতে পারেন, আগের চেয়ে এখন চেকিংয়ের মাত্রাটা বেড়েছে। আজ আমরা চেকপোস্ট করেছি যে উদ্দেশ্যে তা হলো—ঢাকায় দুটি সমাবেশ রয়েছে। সমাবেশ যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কেউ যেন কোনো নাশকতা না করে কিংবা ঢাকা শহরে কেউ যেন বিস্ফোরক দ্রব্য কিছু নিয়ে প্রবেশ করতে না পারে, সে জন্য আমাদের এই কার্যক্রম। পাশাপাশি সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’
রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে ৩৫০টি বাস নিয়ে রওনা দেন দলটির নারায়ণগঞ্জ শাখার নেতা-কর্মীর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মাতুয়াইল হয়ে ঢাকায় প্রবেশের মুখে পুলিশের বেশ কয়েকটি চেকপোস্ট দেখা গেলেও সেখানে এসব গাড়ি থামাতে বা তল্লাশি চালাতে দেখা যায়নি।
শনিবার দুপুর ১২টা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, চাষাঢ়া থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে ঢাকায় যাত্রা শুরু করেন। এ সময় এই মহাসড়ক দিয়ে সোনারগাঁও, আড়াইহাজার ও গজারিয়া থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী বেশ কিছু গাড়ি ঢাকার দিকে যেতে দেখা যায়। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, ‘আমরা প্রায় ৩৫০টি গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী এসব গাড়ির অধিকাংশের সামনেই শান্তি সমাবেশ লেখা বিভিন্ন ব্যানার ছিল। এ সময় বাস ও গাড়িগুলো থেকে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তবে মহাসড়কে স্থাপিত নিরাপত্তা তল্লাশি চৌকিতে এসব গাড়ি তল্লাশি চালাতে দেখা যায়নি।
তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু বলেন, ‘আমরা সব বাসই তল্লাশি করছি। আওয়ামী লীগের বাস বলে বিনা তল্লাশিতে পার হবে এমন নয়। আমাদের পাশাপাশি ডিএমপিও তল্লাশি করছে।’
চেকপোস্টে জনগণ সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট তল্লাশি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গোলাম মোস্তফা বলেন, ‘আমরা যে চেকপোস্ট করেছি, তা রুটিনওয়ার্ক, নিয়মিত কাজের অংশ। তবে বলতে পারেন, আগের চেয়ে এখন চেকিংয়ের মাত্রাটা বেড়েছে। আজ আমরা চেকপোস্ট করেছি যে উদ্দেশ্যে তা হলো—ঢাকায় দুটি সমাবেশ রয়েছে। সমাবেশ যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কেউ যেন কোনো নাশকতা না করে কিংবা ঢাকা শহরে কেউ যেন বিস্ফোরক দ্রব্য কিছু নিয়ে প্রবেশ করতে না পারে, সে জন্য আমাদের এই কার্যক্রম। পাশাপাশি সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে