নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লোডশেডিং সমস্যা সমাধান, তেল-গ্যাস-বিদ্যুৎ খাতে লুটপাট ও অপচয় বন্ধ, দ্রব্যমূল্য কমানো এবং শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ করেন তারা।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্কপ নেতা আহসান হাবিব বুলবুল বলেন, করোনাকালে শ্রমজীবীদের চাকরিচ্যুতি বেড়েছে, আয়ও কমেছে। অথচ তাদের জীবন-যাপন ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে। মূল্যস্ফীতি এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম শ্রমজীবীসহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নতুন করে জরুরি ওষুধের দামও বাড়ানো হয়েছে।
বুলবুল বলেন, ‘ব্যয় বাড়লেও আয় বা মজুরি বৃদ্ধির কোনো আয়োজন নেই। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লোডশেডিং। সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও বেসরকারিরকরণ নীতির ফলে দেশে অব্যাহতভাবে লোডশেডিং চলছে। লোডশেডিং সমস্যা সমাধান করতে হবে। এসব ক্ষেত্রে দুর্নীতি, লুটপাট ও অপচয় বন্ধ করতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে হবে।’
সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি শ্রমিক নেতা রতন মিয়া সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ জুলফিকার আলী, ঢাকা মহানগর কমিটির সহসভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন, সহসম্পাদক মনির হোসেন মলিন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন হয়ে সেগুনবাগিচায় গিয়ে শেষ হয়।
লোডশেডিং সমস্যা সমাধান, তেল-গ্যাস-বিদ্যুৎ খাতে লুটপাট ও অপচয় বন্ধ, দ্রব্যমূল্য কমানো এবং শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ করেন তারা।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্কপ নেতা আহসান হাবিব বুলবুল বলেন, করোনাকালে শ্রমজীবীদের চাকরিচ্যুতি বেড়েছে, আয়ও কমেছে। অথচ তাদের জীবন-যাপন ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে। মূল্যস্ফীতি এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম শ্রমজীবীসহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নতুন করে জরুরি ওষুধের দামও বাড়ানো হয়েছে।
বুলবুল বলেন, ‘ব্যয় বাড়লেও আয় বা মজুরি বৃদ্ধির কোনো আয়োজন নেই। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লোডশেডিং। সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও বেসরকারিরকরণ নীতির ফলে দেশে অব্যাহতভাবে লোডশেডিং চলছে। লোডশেডিং সমস্যা সমাধান করতে হবে। এসব ক্ষেত্রে দুর্নীতি, লুটপাট ও অপচয় বন্ধ করতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে হবে।’
সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি শ্রমিক নেতা রতন মিয়া সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ জুলফিকার আলী, ঢাকা মহানগর কমিটির সহসভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন, সহসম্পাদক মনির হোসেন মলিন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন হয়ে সেগুনবাগিচায় গিয়ে শেষ হয়।
চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র, ১৫ লাখ টাকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে কোতোয়ালি থানার সিআরবি এলাকার বয়লার অ্যাভিনিউ বস্তি এবং ফলমন্ডি কলোনি এলাকায় যৌথবাহিনী এই অভিযান চালায়।
৩১ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌর মেয়রসহ আওয়ামী লীগ-যুবলীগের ৭ নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়।
৪৩ মিনিট আগেশঙ্কা কেটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’কে নিয়ে। মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে প্রশাসনের আর্থিক সহযোগিতায় আগামী ২৩ নভেম্বর
১ ঘণ্টা আগেপ্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে আসামির পক্ষ ও রাষ্ট্রীয় পক্ষের শুনানি হয়। ট্রাইব্যুনালে শুনানির সময় কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। এ সময় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ
১ ঘণ্টা আগে