শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাঁর তিনটি মাটির ঘরের ভেতরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আওয়ামী লীগের নেতা মো. ফজলুল হক টেপিরবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। তিনি তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
ফজলুল হক বলেন, ‘সকালে হঠাৎ করে বাড়িতে আগুন লাগে, কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আমার বাড়ির তিনটি ঘরের সব মালামাল ও ঘরের ভেতরে সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন সরকার বলেন, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়িতে ছুটে গিয়ে দেখি, আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষে তাঁকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কীভাবে বাড়িতে আগুনে সূত্রপাত হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার বিষয় পরে জানা যাবে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাঁর তিনটি মাটির ঘরের ভেতরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আওয়ামী লীগের নেতা মো. ফজলুল হক টেপিরবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। তিনি তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
ফজলুল হক বলেন, ‘সকালে হঠাৎ করে বাড়িতে আগুন লাগে, কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আমার বাড়ির তিনটি ঘরের সব মালামাল ও ঘরের ভেতরে সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন সরকার বলেন, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়িতে ছুটে গিয়ে দেখি, আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষে তাঁকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কীভাবে বাড়িতে আগুনে সূত্রপাত হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার বিষয় পরে জানা যাবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানেরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এই দাবি জানান তারা।
৫ মিনিট আগেকুড়িগ্রামের চিলমারী-রৌমারী রুটে আগামীকাল বুধবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হতে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগেঢাকার আশুলিয়ায় যুবলীগের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা বিক্ষোভ মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ মিনিট আগেমিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপুকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।
১৯ মিনিট আগে