নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপুকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আরিফুল ইসলাম, মো. ইমরান হোসেন ও মো. ইয়ামিন মোল্যা।
রায় ঘোষণার সময় কারাগারে আসামি আরিফুল ও ইমরানকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁদেরকে কারাগারে ফেরত পাঠানো হয়। অপর আসামি ইয়ামিন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ট্রাইব্যুনাল রায়ে বলেছেন, নির্মমভাবে একজন শিক্ষার্থীকে অপহরণ করে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো। তবে রায় কার্যকর করার আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। পলাতক আসামির রায় কার্যকর হবে তিনি গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর।
কলেজ শিক্ষার্থী নুরুল আমিন তপু রাজধানীর শাহ আলী থানা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ২০২২ সালের ২ জানুয়ারি তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার চাচা শফি উদ্দিন আহমেদ দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণকারীরা ভিকটিমের মুক্তির জন্য তার চাচার কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর চাচা দারুসসালাম থানায় অপহরণ মামলা করেন।
মামলার পর ছায়া তদন্ত শুরু করে মিরপুর বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) জোনাল টিম। ঘটনার দুদিন পর এই তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ইমরানের মিরপুর বেড়িবাঁধের জহুরাবাদস্থ এলাকায় ভাড়া বাসায় তপুকে ডেকে এনে অপহরণ করেন। পরে মুক্তিপণ না পেয়ে ইমরানের বাসাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর ভিকটিমের মরদেহ বস্তাবন্দী করে জহুরাবাদের বেড়িবাঁধে ফেলে দেন।
পরে ৪ জানুয়ারি নুরুল আমিনের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তারা আদালতকে জানান, নুরুল আমিন তপু তাদের বন্ধু ছিলেন মুক্তিপণের জন্যই তাকে অপহরণ করা হয়। কিন্তু মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করা হয়।
তপুর চাচা মামলার বাদী শফি উদ্দিন আহমেদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আসামিদের সর্বোচ্চ সাজার আশায় ছিলাম। কাঙ্ক্ষিত রায় পেয়েছি। রায় যাতে দ্রুত কার্যকর হয় সেই দাবি জানাই।’
মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপুকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আরিফুল ইসলাম, মো. ইমরান হোসেন ও মো. ইয়ামিন মোল্যা।
রায় ঘোষণার সময় কারাগারে আসামি আরিফুল ও ইমরানকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁদেরকে কারাগারে ফেরত পাঠানো হয়। অপর আসামি ইয়ামিন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ট্রাইব্যুনাল রায়ে বলেছেন, নির্মমভাবে একজন শিক্ষার্থীকে অপহরণ করে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো। তবে রায় কার্যকর করার আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। পলাতক আসামির রায় কার্যকর হবে তিনি গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর।
কলেজ শিক্ষার্থী নুরুল আমিন তপু রাজধানীর শাহ আলী থানা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ২০২২ সালের ২ জানুয়ারি তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার চাচা শফি উদ্দিন আহমেদ দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণকারীরা ভিকটিমের মুক্তির জন্য তার চাচার কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর চাচা দারুসসালাম থানায় অপহরণ মামলা করেন।
মামলার পর ছায়া তদন্ত শুরু করে মিরপুর বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) জোনাল টিম। ঘটনার দুদিন পর এই তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ইমরানের মিরপুর বেড়িবাঁধের জহুরাবাদস্থ এলাকায় ভাড়া বাসায় তপুকে ডেকে এনে অপহরণ করেন। পরে মুক্তিপণ না পেয়ে ইমরানের বাসাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর ভিকটিমের মরদেহ বস্তাবন্দী করে জহুরাবাদের বেড়িবাঁধে ফেলে দেন।
পরে ৪ জানুয়ারি নুরুল আমিনের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তারা আদালতকে জানান, নুরুল আমিন তপু তাদের বন্ধু ছিলেন মুক্তিপণের জন্যই তাকে অপহরণ করা হয়। কিন্তু মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করা হয়।
তপুর চাচা মামলার বাদী শফি উদ্দিন আহমেদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আসামিদের সর্বোচ্চ সাজার আশায় ছিলাম। কাঙ্ক্ষিত রায় পেয়েছি। রায় যাতে দ্রুত কার্যকর হয় সেই দাবি জানাই।’
রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক যুবক হত্যা মামলায় পল্লবী থানা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পল্লবীর বাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেচাঁদপুরে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ২৫৩ জন চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গুর উপসর্গ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।
১৬ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার করার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, বাঁধ কেটে দেওয়ায় হাওরের হাজারো হেক্টর জমির বোরো ফসল উৎপাদন ব্যাহত হতে পারে।
২৩ মিনিট আগেসাংবাদিকদের উদ্দেশে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তাতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু
৪১ মিনিট আগে