অনলাইন ডেস্ক
গুলশান ২ নম্বরের নর্থ অ্যাভিনিউতে অস্ট্রেলিয়ান হাই কমিশনের বিপরীতে যাত্রা শুরু করেছে ‘তাজা বারবিকিউ হাউজ’। গত রোববার এটি উদ্বোধন করা হয়েছে।
রেস্টুরেন্টটির এক স্বত্বাধিকারী হারুন উর রশীদ বলেন, ‘এই সময়ে রেস্টুরেন্ট বিজনেস বেশ প্রতিযোগিতামূলক। আমরা যখন ‘তাজা বারবিকিউ হাউজ’ শুরুর পরিকল্পনা নেই তখনই একটা বিষয় মাথায় ছিল ভিন্নধর্মী এবং জনপ্রিয় কিছু আইটেম ক্রেতা এবং ভোক্তাদের জন্য মান বজায় রেখে পরিবেশন করব। সেই লক্ষ্য থেকেই সকল বারবিকিউ আইটেমের সঙ্গে আমাদের রেস্টুরেন্ট প্রথমবারের মতো বাংলাদেশে চারকোল চিকেন রোটিসেরি নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় বিবিকিউ ফ্লেভারসহ নানা খাবারের সঙ্গে এখানে পাওয়া যাবে বিশ্বমানের কফি, ল্যাটে, পেস্ট্রি এবং আরও অনেক মজাদার আইটেম।’
হারুন উর রশীদ আরও বলেন, ‘আমাদের সিগনেচার আইটেম হচ্ছে ফারুজ চিকেন, এটা চারকোল চিকেন রোটিসারির মেশিনে বানানো হয়। সারা বিশ্বেই এই আইটেমটি অন্যতম সেরা স্বাদের বিবিকিউ আইটেম হিসেবে জনপ্রিয়। আশা করি বাংলাদেশের ভোজনরসিকদের কাছেও এই আইটেমটি জনপ্রিয়তা পাবে।’
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন-তাজা বারবিকিউ হাউসের স্বত্বাধিকারী মো. হারুন উর রশীদ, আলহাজ্ব মোতাহার হোসেন (এম পি), আলহাজ্ব নজরুল ইসলাম বাবু (এম পি), আহমেদ ফারুক মোস্তাকগ্লু (ডেপুটি কো অরডিনেট্র-টিকা) এবং ইফতেখার হোসেন (চেয়ারম্যান-আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন)।
গুলশান ২ নম্বরের নর্থ অ্যাভিনিউতে অস্ট্রেলিয়ান হাই কমিশনের বিপরীতে যাত্রা শুরু করেছে ‘তাজা বারবিকিউ হাউজ’। গত রোববার এটি উদ্বোধন করা হয়েছে।
রেস্টুরেন্টটির এক স্বত্বাধিকারী হারুন উর রশীদ বলেন, ‘এই সময়ে রেস্টুরেন্ট বিজনেস বেশ প্রতিযোগিতামূলক। আমরা যখন ‘তাজা বারবিকিউ হাউজ’ শুরুর পরিকল্পনা নেই তখনই একটা বিষয় মাথায় ছিল ভিন্নধর্মী এবং জনপ্রিয় কিছু আইটেম ক্রেতা এবং ভোক্তাদের জন্য মান বজায় রেখে পরিবেশন করব। সেই লক্ষ্য থেকেই সকল বারবিকিউ আইটেমের সঙ্গে আমাদের রেস্টুরেন্ট প্রথমবারের মতো বাংলাদেশে চারকোল চিকেন রোটিসেরি নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় বিবিকিউ ফ্লেভারসহ নানা খাবারের সঙ্গে এখানে পাওয়া যাবে বিশ্বমানের কফি, ল্যাটে, পেস্ট্রি এবং আরও অনেক মজাদার আইটেম।’
হারুন উর রশীদ আরও বলেন, ‘আমাদের সিগনেচার আইটেম হচ্ছে ফারুজ চিকেন, এটা চারকোল চিকেন রোটিসারির মেশিনে বানানো হয়। সারা বিশ্বেই এই আইটেমটি অন্যতম সেরা স্বাদের বিবিকিউ আইটেম হিসেবে জনপ্রিয়। আশা করি বাংলাদেশের ভোজনরসিকদের কাছেও এই আইটেমটি জনপ্রিয়তা পাবে।’
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন-তাজা বারবিকিউ হাউসের স্বত্বাধিকারী মো. হারুন উর রশীদ, আলহাজ্ব মোতাহার হোসেন (এম পি), আলহাজ্ব নজরুল ইসলাম বাবু (এম পি), আহমেদ ফারুক মোস্তাকগ্লু (ডেপুটি কো অরডিনেট্র-টিকা) এবং ইফতেখার হোসেন (চেয়ারম্যান-আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন)।
রাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলে সন্তানকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এই ঘটনা ঘটে।
১ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষিদের প্রতিনিধিরাও আছেন, যাঁরা আখ চাষ করছেন তাঁরাও আছেন। আমরা চেষ্টা করছি, কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ এক
৬ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩১ মিনিট আগেসিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্র ও আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৪০ মিনিট আগে