মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় এক ছাত্রলীগ নেতা ট্যাটাবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে মাদারীপুর শহরের ইউআই সরকারি বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষ হয়। মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন।
ট্যাটাবিদ্ধ হয়েছেন মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তানজুল ইসলাম তায়েব হাওলাদার (২১)। তিনি শহরের কলেজ রোড এলাকার দুলাল হাওলাদারের ছেলে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন। একজনের নাম আশিক হাওলাদার (১৮)। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শহরের আমিরাবাদ এলাকার মুন্নার সঙ্গে কলেজ রোড এলাকার তায়েবের বিরোধ চলে আসছিল। ইউআই সরকারি বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বিশ্রাম নিচ্ছিলেন তায়েব সমর্থকেরা। এ সময় আমিরাবাদ এলাকার মুন্নার নেতৃত্বে তায়েবের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তায়েব হাওলাদার ট্যাটাবিদ্ধসহ আহত হন পাঁচজন।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ওয়ার্ড ছাত্রলীগ নেতা ট্যাটাবিদ্ধ তায়েব হাওলাদারকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় এক ছাত্রলীগ নেতা ট্যাটাবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে মাদারীপুর শহরের ইউআই সরকারি বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষ হয়। মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন।
ট্যাটাবিদ্ধ হয়েছেন মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তানজুল ইসলাম তায়েব হাওলাদার (২১)। তিনি শহরের কলেজ রোড এলাকার দুলাল হাওলাদারের ছেলে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন। একজনের নাম আশিক হাওলাদার (১৮)। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শহরের আমিরাবাদ এলাকার মুন্নার সঙ্গে কলেজ রোড এলাকার তায়েবের বিরোধ চলে আসছিল। ইউআই সরকারি বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বিশ্রাম নিচ্ছিলেন তায়েব সমর্থকেরা। এ সময় আমিরাবাদ এলাকার মুন্নার নেতৃত্বে তায়েবের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তায়েব হাওলাদার ট্যাটাবিদ্ধসহ আহত হন পাঁচজন।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ওয়ার্ড ছাত্রলীগ নেতা ট্যাটাবিদ্ধ তায়েব হাওলাদারকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৯ মিনিট আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে