নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্বঘোষণা অনুযায়ী ঢাকার কয়েকটি হাসপাতালে সীমিত পরিসরে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বয়স্ক নারী-পুরুষ ও করোনার বিরুদ্ধে সামনে থেকে কাজ করাদের মাঝে বুস্টার ডোজ প্রয়োগের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
যারা বুস্টার ডোজ পাবেন, তাঁদের গত রাতে এসএমএস পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সকাল ৮টা থেকে বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। বয়স্ক ও করোনা প্রতিরোধে সামনে থেকে লড়াই করা ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে। আজ এই কেন্দ্রে ৫০০ থেকে ৬০০ জনকে বুস্টার ডোজ দেওয়া হবে।
এ প্রসঙ্গে হাসপাতালটির উপপরিচালক (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম বলেন, সরকার টিকা নিশ্চিতের পাশাপাশি বুস্টার ডোজও দিচ্ছে। কোনো মানুষ টিকার বাইরে থাকবে না।
ঢামেক হাসপাতালে বুস্টার ডোজ নিতে রাজধানীর রামপুরা থেকে এসেছেন ৭০ বছর বয়সী তপন কুমার রায়। কোনো ধরনের সমস্যা ছাড়াই বুস্টার ডোজ নেন তিনি। তবে টিকা ও বুস্টার দুই কোম্পানির হওয়ায় তিনি কিছুটা চিন্তিত।
তপন কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে এসএমএস পেয়ে আজ টিকা নিতে এসেছি। আমি অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নিয়েছি। এখন ফাইজারের বুস্টার ডোজ দেওয়া হলো। কোনো ক্ষতি করে কি না, ভাবছি।
শুধু তপনই নন, রাজধানীর এই কেন্দ্রে বুস্টার ডোজ নিতে আসা অনেকেই এমন শঙ্কার কথা জানান।
তবে চিকিৎসকেরা বলছেন, যেকোনো টিকা দিয়েই বুস্টার ডোজ দেওয়া যাবে। এমনকি, আগে যে টিকা দেওয়া হয়েছে সেটিই বুস্টার বা তৃতীয় ডোজ হিসেবে ব্যবহার করা যাবে।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও সকাল ৮টায় শুরু হয়েছে বুস্টার ডোজ। আগের দিন রাতে ষাটোর্ধ্ব ২০০ জনকে এসএমএস পাঠানো হয়।
হাসপাতালটির ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, এখানে প্রতি পাঁচজনকে টিকা দেওয়ার মধ্যে একজনকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এতে ফাইজারের টিকা ব্যবহার করা হচ্ছে। এই টিকা নেওয়াদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি তাঁদেরই আমরা এসএমএস দিচ্ছি।
এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও (বিএসএমএমইউ) আজ বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম চলছে।
এর আগে কার্যক্রমের শুরুতে ফাইজার ও মডার্নার টিকা দিয়ে বুস্টার ডোজ দেওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এবার এতে যুক্ত হয়েছে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা।
সোমবার (২৭ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়—শুধু ফাইজার নয়; যে টিকাই নেওয়া হোক না কেন, বুস্টার ডোজের ক্ষেত্রে মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ব্যবহার করা যাবে। দেশে এখন পর্যন্ত এই তিন টিকা ছাড়াও সিনোফার্ম (ভেরো সেল) ও সিনোভ্যাকের টিকাও দেওয়া হয়েছে।
এদিকে সুরক্ষা অ্যাপ পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আজ ঢাকার মাত্র কয়েকটি কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরেও দেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
বুস্টার ডোজ দিতে সারা দেশের কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক। গণমাধ্যমকে তিনি বলেন, যাদের প্রস্তুতি নেই, তারা দু-এক দিন পরে শুরু করবে। যাদের দুই ডোজ নেওয়ার অন্তত ছয় মাস হয়েছে কেবলমাত্র তাঁরাই করোনার তৃতীয় বা বুস্টার ডোজ নিতে পারবেন।
বুস্টার ডোজের ক্ষেত্রে করতে নতুন করে নিবন্ধন করতে হবে না। এসএমএসের মাধ্যমে নিজ নিজ টিকা কেন্দ্রে গিয়ে নিতে হবে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত প্রায় দুই মাস ধরে বয়স্কদের বুস্টার ডোজের কথা বলে আসছে সরকার। তবে সবার টিকা নিশ্চিত না করে বুস্টার ডোজের পক্ষে সায় ছিল না বিশেষজ্ঞদের। গত মাসের শেষের দিকে আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হলে ষাটোর্ধ্ব ও করোনার বিরুদ্ধে লড়াই করা সম্মুখসারিতে থাকা ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার পক্ষে মত দেয় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সে অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর পাঁচ মন্ত্রীসহ ৬০ জনকে পরীক্ষামূলক বুস্টার ডোজ দেওয়া হয়। যাদের এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, করোনা মহামারি পরিস্থিতি যেকোনো সময়েই আবারও বাড়তে পারে। ওমিক্রন এসে গেছে। এখন পর্যন্ত আমাদের আক্রান্ত ও মৃতদের অধিকাংশই বয়স্ক। তাই, তাদের সুরক্ষায় বুস্টার ডোজ দেওয়া হবে। আগামী ২৮ ডিসেম্বর থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে চালু হবে। সেই ঘোষণা অনুযায়ী আজ এই কার্যক্রম শুরু হলো।
বুস্টার ডোজ শুরু নিয়ে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর সাংবাদিকদের বলেন, যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যারা অন্তত ছয় মাস আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন তাঁদের কাছে আজ এসএমএস যাবে। যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টারের এসএমএস পাবেন।
আহমেদুল কবীর বলেন, সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ এখনো চলছে। সে কারণে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে আরও কিছুদিন পরে দেওয়া হবে।
পূর্বঘোষণা অনুযায়ী ঢাকার কয়েকটি হাসপাতালে সীমিত পরিসরে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বয়স্ক নারী-পুরুষ ও করোনার বিরুদ্ধে সামনে থেকে কাজ করাদের মাঝে বুস্টার ডোজ প্রয়োগের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
যারা বুস্টার ডোজ পাবেন, তাঁদের গত রাতে এসএমএস পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সকাল ৮টা থেকে বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। বয়স্ক ও করোনা প্রতিরোধে সামনে থেকে লড়াই করা ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে। আজ এই কেন্দ্রে ৫০০ থেকে ৬০০ জনকে বুস্টার ডোজ দেওয়া হবে।
এ প্রসঙ্গে হাসপাতালটির উপপরিচালক (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম বলেন, সরকার টিকা নিশ্চিতের পাশাপাশি বুস্টার ডোজও দিচ্ছে। কোনো মানুষ টিকার বাইরে থাকবে না।
ঢামেক হাসপাতালে বুস্টার ডোজ নিতে রাজধানীর রামপুরা থেকে এসেছেন ৭০ বছর বয়সী তপন কুমার রায়। কোনো ধরনের সমস্যা ছাড়াই বুস্টার ডোজ নেন তিনি। তবে টিকা ও বুস্টার দুই কোম্পানির হওয়ায় তিনি কিছুটা চিন্তিত।
তপন কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে এসএমএস পেয়ে আজ টিকা নিতে এসেছি। আমি অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নিয়েছি। এখন ফাইজারের বুস্টার ডোজ দেওয়া হলো। কোনো ক্ষতি করে কি না, ভাবছি।
শুধু তপনই নন, রাজধানীর এই কেন্দ্রে বুস্টার ডোজ নিতে আসা অনেকেই এমন শঙ্কার কথা জানান।
তবে চিকিৎসকেরা বলছেন, যেকোনো টিকা দিয়েই বুস্টার ডোজ দেওয়া যাবে। এমনকি, আগে যে টিকা দেওয়া হয়েছে সেটিই বুস্টার বা তৃতীয় ডোজ হিসেবে ব্যবহার করা যাবে।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও সকাল ৮টায় শুরু হয়েছে বুস্টার ডোজ। আগের দিন রাতে ষাটোর্ধ্ব ২০০ জনকে এসএমএস পাঠানো হয়।
হাসপাতালটির ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, এখানে প্রতি পাঁচজনকে টিকা দেওয়ার মধ্যে একজনকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এতে ফাইজারের টিকা ব্যবহার করা হচ্ছে। এই টিকা নেওয়াদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি তাঁদেরই আমরা এসএমএস দিচ্ছি।
এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও (বিএসএমএমইউ) আজ বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম চলছে।
এর আগে কার্যক্রমের শুরুতে ফাইজার ও মডার্নার টিকা দিয়ে বুস্টার ডোজ দেওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এবার এতে যুক্ত হয়েছে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা।
সোমবার (২৭ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়—শুধু ফাইজার নয়; যে টিকাই নেওয়া হোক না কেন, বুস্টার ডোজের ক্ষেত্রে মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ব্যবহার করা যাবে। দেশে এখন পর্যন্ত এই তিন টিকা ছাড়াও সিনোফার্ম (ভেরো সেল) ও সিনোভ্যাকের টিকাও দেওয়া হয়েছে।
এদিকে সুরক্ষা অ্যাপ পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আজ ঢাকার মাত্র কয়েকটি কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরেও দেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
বুস্টার ডোজ দিতে সারা দেশের কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক। গণমাধ্যমকে তিনি বলেন, যাদের প্রস্তুতি নেই, তারা দু-এক দিন পরে শুরু করবে। যাদের দুই ডোজ নেওয়ার অন্তত ছয় মাস হয়েছে কেবলমাত্র তাঁরাই করোনার তৃতীয় বা বুস্টার ডোজ নিতে পারবেন।
বুস্টার ডোজের ক্ষেত্রে করতে নতুন করে নিবন্ধন করতে হবে না। এসএমএসের মাধ্যমে নিজ নিজ টিকা কেন্দ্রে গিয়ে নিতে হবে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত প্রায় দুই মাস ধরে বয়স্কদের বুস্টার ডোজের কথা বলে আসছে সরকার। তবে সবার টিকা নিশ্চিত না করে বুস্টার ডোজের পক্ষে সায় ছিল না বিশেষজ্ঞদের। গত মাসের শেষের দিকে আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হলে ষাটোর্ধ্ব ও করোনার বিরুদ্ধে লড়াই করা সম্মুখসারিতে থাকা ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার পক্ষে মত দেয় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সে অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর পাঁচ মন্ত্রীসহ ৬০ জনকে পরীক্ষামূলক বুস্টার ডোজ দেওয়া হয়। যাদের এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, করোনা মহামারি পরিস্থিতি যেকোনো সময়েই আবারও বাড়তে পারে। ওমিক্রন এসে গেছে। এখন পর্যন্ত আমাদের আক্রান্ত ও মৃতদের অধিকাংশই বয়স্ক। তাই, তাদের সুরক্ষায় বুস্টার ডোজ দেওয়া হবে। আগামী ২৮ ডিসেম্বর থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে চালু হবে। সেই ঘোষণা অনুযায়ী আজ এই কার্যক্রম শুরু হলো।
বুস্টার ডোজ শুরু নিয়ে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর সাংবাদিকদের বলেন, যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যারা অন্তত ছয় মাস আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন তাঁদের কাছে আজ এসএমএস যাবে। যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টারের এসএমএস পাবেন।
আহমেদুল কবীর বলেন, সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ এখনো চলছে। সে কারণে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে আরও কিছুদিন পরে দেওয়া হবে।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩০ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩২ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩৩ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৩৫ মিনিট আগে