ধামরাই (সাভার) প্রতিনিধি
ধামরাইয়ে গার্মেন্টসে যাওয়ার সময় দ্রুতগামী জামান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চাপায় পোশাক শ্রমিক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, ধামরাই উপজেলার শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে ইসরাফিল হোসেন (৩৪) ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার (২৫)। তারা স্বামী-স্ত্রী দুজনই গ্রাফিক্স টেক্সটাইল নামের পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, প্রতিদিনের মতো আজ সকালে স্বামী-স্ত্রী বাইসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তাদের কর্মস্থল গ্রাফিক্স টেক্সটাইল কারখানার সামনে পৌঁছে গেলে রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামান পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় হস্তান্তর করে এবং বাসটি জব্দ করে পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছিল। তারা আসছেন কিন্তু তাদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।
ধামরাইয়ে গার্মেন্টসে যাওয়ার সময় দ্রুতগামী জামান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চাপায় পোশাক শ্রমিক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, ধামরাই উপজেলার শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে ইসরাফিল হোসেন (৩৪) ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার (২৫)। তারা স্বামী-স্ত্রী দুজনই গ্রাফিক্স টেক্সটাইল নামের পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, প্রতিদিনের মতো আজ সকালে স্বামী-স্ত্রী বাইসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তাদের কর্মস্থল গ্রাফিক্স টেক্সটাইল কারখানার সামনে পৌঁছে গেলে রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামান পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় হস্তান্তর করে এবং বাসটি জব্দ করে পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছিল। তারা আসছেন কিন্তু তাদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।
হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেনাব্যতা সংকটে কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ১১ দিনে ফেরত গেছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। ৮ নভেম্বর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
১৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তাঁরা। সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগেইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে