নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। যাতে সম্পাদক পদে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী আব্দুন নূর দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সম্পাদক পদে পুনরায় ভোট গণনা শেষে বুধবার রাত ১০টার দিকে এই ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন আওয়ামী লীগ সমর্থকদের ঘোষণা করা নতুন নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মো. অজি উল্লাহ। এদিকে ফল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
ফলে সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী আব্দুন নূর দুলাল ২ হাজার ৮৯১ এবং বিএনপিপন্থী রুহুল কুদ্দুস কাজল ২ হাজার ৮৪৬ ভোট পেয়েছেণ বলে ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক, দুজন সহসভাপতি এবং ৩ জন সদস্য আওয়ামীপন্থী প্যানেল থেকে এবং দুজন সহসম্পাদক, কোষাধ্যক্ষ এবং চারজন সদস্য বিএনপি প্যানেল থেকে নির্বাচিত হয়েছে বলা ঘোষণা দেয় আওয়ামী লীগ সমর্থকদের নতুন নির্বাচন পরিচালনা উপকমিটি। ফল ঘোষণার পরই প্যানেলের নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামীপন্থী আইনজীবীরা।
এদিকে ফল ঘোষণার বিষয়ে বর্তমান সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘তাঁরা জোর করে সম্পাদকের কক্ষ দখলে নিয়েছে। এই উপকমিটির কোনো বৈধতা নেই। তাঁদের ঘোষণার কোনো মূল্য নেই। এটা জাতির জন্য কলঙ্ক। আমি বারের সম্পাদক হিসেবে লজ্জিত। আইনজীবীরা এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবে এবং যথাযথ ব্যবস্থা নেবেন।’
এর আগে বিকেলে ফল ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে। ভাঙচুর করা হয় জানালার কাচ। আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় সম্মেলনকক্ষের সামনে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের নেতা মো. অজি উল্লাহর নেতৃত্বে নির্বাচন পরিচালনাসংক্রান্ত নতুন উপকমিটি গঠনের পর বুধবার বেলা সাড়ে ৩টার দিকে তাঁরা সম্মেলনকক্ষের তালা ভেঙে প্রবেশ করে সম্পাদক পদের ভোট গণনা শুরু করেন। এ সময় বিএনপি-সমর্থক আইনজীবীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বিএনপি-সমর্থক কয়েকজন আইনজীবী ওই কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। দ্রুত সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ প্রহরায় ভোট গণনা করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ মার্চ। ভোট গণনা শেষে ১৭ মার্চ রাতে ফল ঘোষণা করতে গেলে সম্পাদক পদে ভোট পুনরায় গণনার দাবি তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ নাকচ করে ফলাফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। ওই সময় আব্দুন নূর দুলাল লিখিতভাবে ভোট পুনরায় গণনার আবেদনও করেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৮ হাজার ৬২৩ জন। আর দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৯৮২জন। মূলত সম্পাদক পদে ভোটের হিসাব নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। ভোট গণনার সময় আওয়ামী পন্থি আইনজীবীদের সাদা প্যানেলের প্রার্থী আব্দুন নূর দুলালের সমর্থকরা প্রধান নির্বাচন কমিশনার এ.ওয়াই মশিউজ্জামানের সঙ্গে খারাপ আচরণ করলে ওই সময়ই পদত্যাগপত্র দেন তিনি। আর এতেই আটকে যায় ভোটের ফল ঘোষণা।
সুপ্রিম কোর্ট বারের ইতিহাসে এই ঘটনাকে নজীরবিহীন হিসেবে উল্লেখ করেন আইনজীবীরা। জানা যায়, ১৭ মার্চ দিবাগত রাত ১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গণনা শেষ হয়। তাতে দেখা যায় সভাপতিসহ ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এগিয়ে। আর সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল।
প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। যাতে সম্পাদক পদে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী আব্দুন নূর দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সম্পাদক পদে পুনরায় ভোট গণনা শেষে বুধবার রাত ১০টার দিকে এই ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন আওয়ামী লীগ সমর্থকদের ঘোষণা করা নতুন নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মো. অজি উল্লাহ। এদিকে ফল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
ফলে সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী আব্দুন নূর দুলাল ২ হাজার ৮৯১ এবং বিএনপিপন্থী রুহুল কুদ্দুস কাজল ২ হাজার ৮৪৬ ভোট পেয়েছেণ বলে ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক, দুজন সহসভাপতি এবং ৩ জন সদস্য আওয়ামীপন্থী প্যানেল থেকে এবং দুজন সহসম্পাদক, কোষাধ্যক্ষ এবং চারজন সদস্য বিএনপি প্যানেল থেকে নির্বাচিত হয়েছে বলা ঘোষণা দেয় আওয়ামী লীগ সমর্থকদের নতুন নির্বাচন পরিচালনা উপকমিটি। ফল ঘোষণার পরই প্যানেলের নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামীপন্থী আইনজীবীরা।
এদিকে ফল ঘোষণার বিষয়ে বর্তমান সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘তাঁরা জোর করে সম্পাদকের কক্ষ দখলে নিয়েছে। এই উপকমিটির কোনো বৈধতা নেই। তাঁদের ঘোষণার কোনো মূল্য নেই। এটা জাতির জন্য কলঙ্ক। আমি বারের সম্পাদক হিসেবে লজ্জিত। আইনজীবীরা এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবে এবং যথাযথ ব্যবস্থা নেবেন।’
এর আগে বিকেলে ফল ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে। ভাঙচুর করা হয় জানালার কাচ। আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় সম্মেলনকক্ষের সামনে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের নেতা মো. অজি উল্লাহর নেতৃত্বে নির্বাচন পরিচালনাসংক্রান্ত নতুন উপকমিটি গঠনের পর বুধবার বেলা সাড়ে ৩টার দিকে তাঁরা সম্মেলনকক্ষের তালা ভেঙে প্রবেশ করে সম্পাদক পদের ভোট গণনা শুরু করেন। এ সময় বিএনপি-সমর্থক আইনজীবীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বিএনপি-সমর্থক কয়েকজন আইনজীবী ওই কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। দ্রুত সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ প্রহরায় ভোট গণনা করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ মার্চ। ভোট গণনা শেষে ১৭ মার্চ রাতে ফল ঘোষণা করতে গেলে সম্পাদক পদে ভোট পুনরায় গণনার দাবি তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ নাকচ করে ফলাফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। ওই সময় আব্দুন নূর দুলাল লিখিতভাবে ভোট পুনরায় গণনার আবেদনও করেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৮ হাজার ৬২৩ জন। আর দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৯৮২জন। মূলত সম্পাদক পদে ভোটের হিসাব নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। ভোট গণনার সময় আওয়ামী পন্থি আইনজীবীদের সাদা প্যানেলের প্রার্থী আব্দুন নূর দুলালের সমর্থকরা প্রধান নির্বাচন কমিশনার এ.ওয়াই মশিউজ্জামানের সঙ্গে খারাপ আচরণ করলে ওই সময়ই পদত্যাগপত্র দেন তিনি। আর এতেই আটকে যায় ভোটের ফল ঘোষণা।
সুপ্রিম কোর্ট বারের ইতিহাসে এই ঘটনাকে নজীরবিহীন হিসেবে উল্লেখ করেন আইনজীবীরা। জানা যায়, ১৭ মার্চ দিবাগত রাত ১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গণনা শেষ হয়। তাতে দেখা যায় সভাপতিসহ ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এগিয়ে। আর সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল।
রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভ থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে এবং ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।
২৬ মিনিট আগেরাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।
৩৮ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই বিশেষজ্ঞের পরামর্শে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
১ ঘণ্টা আগেপাবনার ঈশ্বরদীর পাকশীতে মানিক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।
১ ঘণ্টা আগে