নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার একটি বাসা থেকে রোকসানা আক্তার কান্তা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ২টার দিকে গোড়ান ৮ নম্বর পানির পাম্প সংলগ্ন একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কান্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
পরে লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বলেন, বুধবার দুপুরের দিকে সংবাদ পেয়ে গোড়ানের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূর মরদেহ বিছানায় পাওয়া যায়। পরিবার থেকে জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে ঝগড়া করে তিনি দরজা বন্ধ করে দেন। স্বামী দুই সন্তান নিয়ে অন্য রুমে থাকে। ওই গৃহবধূর মা রুবি বেগমও সেদিন মেয়ের বাড়িতে ছিলেন।
তিনি আরও বলেন, সকালে কান্তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন কান্তা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। ঝুলন্ত মরদেহ নামিয়ে বিছানায় রাখে। পুলিশকে খবর দিলে বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত রোকসানা আক্তার কান্তার বড় ভাই সাইফুল ইসলাম তপন বলেন, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফায়দাবাদ গ্রামে। বাবার নাম বাকারিয়া ইসলাম। বর্তমানে তারা মতিঝিল এজিবি কলোনীতে থাকেন। তবে কান্তা স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ও এক ছেলে এক মেয়েকে নিয়ে খিলগাঁও গোড়ানে থাকতো। কান্তার স্বামী রাশেদ নবাবপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
তিনি আরও বলেন, রাশেদ তার এক সহকর্মীকে বিয়ে করেছে এমন সংবাদ পায় কান্তা। এ বিষয় নিয়ে বেশ কয়েকদিন তাদের মধ্যে ঝগড়া চলছিল। মঙ্গলবার রাতেও এসব বিষয় নিয়ে ঝগড়া হয় তাদের।
এদিকে এ ঘটনার বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন বলেন, গৃহবধূ রোকসানা আক্তার কান্তা (৩০) মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার একটি বাসা থেকে রোকসানা আক্তার কান্তা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ২টার দিকে গোড়ান ৮ নম্বর পানির পাম্প সংলগ্ন একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কান্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
পরে লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বলেন, বুধবার দুপুরের দিকে সংবাদ পেয়ে গোড়ানের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূর মরদেহ বিছানায় পাওয়া যায়। পরিবার থেকে জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে ঝগড়া করে তিনি দরজা বন্ধ করে দেন। স্বামী দুই সন্তান নিয়ে অন্য রুমে থাকে। ওই গৃহবধূর মা রুবি বেগমও সেদিন মেয়ের বাড়িতে ছিলেন।
তিনি আরও বলেন, সকালে কান্তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন কান্তা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। ঝুলন্ত মরদেহ নামিয়ে বিছানায় রাখে। পুলিশকে খবর দিলে বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত রোকসানা আক্তার কান্তার বড় ভাই সাইফুল ইসলাম তপন বলেন, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফায়দাবাদ গ্রামে। বাবার নাম বাকারিয়া ইসলাম। বর্তমানে তারা মতিঝিল এজিবি কলোনীতে থাকেন। তবে কান্তা স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ও এক ছেলে এক মেয়েকে নিয়ে খিলগাঁও গোড়ানে থাকতো। কান্তার স্বামী রাশেদ নবাবপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
তিনি আরও বলেন, রাশেদ তার এক সহকর্মীকে বিয়ে করেছে এমন সংবাদ পায় কান্তা। এ বিষয় নিয়ে বেশ কয়েকদিন তাদের মধ্যে ঝগড়া চলছিল। মঙ্গলবার রাতেও এসব বিষয় নিয়ে ঝগড়া হয় তাদের।
এদিকে এ ঘটনার বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন বলেন, গৃহবধূ রোকসানা আক্তার কান্তা (৩০) মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৮ মিনিট আগে