গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে গিয়ে ভূঞাপুর পৌরসভার মেয়রের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এমপির সমর্থকদের বিরুদ্ধে। এ সময় দুটি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিকেরা হলেন একটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, একটি টেলিভিশনের ক্যামেরা পারসন আশিকুর রহমান ও আরেকটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি ফরমান শেখ।
খোঁজ নিয়ে জানা যায়, আগামী জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের প্রার্থী ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ। আজ সোমবার গাড়িবহর নিয়ে গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও লিফলেট বিতরণ করতে যাচ্ছিলেন তিনি। এ সময় অতর্কিতে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনিরের সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ বলেন, ‘ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণের জন্য আলমনগর যাচ্ছিলেন। এ সময় অতর্কিত হামলা চালানো হয়। এ সময় সাংবাদিকেরা ভিডিও ধারণ করায় তিনজন সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।’
ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এ সময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ। হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় দুটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’
এদিকে অভিযোগ অস্বীকার করে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। গোপালপুর উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে ভূঞাপুরের মেয়র, ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে কম্বল বিতরণ করা ঠিক হয়নি।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে গিয়ে ভূঞাপুর পৌরসভার মেয়রের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এমপির সমর্থকদের বিরুদ্ধে। এ সময় দুটি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিকেরা হলেন একটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, একটি টেলিভিশনের ক্যামেরা পারসন আশিকুর রহমান ও আরেকটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি ফরমান শেখ।
খোঁজ নিয়ে জানা যায়, আগামী জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের প্রার্থী ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ। আজ সোমবার গাড়িবহর নিয়ে গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও লিফলেট বিতরণ করতে যাচ্ছিলেন তিনি। এ সময় অতর্কিতে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনিরের সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ বলেন, ‘ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণের জন্য আলমনগর যাচ্ছিলেন। এ সময় অতর্কিত হামলা চালানো হয়। এ সময় সাংবাদিকেরা ভিডিও ধারণ করায় তিনজন সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।’
ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এ সময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ। হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় দুটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’
এদিকে অভিযোগ অস্বীকার করে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। গোপালপুর উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে ভূঞাপুরের মেয়র, ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে কম্বল বিতরণ করা ঠিক হয়নি।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
২ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৩ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে