নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছরের ডিসেম্বরে শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন রাজশাহীর মেয়ে জান্নাতুল মৌ। ওই সময়েই চলছিল ৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া। টানাটানির সংসারে চিকিৎসার খরচ এবং বিসিএসে আবেদনের টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব ছিল না তাঁর, যার কারণে ডাক্তার দেখানোর জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলেন, সেটা দিয়েই ৪৩তম বিসিএসে আবেদন করেন জান্নাতুল। কিন্তু তার পরেও এবারের বিসিএসের প্রিলিতে বসা হয়নি জান্নাতুলের। কারণ একই দিনে তাঁর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরেরও পরীক্ষা। বিসিএসের কেন্দ্র রাজশাহীতে, অন্যটির ঢাকায়।
আজকের পত্রিকাকে জান্নাতুল বলেন, 'ডাক্তার না দেখাই বিসিএসে আবেদন করিও পরীক্ষা দিতি পারলাম না। এর চেয়ে কষ্ট আর কী থাকতি পারে।'
জান্নাতুল জানান, বিসিএস পরীক্ষায় প্রতিযোগিতা বেশি থাকায় তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক পদের পরীক্ষাটিতে অংশ নিচ্ছেন। কারণ তাঁর একটা চাকরি দরকার। বিসিএসের চেয়ে শিক্ষা প্রকৌশলের চাকরিটা পাওয়া তুলনামূলক সহজ হবে বলে ধারণা তাঁর।
জান্নাতুলের মতো বহু চাকরিপ্রার্থী এক বা একাধিক পরীক্ষা ছেড়ে দিয়েছেন। কারণ ৪৩তম বিসিএসের প্রিলির দিনে আজ আরও ১৬টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সকালে অনুষ্ঠিত হয়েছে ৯টি এবং বিকেলে ৮টি। সকালে হয়েছে ৪৩তম বিসিএসের প্রিলি, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষা। আর বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষা।
বিসিএসের সঙ্গে একই দিনে পরীক্ষা হওয়ায় চাকরিপ্রত্যাশীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। নারায়ণগঞ্জ থেকে পরীক্ষা দিতে আসা জুয়েল রানা নামের এক প্রার্থী বলেন, 'সকালে বিসিএসের প্রিলি দিছি। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা। সকালে কেন্দ্র ছিল মিরপুরে, বিকেলে আজিমপুরের ইডেনে। পরীক্ষার জন্য জ্যাম ঠেইলা দৌড়াদৌড়ি করতে করতে সব এনার্জি শেষ। পড়ব কখন?'
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে আজ ৪৩তম বিসিএসের প্রিলি অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নিতে মোট আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।
৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন এবং সমবায় ক্যাডারে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
গত বছরের ডিসেম্বরে শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন রাজশাহীর মেয়ে জান্নাতুল মৌ। ওই সময়েই চলছিল ৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া। টানাটানির সংসারে চিকিৎসার খরচ এবং বিসিএসে আবেদনের টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব ছিল না তাঁর, যার কারণে ডাক্তার দেখানোর জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলেন, সেটা দিয়েই ৪৩তম বিসিএসে আবেদন করেন জান্নাতুল। কিন্তু তার পরেও এবারের বিসিএসের প্রিলিতে বসা হয়নি জান্নাতুলের। কারণ একই দিনে তাঁর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরেরও পরীক্ষা। বিসিএসের কেন্দ্র রাজশাহীতে, অন্যটির ঢাকায়।
আজকের পত্রিকাকে জান্নাতুল বলেন, 'ডাক্তার না দেখাই বিসিএসে আবেদন করিও পরীক্ষা দিতি পারলাম না। এর চেয়ে কষ্ট আর কী থাকতি পারে।'
জান্নাতুল জানান, বিসিএস পরীক্ষায় প্রতিযোগিতা বেশি থাকায় তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক পদের পরীক্ষাটিতে অংশ নিচ্ছেন। কারণ তাঁর একটা চাকরি দরকার। বিসিএসের চেয়ে শিক্ষা প্রকৌশলের চাকরিটা পাওয়া তুলনামূলক সহজ হবে বলে ধারণা তাঁর।
জান্নাতুলের মতো বহু চাকরিপ্রার্থী এক বা একাধিক পরীক্ষা ছেড়ে দিয়েছেন। কারণ ৪৩তম বিসিএসের প্রিলির দিনে আজ আরও ১৬টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সকালে অনুষ্ঠিত হয়েছে ৯টি এবং বিকেলে ৮টি। সকালে হয়েছে ৪৩তম বিসিএসের প্রিলি, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষা। আর বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষা।
বিসিএসের সঙ্গে একই দিনে পরীক্ষা হওয়ায় চাকরিপ্রত্যাশীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। নারায়ণগঞ্জ থেকে পরীক্ষা দিতে আসা জুয়েল রানা নামের এক প্রার্থী বলেন, 'সকালে বিসিএসের প্রিলি দিছি। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা। সকালে কেন্দ্র ছিল মিরপুরে, বিকেলে আজিমপুরের ইডেনে। পরীক্ষার জন্য জ্যাম ঠেইলা দৌড়াদৌড়ি করতে করতে সব এনার্জি শেষ। পড়ব কখন?'
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে আজ ৪৩তম বিসিএসের প্রিলি অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নিতে মোট আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।
৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন এবং সমবায় ক্যাডারে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
৫ মিনিট আগেঅনেক সম্ভাবনা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টানেল। নির্মাণের এক বছর পার হলেও দুই পাড়ে এখনো রয়ে গেছে অনেক ‘অপূর্ণতা’। কিন্তু আয় কম হওয়ায় সেই অপূর্ণতাগুলো পূরণে আগ্রহ হারাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
৩৪ মিনিট আগেবছর দুয়েক আগে ত্রাণ হিসেবে একটি কম্বল পেয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামের নিত্য সূত্রধর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাঁর হাতে গিয়ে পৌঁছায় কম্বলটি। মন্ত্রণালয়ের ক্রয়সংক্রান্ত নথিতে কম্বলট
৩৫ মিনিট আগেযশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর-লুটপাট এবং অপর এক ব্যক্তির কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় কলাগাছি বাজার এলাকায়
১ ঘণ্টা আগে