নারায়ণগঞ্জ প্রতিনিধি
চাঁদাবাজির প্রতিবাদ করায় স্ত্রীর সামনে অটোরিকশার যাত্রী এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তির নাম মোবারক হোসেন সুমন (৩৫। তিনি প্রসূতি স্ত্রীকে নিয়ে শহরের কেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।
ভুক্তভোগীর স্বজনেরা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশায় প্রসূতি স্ত্রীকে নিয়ে শহরের কেয়ার হাসপাতালে যাচ্ছিলেন মোবারক। ডাকবাংলো মোড়ের সামনে অটোরিকশা থামায় ট্রাফিক পুলিশের কনস্টেবল আজাদ ও দুজন কমিউনিটি পুলিশিং সদস্য। তাঁরা রিকশাচালকের কাছে ১০০ টাকা দাবি করেন। যাত্রী মোবারক তাঁর স্ত্রীর জরুরি অবস্থার কথা জানালেও তাতে পাত্তা না দিয়ে হেঁটে যাওয়ার পরামর্শ দেন। এ ঘটনার প্রতিবাদ করলে মোবারককে মারধর শুরু করে আজাদ ও দুজন কমিউনিটি পুলিশ।
একপর্যায়ে ছিঁড়ে ফেলা হয় তাঁর পরনের পোশাক। স্বামীকে মারধর করতে দেখে প্রসূতি স্ত্রী পায়েল অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে আজ দুপুরে ওই নারী সন্তান প্রসব করেন।
এদিকে মোবারককে মারধরের খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা জড়ো হলে উত্তেজনা তৈরি হয়। পরে ট্রাফিক পুলিশের পরিদর্শক এম এ করিম ঘটনাস্থলে এসে আহত মোবারক ও তাঁর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে অভিযুক্ত কনস্টেবল আজাদসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে এম এ করিম বলেন, ‘আমি খবর পেয়েই সেখানে ছুটে আসি। অসুস্থ রোগীদের হাসপাতালে যাওয়ার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। যেই পুলিশ সদস্য এই কাজ করেছে, তারা ট্রাফিক পুলিশের জন্য লজ্জাজনক। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।’
চাঁদাবাজির প্রতিবাদ করায় স্ত্রীর সামনে অটোরিকশার যাত্রী এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তির নাম মোবারক হোসেন সুমন (৩৫। তিনি প্রসূতি স্ত্রীকে নিয়ে শহরের কেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।
ভুক্তভোগীর স্বজনেরা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশায় প্রসূতি স্ত্রীকে নিয়ে শহরের কেয়ার হাসপাতালে যাচ্ছিলেন মোবারক। ডাকবাংলো মোড়ের সামনে অটোরিকশা থামায় ট্রাফিক পুলিশের কনস্টেবল আজাদ ও দুজন কমিউনিটি পুলিশিং সদস্য। তাঁরা রিকশাচালকের কাছে ১০০ টাকা দাবি করেন। যাত্রী মোবারক তাঁর স্ত্রীর জরুরি অবস্থার কথা জানালেও তাতে পাত্তা না দিয়ে হেঁটে যাওয়ার পরামর্শ দেন। এ ঘটনার প্রতিবাদ করলে মোবারককে মারধর শুরু করে আজাদ ও দুজন কমিউনিটি পুলিশ।
একপর্যায়ে ছিঁড়ে ফেলা হয় তাঁর পরনের পোশাক। স্বামীকে মারধর করতে দেখে প্রসূতি স্ত্রী পায়েল অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে আজ দুপুরে ওই নারী সন্তান প্রসব করেন।
এদিকে মোবারককে মারধরের খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা জড়ো হলে উত্তেজনা তৈরি হয়। পরে ট্রাফিক পুলিশের পরিদর্শক এম এ করিম ঘটনাস্থলে এসে আহত মোবারক ও তাঁর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে অভিযুক্ত কনস্টেবল আজাদসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে এম এ করিম বলেন, ‘আমি খবর পেয়েই সেখানে ছুটে আসি। অসুস্থ রোগীদের হাসপাতালে যাওয়ার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। যেই পুলিশ সদস্য এই কাজ করেছে, তারা ট্রাফিক পুলিশের জন্য লজ্জাজনক। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।’
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৬ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৭ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে