মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ২টি লরি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী ঢালুতে উল্টে পড়ে গেছে। এ ছাড়া সামনের একটি লরি লাইনচ্যুত হয়েছে। এতে তেলবাহী ট্রেনের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার বিকেলে সোয়া ৫টার দিকে মির্জাপুর রেলস্টেশনের পশ্চিমাংশে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, তেলবাহী ট্রেনটি ঢাকা থেকে রংপুর ডিপোতে যাচ্ছিল। ট্রেনের ১৫টি লরি ছিল। এর মধ্যে ইঞ্জিনসহ অকটেন ভর্তি ট্রেনের সামনের দুটি লরি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায়।
কামরুল হাসান আরও জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ৯৮১ ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনে ক্রসিং হওয়ার কথা ছিল। তেলবাহী ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে রেখে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে চলে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী ৯৮১ তেলবাহী ট্রেনটিকে লুপ লাইনে প্রবেশ করার জন্য সিগনাল দেওয়া হয় এবং ট্রেনটি যেন স্টেশনে দাঁড়ায় সে ব্যবস্থা করা হয়। কিন্তু তেলবাহী ট্রেনটির ব্রেকিং সিস্টেমে কাজ না করায় এবং ব্রেক কন্ট্রোল করতে না পারায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক তাঁকে জানান।
স্টেশন মাস্টার কামরুল হাসান আরও জানান, এতে ট্রেনের ইঞ্জিন এবং ইঞ্জিনের সঙ্গে একটি লরি ট্রেন লাইনের বাইরে উল্টে পড়ে যায়। এ ছাড়া অপর একটি লরির সামনের অংশ লাইনচ্যুত হয়। এ কারণে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিকে মহেড়া স্টেশনে বেশ কিছু সময় বিলম্বিত করানো হয়। তবে তেলবাহী ট্রেনটি লুপ লাইনে লাইনচ্যুত হওয়ায় মেইন লাইন সচল রয়েছে। সে কারণে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে পরে পাসিং করাতে সক্ষম হয়েছেন। এ ছাড়া তেলবাহী ট্রেনটি লুপ লাইনে থাকায় মেইন লাইন দিয়ে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হবে না। আর দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। উদ্ধার কাজ দ্রুতই শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন।
বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ২টি লরি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী ঢালুতে উল্টে পড়ে গেছে। এ ছাড়া সামনের একটি লরি লাইনচ্যুত হয়েছে। এতে তেলবাহী ট্রেনের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার বিকেলে সোয়া ৫টার দিকে মির্জাপুর রেলস্টেশনের পশ্চিমাংশে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, তেলবাহী ট্রেনটি ঢাকা থেকে রংপুর ডিপোতে যাচ্ছিল। ট্রেনের ১৫টি লরি ছিল। এর মধ্যে ইঞ্জিনসহ অকটেন ভর্তি ট্রেনের সামনের দুটি লরি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায়।
কামরুল হাসান আরও জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ৯৮১ ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনে ক্রসিং হওয়ার কথা ছিল। তেলবাহী ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে রেখে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে চলে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী ৯৮১ তেলবাহী ট্রেনটিকে লুপ লাইনে প্রবেশ করার জন্য সিগনাল দেওয়া হয় এবং ট্রেনটি যেন স্টেশনে দাঁড়ায় সে ব্যবস্থা করা হয়। কিন্তু তেলবাহী ট্রেনটির ব্রেকিং সিস্টেমে কাজ না করায় এবং ব্রেক কন্ট্রোল করতে না পারায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক তাঁকে জানান।
স্টেশন মাস্টার কামরুল হাসান আরও জানান, এতে ট্রেনের ইঞ্জিন এবং ইঞ্জিনের সঙ্গে একটি লরি ট্রেন লাইনের বাইরে উল্টে পড়ে যায়। এ ছাড়া অপর একটি লরির সামনের অংশ লাইনচ্যুত হয়। এ কারণে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিকে মহেড়া স্টেশনে বেশ কিছু সময় বিলম্বিত করানো হয়। তবে তেলবাহী ট্রেনটি লুপ লাইনে লাইনচ্যুত হওয়ায় মেইন লাইন সচল রয়েছে। সে কারণে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে পরে পাসিং করাতে সক্ষম হয়েছেন। এ ছাড়া তেলবাহী ট্রেনটি লুপ লাইনে থাকায় মেইন লাইন দিয়ে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হবে না। আর দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। উদ্ধার কাজ দ্রুতই শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন।
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। আজ শনিবার সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেবরিশালের গৌরনদী উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েত নগর এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাজারে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দুই শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ...
২৫ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের (৪০) ছিন্ন-বিচ্ছিন্ন লাশ। আজ শনিবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলের ঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে