আ.লীগ নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৬: ৪০
আওয়ামী লীগ নেতা মো. বাদশা ফকির। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েত নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আওয়ামী লীগ নেতার নাম মো. বাদশা ফকির। নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নলচিড়া বাজার কমিটির সাবেক সভাপতি তিনি। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

অভিযুক্তরা হলেন—নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুস ও তাঁর লোকজন।

মো. বাদশা ফকির অভিযোগ করে বলেন, ‘আমি নিজ বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হই। মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েত নগর এলাকায় পৌঁছালে নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তাঁর লোকজন জুয়েল সরদার, মনির সিকদার, হুমায়ুন কাজী ও নুর জামালসহ ২০–৩০ জন সন্ত্রাসী আমার পথরোধ করে।’

তিনি বলেন, তাঁকে রিকশা থেকে নামিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। নলচিড়া বাজারের একটি চায়ের দোকানের পেছনে নিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। শুনেছি কে বা কারা বাদশা ফকিরকে ধরে নিয়ে মারধর করেছে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত