সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় আর.কে গ্রুপ নামক প্রতিষ্ঠানের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পাওনা পরিশোধ না করেই ঈদের আগে হঠাৎ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিকেরা আজ বৃহস্পতিবার এই বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিক্ষোভ ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকেরা প্রতিদিনের মতো আজ সকালে কাজে যোগ দিতে আসেন। তখন ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির সামনের মূল সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। একপর্যায়ে সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকেরা। পাওনা পরিশোধ না করেই ঈদের আগে হঠাৎ শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
আন্দোলনরত একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ কারখানায় শ্রমিকদের দিয়ে কাজ করাতে রাজি নন। তাই কর্তৃপক্ষ চুক্তিভিত্তিক শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন। এরজন্য স্থায়ী বেতনের শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। সামনে ঈদ। এর মধ্যে যদি বেতন বোনাস না পরিশোধ করে ছাঁটাই করে, তাহলে পরিবার পরিজন নিয়ে পথে বসা ছাড়া উপায় নেই বলে জানান ছাঁটাইয়ের শিকার শ্রমিকেরা।
এদিকে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশের একটি ইউনিট। এ সময় শিল্প পুলিশের পরিদর্শক নাজির শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদের অবরোধ তুলে নিতে তাদেরকে অনুরোধ করলেও থামেননি তারা। একপর্যায়ে শিল্প পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
এ বিষয়ে আরকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজিব আহমেদের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আরকে গ্রুপের শ্রমিকদের বেতনের একটি ঝামেলা ছিল। পরে আমাদের শিল্প পুলিশ সেখানে গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে। তারা রাস্তা অবরোধ করেছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় আর.কে গ্রুপ নামক প্রতিষ্ঠানের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পাওনা পরিশোধ না করেই ঈদের আগে হঠাৎ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিকেরা আজ বৃহস্পতিবার এই বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিক্ষোভ ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকেরা প্রতিদিনের মতো আজ সকালে কাজে যোগ দিতে আসেন। তখন ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির সামনের মূল সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। একপর্যায়ে সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকেরা। পাওনা পরিশোধ না করেই ঈদের আগে হঠাৎ শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
আন্দোলনরত একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ কারখানায় শ্রমিকদের দিয়ে কাজ করাতে রাজি নন। তাই কর্তৃপক্ষ চুক্তিভিত্তিক শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন। এরজন্য স্থায়ী বেতনের শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। সামনে ঈদ। এর মধ্যে যদি বেতন বোনাস না পরিশোধ করে ছাঁটাই করে, তাহলে পরিবার পরিজন নিয়ে পথে বসা ছাড়া উপায় নেই বলে জানান ছাঁটাইয়ের শিকার শ্রমিকেরা।
এদিকে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশের একটি ইউনিট। এ সময় শিল্প পুলিশের পরিদর্শক নাজির শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদের অবরোধ তুলে নিতে তাদেরকে অনুরোধ করলেও থামেননি তারা। একপর্যায়ে শিল্প পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
এ বিষয়ে আরকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজিব আহমেদের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আরকে গ্রুপের শ্রমিকদের বেতনের একটি ঝামেলা ছিল। পরে আমাদের শিল্প পুলিশ সেখানে গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে। তারা রাস্তা অবরোধ করেছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৭ ঘণ্টা আগে