শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর আবিদ হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা মাদারীপুর সদরের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনা থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়।
শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আবিদ হাসান।
আবিদ হাসান (৮) দক্ষিণ ভাষানচর গ্রামের মফিজুর রহমান শিকদার ও আসমা আক্তারের ছেলে। আবিদ আংগারিয়া উসমানিয়া কওমিয়া মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বাবা মফিজুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক পরিচালিত গণশিক্ষার শিক্ষক ও মা আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুই বোন এক ভাইয়ের মধ্যে আবিদ ছিল মেজো। সাঁতার জানত না আবিদ। তাই বাবা-মায়ের সম্মতিতে বাড়ির সমবয়সী ও বড় ভাইদের সঙ্গে বাড়ির পাশের কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়। কথা ছিল বড় ভাইয়েরা সুন্দর মতো গোসল করিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরবেন।
কিছুক্ষণ সাঁতার শিখিয়ে ও গোসল শেষ করে আবিদকে পাড়ে রেখে বালুবাহী জাহাজ থেকে লাফালাফি করতে মাঝ নদীতে চলে যান বড় ভাইয়েরা। এই ফাঁকে আবিদ আবার নদীতে নেমে তলিয়ে যায়, যা বড় ভাইয়েরা টের পাননি। তারা মাঝ নদী থেকে সাঁতার কেটে পাড়ে এসে দেখেন আবিদ নেই।
এ সময় তারা মনে করে ছিলেন আবিদ হয়তো বাড়ি চলে গেছে। তাই তারাও বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে আবিদকে না পেয়ে সবাই তার খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে দিনভর নদীতে অভিযান চালিয়ে আবিদকে খুঁজে না পেয়ে চলে যান।
আজ সকাল থেকে ট্রলার যোগে আবার আবিদকে খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে দুপুরের দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনায় আবিদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। আবিদের লাশ বিকেলে নিজ বাড়িতে দাফন করা হয়।
শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর আবিদ হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা মাদারীপুর সদরের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনা থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়।
শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আবিদ হাসান।
আবিদ হাসান (৮) দক্ষিণ ভাষানচর গ্রামের মফিজুর রহমান শিকদার ও আসমা আক্তারের ছেলে। আবিদ আংগারিয়া উসমানিয়া কওমিয়া মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বাবা মফিজুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক পরিচালিত গণশিক্ষার শিক্ষক ও মা আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুই বোন এক ভাইয়ের মধ্যে আবিদ ছিল মেজো। সাঁতার জানত না আবিদ। তাই বাবা-মায়ের সম্মতিতে বাড়ির সমবয়সী ও বড় ভাইদের সঙ্গে বাড়ির পাশের কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়। কথা ছিল বড় ভাইয়েরা সুন্দর মতো গোসল করিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরবেন।
কিছুক্ষণ সাঁতার শিখিয়ে ও গোসল শেষ করে আবিদকে পাড়ে রেখে বালুবাহী জাহাজ থেকে লাফালাফি করতে মাঝ নদীতে চলে যান বড় ভাইয়েরা। এই ফাঁকে আবিদ আবার নদীতে নেমে তলিয়ে যায়, যা বড় ভাইয়েরা টের পাননি। তারা মাঝ নদী থেকে সাঁতার কেটে পাড়ে এসে দেখেন আবিদ নেই।
এ সময় তারা মনে করে ছিলেন আবিদ হয়তো বাড়ি চলে গেছে। তাই তারাও বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে আবিদকে না পেয়ে সবাই তার খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে দিনভর নদীতে অভিযান চালিয়ে আবিদকে খুঁজে না পেয়ে চলে যান।
আজ সকাল থেকে ট্রলার যোগে আবার আবিদকে খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে দুপুরের দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনায় আবিদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। আবিদের লাশ বিকেলে নিজ বাড়িতে দাফন করা হয়।
হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেনাব্যতা সংকটে কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ১১ দিনে ফেরত গেছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। ৮ নভেম্বর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
২৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তাঁরা। সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগেইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে