ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মাদক মামলায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পিপি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত শেখ আজম (৪০) নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ প্রহরায় করাগারে পাঠানো হয়।
অ্যাডভোকেট ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহ জেলায় ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত থাকাকালীন ফেনসিডিলসহ মধুখালী থানা–পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বর্তমানে সিলেট জেলা পুলিশে সংযুক্ত ছিলেন। রায় ঘোষণার দিন তিনি সিলেট থেকে এসে আদালতে হাজির হন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ফরিদপুরের মধুখালী ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। সে সময় মজিবুর মোল্লা নামে এক পথচারী গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল থাকা দুই ব্যক্তিকে ধাওয়া করে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা বক্স থেকে ফেনসিডিল ছড়িয়ে পড়ে।
এ সময় শেখ আজমকে আটক করে স্থানীয়রা। ওই মোটরসাইকেল সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। পরে মধুখালী থানা–পুলিশ এসে মোটরসাইকেলের বক্স থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, তিনি ঝিনাইদহ জেলার ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তা আজম শেখ চুয়াডাঙ্গা জেলার সীমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা প্রায়ই যাতায়াত করতেন এবং মাদক কারবার করতেন।
এ ঘটনার পর মধুখালী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। এরপর ২০১৮ সালের ৭ মে মধুখালী থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ এ রায় ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর আসামি নুর আলমকে খালাস প্রদান করেন আদালত।
ফরিদপুরে মাদক মামলায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পিপি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত শেখ আজম (৪০) নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ প্রহরায় করাগারে পাঠানো হয়।
অ্যাডভোকেট ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহ জেলায় ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত থাকাকালীন ফেনসিডিলসহ মধুখালী থানা–পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বর্তমানে সিলেট জেলা পুলিশে সংযুক্ত ছিলেন। রায় ঘোষণার দিন তিনি সিলেট থেকে এসে আদালতে হাজির হন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ফরিদপুরের মধুখালী ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। সে সময় মজিবুর মোল্লা নামে এক পথচারী গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল থাকা দুই ব্যক্তিকে ধাওয়া করে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা বক্স থেকে ফেনসিডিল ছড়িয়ে পড়ে।
এ সময় শেখ আজমকে আটক করে স্থানীয়রা। ওই মোটরসাইকেল সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। পরে মধুখালী থানা–পুলিশ এসে মোটরসাইকেলের বক্স থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, তিনি ঝিনাইদহ জেলার ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তা আজম শেখ চুয়াডাঙ্গা জেলার সীমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা প্রায়ই যাতায়াত করতেন এবং মাদক কারবার করতেন।
এ ঘটনার পর মধুখালী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। এরপর ২০১৮ সালের ৭ মে মধুখালী থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ এ রায় ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর আসামি নুর আলমকে খালাস প্রদান করেন আদালত।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৩৩ মিনিট আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩ ঘণ্টা আগে