টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৩১ জানুয়ারি টঙ্গীর বিসিক এলাকায় এ ঘটনা ঘটলে নির্যাতিতা ওই নারী আজ বৃহস্পতিবার সকালে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ঘটনায় রাজশাহী জেলার বাগা থানার কিশোরপুর গ্রামের খোকনের ছেলে মামুন (২৩) হাসান (২৩), হক মৃধা (৩০), কবিরকে (৩১) অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, নির্যাতিতা ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত ছিল অভিযুক্ত মামুন। ওই নারী মামুনের কাছে একটি পোশাক কারখানায় চাকরি দিয়ে দিতে বলে। চাকরি দেওয়ার কথা বলে ফোন করে রাজশাহী জেলার নিজ বাড়ি থেকে ওই নারীকে টঙ্গীতে আসতে বলেন মামুন। পরে ৩১ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ওই নারী টঙ্গীতে আসে। পরে তাঁকে একটি কারাখানায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে ওই নারী রাজশাহীতে পাঠিয়ে দেয় অভিযুক্তরা। ঘটনার প্রায় দুই মাস পরে আজ বৃহস্পতিবার সকালে ওই নারী টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।
নির্যাতিতা ওই নারী বলেন, বিষয়টি কাউকে না জানাতে মামুন আমাকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। আজ মামলা করেছি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাসুদ বলেন, মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৩১ জানুয়ারি টঙ্গীর বিসিক এলাকায় এ ঘটনা ঘটলে নির্যাতিতা ওই নারী আজ বৃহস্পতিবার সকালে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ঘটনায় রাজশাহী জেলার বাগা থানার কিশোরপুর গ্রামের খোকনের ছেলে মামুন (২৩) হাসান (২৩), হক মৃধা (৩০), কবিরকে (৩১) অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, নির্যাতিতা ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত ছিল অভিযুক্ত মামুন। ওই নারী মামুনের কাছে একটি পোশাক কারখানায় চাকরি দিয়ে দিতে বলে। চাকরি দেওয়ার কথা বলে ফোন করে রাজশাহী জেলার নিজ বাড়ি থেকে ওই নারীকে টঙ্গীতে আসতে বলেন মামুন। পরে ৩১ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ওই নারী টঙ্গীতে আসে। পরে তাঁকে একটি কারাখানায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে ওই নারী রাজশাহীতে পাঠিয়ে দেয় অভিযুক্তরা। ঘটনার প্রায় দুই মাস পরে আজ বৃহস্পতিবার সকালে ওই নারী টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।
নির্যাতিতা ওই নারী বলেন, বিষয়টি কাউকে না জানাতে মামুন আমাকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। আজ মামলা করেছি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাসুদ বলেন, মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নওগাঁয় শীতের প্রভাবে মানুষের জীবনযাপন ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে কয়েক দিন ধরে দেরিতে সূর্যের দেখা মেলছে। আজ রোববার উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
৫ মিনিট আগেশিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয় প্রাথমিক শিক্ষা উল্লেখ করে উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, জাতি সবচেয়ে ধনী হচ্ছে জনশক্তিতে। এ আপন সম্পদ কীভাবে জনসম্পদে পরিণত করা যায়, সে বিষয়ে সত্যিকার অর্থেই কোনো দিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদি নেওয়া হতো, তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষা এ অবস্থায় থাকত না।
১৬ মিনিট আগেঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী প্রায় সাড়ে তিন মাস পর হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেন। আজ রোববার সকালে প্যানেল চেয়ারম্যান সোহেল রানা ও ইউপি সচিব দবিরুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।
১৮ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসক ও ছাত্রী পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে রোগীর থেকে কৌশলে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় তাঁকে আটক করা হয়।
২৩ মিনিট আগে