নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে নগর যুবদলের পদবঞ্চিত নেতা কর্মীরা। আজ বুধবার বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল ছোড়ে পুলিশ।
আজ (বুধবার) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন। বেলা ৪টার দিকে হঠাৎ করেই নগর যুবদলের পদবঞ্চিত নেতারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় সমাবেশে। বেধড়ক মারধর করা হয় নেতা কর্মীদের। এ সময় একটি মোটরসাইকেল, সমাবেশের মাইক ও রিকশা ভাঙচুর করা হয়। কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার পরপর সমাবেশে উপস্থিত নেতা কর্মীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তারা প্রেসক্লাবের গলি দিয়ে ভাষা সৈনিক সড়ক ধরে পালিয়ে যায়। পরে পুনরায় প্রেসক্লাব এলাকায় জড়ো হয় নগর বিএনপির নেতা কর্মীরা।
এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পরে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন পথচারীরা। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। সংঘর্ষে নগর বিএনপির বেশ কয়েকজন নেতা লাঠিপেটায় আহত হন। হামলাকারীরা একাত্তর ও সময় টিভির ক্যামেরাপারসনকে মারধর করে পালিয়ে যায়। তবে, আহতদের কারও অবস্থায় তেমন গুরুতর নয়।
এর আগে গতকাল (মঙ্গলবার) রাতে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও সাহেদ আহমেদকে সদস্যসচিব করা হয়। কমিটিতে স্থান না পেয়ে ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের অনুসারীরা এই হামলা চালায় বলে জানা গেছে।
এ বিষয়ে মাজহারুল ইসলাম জোসেফ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মহানগর যুবদলের কমিটি প্রণয়নের পর অনেক নেতা কর্মী বিএনপি নেতাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন। কারণ, তারা দিনের পর দিন ত্যাগ স্বীকার করলেও তাদের মূল্যায়ন করা হয়নি। সেই ক্ষোভ থেকে এই ঘটনা ঘটেছে। আমি তাদের নিষেধ করেছিলাম, তারা আমার কথা শোনেনি। মূলত ক্ষোভ থেকেই এই ঘটনার সূত্রপাত।
মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, ‘আমাদের কর্মসূচিতে কিছু উচ্ছৃঙ্খল ও বহিরাগত ছেলেরা এসে বিএনপির কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে। ওরা ঠিক কারা আমরা সেটা জানি না। ওদের প্রতিহত করতে আমরা এগিয়ে গেলে তারা চোরের মতো পালিয়ে গেছে।’
কমিটি নিয়ে বিরোধে এই সংঘাত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেই কারণে যদি শক্তি প্রদর্শন করে থাকে, তাহলে আমাদের যুবদলের নেতা কর্মীদের দেখে চোরের মত পালাল কেন? জিয়ার আদর্শের সৈনিকেরা তো পালায় না, তারা লড়াই করে। এরা দলের কেঁউ না।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা বলেন, ‘ঘটনাস্থলে বিএনপির একটি পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। আমরা একটি মোটরসাইকেল ভাঙচুর করার খবর পেয়েছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে নগর যুবদলের পদবঞ্চিত নেতা কর্মীরা। আজ বুধবার বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল ছোড়ে পুলিশ।
আজ (বুধবার) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন। বেলা ৪টার দিকে হঠাৎ করেই নগর যুবদলের পদবঞ্চিত নেতারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় সমাবেশে। বেধড়ক মারধর করা হয় নেতা কর্মীদের। এ সময় একটি মোটরসাইকেল, সমাবেশের মাইক ও রিকশা ভাঙচুর করা হয়। কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার পরপর সমাবেশে উপস্থিত নেতা কর্মীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তারা প্রেসক্লাবের গলি দিয়ে ভাষা সৈনিক সড়ক ধরে পালিয়ে যায়। পরে পুনরায় প্রেসক্লাব এলাকায় জড়ো হয় নগর বিএনপির নেতা কর্মীরা।
এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পরে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন পথচারীরা। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। সংঘর্ষে নগর বিএনপির বেশ কয়েকজন নেতা লাঠিপেটায় আহত হন। হামলাকারীরা একাত্তর ও সময় টিভির ক্যামেরাপারসনকে মারধর করে পালিয়ে যায়। তবে, আহতদের কারও অবস্থায় তেমন গুরুতর নয়।
এর আগে গতকাল (মঙ্গলবার) রাতে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও সাহেদ আহমেদকে সদস্যসচিব করা হয়। কমিটিতে স্থান না পেয়ে ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের অনুসারীরা এই হামলা চালায় বলে জানা গেছে।
এ বিষয়ে মাজহারুল ইসলাম জোসেফ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মহানগর যুবদলের কমিটি প্রণয়নের পর অনেক নেতা কর্মী বিএনপি নেতাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন। কারণ, তারা দিনের পর দিন ত্যাগ স্বীকার করলেও তাদের মূল্যায়ন করা হয়নি। সেই ক্ষোভ থেকে এই ঘটনা ঘটেছে। আমি তাদের নিষেধ করেছিলাম, তারা আমার কথা শোনেনি। মূলত ক্ষোভ থেকেই এই ঘটনার সূত্রপাত।
মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, ‘আমাদের কর্মসূচিতে কিছু উচ্ছৃঙ্খল ও বহিরাগত ছেলেরা এসে বিএনপির কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে। ওরা ঠিক কারা আমরা সেটা জানি না। ওদের প্রতিহত করতে আমরা এগিয়ে গেলে তারা চোরের মতো পালিয়ে গেছে।’
কমিটি নিয়ে বিরোধে এই সংঘাত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেই কারণে যদি শক্তি প্রদর্শন করে থাকে, তাহলে আমাদের যুবদলের নেতা কর্মীদের দেখে চোরের মত পালাল কেন? জিয়ার আদর্শের সৈনিকেরা তো পালায় না, তারা লড়াই করে। এরা দলের কেঁউ না।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা বলেন, ‘ঘটনাস্থলে বিএনপির একটি পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। আমরা একটি মোটরসাইকেল ভাঙচুর করার খবর পেয়েছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
১৬ মিনিট আগেঅনেক সম্ভাবনা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টানেল। নির্মাণের এক বছর পার হলেও দুই পাড়ে এখনো রয়ে গেছে অনেক ‘অপূর্ণতা’। কিন্তু আয় কম হওয়ায় সেই অপূর্ণতাগুলো পূরণে আগ্রহ হারাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
১ ঘণ্টা আগেবছর দুয়েক আগে ত্রাণ হিসেবে একটি কম্বল পেয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামের নিত্য সূত্রধর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাঁর হাতে গিয়ে পৌঁছায় কম্বলটি। মন্ত্রণালয়ের ক্রয়সংক্রান্ত নথিতে কম্বলট
১ ঘণ্টা আগে