উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানী দক্ষিণখানে বেতন ভাতার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর হামলা ও একজন শ্রমিক নেতাকে অপহরণের অভিযোগে আন্দোলন করছে সাধারণ শ্রমিকেরা। ছাত্রলীগের হামলায় একজন গুরুতরসহ অন্তত ১০ / ১২ জন শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেছে শ্রমিকেরা।
দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় রোববার রাত ১০টা থেকে আন্দোলন শুরু করেন এঅ্যান্ডএ ফ্যাশনের শ্রমিকেরা। সর্বশেষ রাত ১টা পর্যন্ত আন্দোলন করতে দেখা গেছে। এতে প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।
এ বিষয়ে সাধারণ শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসসহ আমরা দুই মাসের বেতন পাইনি। দেই, দিচ্ছি বলে ঘুরাচ্ছে মালিক কর্তৃপক্ষ। যার কারণে গত ২০ জানুয়ারি আমরা আন্দোলন করেছিলাম। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পুলিশের সামনে তখন মালিক কর্তৃপক্ষ আজ (রোববার) বেতন দেবে বলে জানিয়েছে। যার কারণে আমরা সকাল থেকেই গার্মেন্টসে অবস্থান করছিলাম। অতপর রাত ৯টার দিকে আমরা জানতে পারি কিছু শ্রমিকদের মোল্লারটেক উদয়ন স্কুলের পেছনের কাজিকলি রোডের শিপনের বাসায় গোপনে বেতন দিচ্ছে। বাকি শ্রমিকেরা বিষয়টি জানতে পেরে সেখানে গেলে তাদের ওপর উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি আবীরের নেতৃত্বে ২০-২২ জন হামলা চালায়। এ সময় শ্রমিক ফেডারেশনের নেতা রুহুল আমিনকে তারা অপহরণ করে নিয়ে যায়। এছাড়াও অন্তত ১০-১২ জন নারী শ্রমিককে তারা মারধর করেছে। তাদের মধ্যে অপারেটর সুখির অবস্থা গুরুতর। তাকে বেশ কয়েকটি হাসপাতাল নিয়ে গেলেও কোথাও ভর্তি রাখেনি। যার প্রতিবাদে আমরা সাধারণ শ্রমিক আন্দোলন করছি।
এ বিষয়ে এঅ্যান্ডএ ফ্যাশনের কোয়ালিটির সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২০ তারিখে বেতনের জন্য আন্দোলন করেছিলাম। তখন মালিক পক্ষ বলছে ২৯ তারিখে বেতন দিয়ে গার্মেন্টস বন্ধ করে দেবে। পরে আর বেতন দেয়নি। আজ বেতনের জন্য গেলে ছাত্রলীগের লোকজন আমাদের ওপর হামলা চালায়। বেতন ভাতার জন্য আমরা আন্দোলন করছি।’
ছাত্রলীগের হামলায় আহতের দাবী করে ওই গার্মেন্টসের অপারেটর আসমা আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক নেতা রুহুল আমিন আমাদের পাশেই ছিল। পরে কোট পরা কয়েকজন ছাত্রলীগের পোলাপান তাদেরকে নিয়ে গেছে। আমাকেও পিটিয়ে আহত করেছে তারা।’
আসমা বলেন, ‘এক মেয়ে গর্ভবতী। তাকে কিছু লোকজন মারধর করছে। এছাড়াও বেশ কিছু নারী শ্রমিককে মারধর করছে। এখান থেকে অন্ধকারে যেসব নারী শ্রমিকেরা গেছে সবাই পড়ে যাচ্ছিল। পরে এসে দেখি তাদেরকে মারধর করা হচ্ছে।’
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন শেখ বলেন, শ্রমিকেরা এক মাসের বেতন পাবে যার জন্য আন্দোলন করছে। আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
অপরদিকে ওসি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ ওই শ্রমিককে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
রাজধানী দক্ষিণখানে বেতন ভাতার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর হামলা ও একজন শ্রমিক নেতাকে অপহরণের অভিযোগে আন্দোলন করছে সাধারণ শ্রমিকেরা। ছাত্রলীগের হামলায় একজন গুরুতরসহ অন্তত ১০ / ১২ জন শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেছে শ্রমিকেরা।
দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় রোববার রাত ১০টা থেকে আন্দোলন শুরু করেন এঅ্যান্ডএ ফ্যাশনের শ্রমিকেরা। সর্বশেষ রাত ১টা পর্যন্ত আন্দোলন করতে দেখা গেছে। এতে প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।
এ বিষয়ে সাধারণ শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসসহ আমরা দুই মাসের বেতন পাইনি। দেই, দিচ্ছি বলে ঘুরাচ্ছে মালিক কর্তৃপক্ষ। যার কারণে গত ২০ জানুয়ারি আমরা আন্দোলন করেছিলাম। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পুলিশের সামনে তখন মালিক কর্তৃপক্ষ আজ (রোববার) বেতন দেবে বলে জানিয়েছে। যার কারণে আমরা সকাল থেকেই গার্মেন্টসে অবস্থান করছিলাম। অতপর রাত ৯টার দিকে আমরা জানতে পারি কিছু শ্রমিকদের মোল্লারটেক উদয়ন স্কুলের পেছনের কাজিকলি রোডের শিপনের বাসায় গোপনে বেতন দিচ্ছে। বাকি শ্রমিকেরা বিষয়টি জানতে পেরে সেখানে গেলে তাদের ওপর উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি আবীরের নেতৃত্বে ২০-২২ জন হামলা চালায়। এ সময় শ্রমিক ফেডারেশনের নেতা রুহুল আমিনকে তারা অপহরণ করে নিয়ে যায়। এছাড়াও অন্তত ১০-১২ জন নারী শ্রমিককে তারা মারধর করেছে। তাদের মধ্যে অপারেটর সুখির অবস্থা গুরুতর। তাকে বেশ কয়েকটি হাসপাতাল নিয়ে গেলেও কোথাও ভর্তি রাখেনি। যার প্রতিবাদে আমরা সাধারণ শ্রমিক আন্দোলন করছি।
এ বিষয়ে এঅ্যান্ডএ ফ্যাশনের কোয়ালিটির সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২০ তারিখে বেতনের জন্য আন্দোলন করেছিলাম। তখন মালিক পক্ষ বলছে ২৯ তারিখে বেতন দিয়ে গার্মেন্টস বন্ধ করে দেবে। পরে আর বেতন দেয়নি। আজ বেতনের জন্য গেলে ছাত্রলীগের লোকজন আমাদের ওপর হামলা চালায়। বেতন ভাতার জন্য আমরা আন্দোলন করছি।’
ছাত্রলীগের হামলায় আহতের দাবী করে ওই গার্মেন্টসের অপারেটর আসমা আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক নেতা রুহুল আমিন আমাদের পাশেই ছিল। পরে কোট পরা কয়েকজন ছাত্রলীগের পোলাপান তাদেরকে নিয়ে গেছে। আমাকেও পিটিয়ে আহত করেছে তারা।’
আসমা বলেন, ‘এক মেয়ে গর্ভবতী। তাকে কিছু লোকজন মারধর করছে। এছাড়াও বেশ কিছু নারী শ্রমিককে মারধর করছে। এখান থেকে অন্ধকারে যেসব নারী শ্রমিকেরা গেছে সবাই পড়ে যাচ্ছিল। পরে এসে দেখি তাদেরকে মারধর করা হচ্ছে।’
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন শেখ বলেন, শ্রমিকেরা এক মাসের বেতন পাবে যার জন্য আন্দোলন করছে। আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
অপরদিকে ওসি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ ওই শ্রমিককে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
পাবনার সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাশীনাথপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে...
৪ মিনিট আগেব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা করিম নিহতের ঘটনায় এক দিনের শোক ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পাশাপাশি এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে উপ-রেজিস্ট্রারসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৫ মিনিট আগেবিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
৮ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৮ ঘণ্টা আগে