নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৩-২৪ অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২০২২-২৩ অর্থবছরে ডিএসসিসির বাজেট ছিল ৬ হাজার ৭৩৭ কোটি ৭৮ লাখ টাকা, পরে সংশোধিত বাজেট হয় ১ হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকা। এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ডিএসসিসি মশার মারতে ব্যয় ধরেছে প্রায় ৪৭ কোটি টাকা।
আজ সোমবার বিকেলে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে এ বাজেট ঘোষণাকালে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এসব তথ্য তুলে ধরেন। তিন অর্থবছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, ডিএসসিসির রাজস্ব আদায় প্রতিবছর বাড়ানো হয়েছে। ২০২০-২১ অর্থবছরে রাজস্ব ডিএসসিসির রাজস্ব আয় হয়েছে ৬৮৩ কোটি ১০ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আয় হয়েছিল ৮৩৩ কোটি ৪৯ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৯৫৪ কোটি ৯৬ লাখ টাকা।
রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে বাজেট বক্তব্যে মেয়র তাপস বলেন, ‘আমি নির্বাচনকালীন কোনো কর বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি আমি অক্ষরে অক্ষরে রক্ষা করেছি। আমরা কোনো কর বৃদ্ধি করিনি। বরং আয়ের খাত বৃদ্ধি, কর ফাঁকি রোধ এবং বকেয়া কর আদায়ের মাধ্যমে আমরা রাজস্ব আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। যথাযথ তদারকি এবং নতুন ১২টি খাত হতে অর্থ আদায়ের ফলে রাজস্ব আদায়ে আমরা সফল হয়েছি।’
ডিএসসিসির ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৬৫ দশমিক ৬৬ কোটি টাকা। উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলোর মধ্যে বেতন-ভাতা বাবদ ৩০০ কোটি এবং বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি নির্ধারণ করা হয়েছে। মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ২৮ দশমিক ৮৪ কোটি, সরবরাহ বাবদ ৬০ দশমিক ৬৯ কোটি, ভাড়া, রেটস ও কর খাতে ১১ দশমিক ২৫ কোটি, কল্যাণমূলক ব্যয় বাবদ ১৩ দশমিক ৮৭ কোটি, বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ ৪ দশমিক ৬০ কোটি, ফিস বাবদ ৯ দশমিক ৭৫ কোটি। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বাবদ ৩০ দশমিক শূন্য ২ কোটি টাকা ব্যয় করা হবে।
২০২৩-২৪ অর্থবছরে ডিএসসিসির মশা মারতে ব্যয় নির্ধারণ করেছে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হবে ৪ কোটি ৫০ লাখ টাকা। মশকনিধন কীটনাশক ক্রয়ে ব্যয় হবে ৩৮ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহন বাবদ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান কাউন্সিলর, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা।
২০২৩-২৪ অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২০২২-২৩ অর্থবছরে ডিএসসিসির বাজেট ছিল ৬ হাজার ৭৩৭ কোটি ৭৮ লাখ টাকা, পরে সংশোধিত বাজেট হয় ১ হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকা। এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ডিএসসিসি মশার মারতে ব্যয় ধরেছে প্রায় ৪৭ কোটি টাকা।
আজ সোমবার বিকেলে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে এ বাজেট ঘোষণাকালে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এসব তথ্য তুলে ধরেন। তিন অর্থবছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, ডিএসসিসির রাজস্ব আদায় প্রতিবছর বাড়ানো হয়েছে। ২০২০-২১ অর্থবছরে রাজস্ব ডিএসসিসির রাজস্ব আয় হয়েছে ৬৮৩ কোটি ১০ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আয় হয়েছিল ৮৩৩ কোটি ৪৯ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৯৫৪ কোটি ৯৬ লাখ টাকা।
রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে বাজেট বক্তব্যে মেয়র তাপস বলেন, ‘আমি নির্বাচনকালীন কোনো কর বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি আমি অক্ষরে অক্ষরে রক্ষা করেছি। আমরা কোনো কর বৃদ্ধি করিনি। বরং আয়ের খাত বৃদ্ধি, কর ফাঁকি রোধ এবং বকেয়া কর আদায়ের মাধ্যমে আমরা রাজস্ব আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। যথাযথ তদারকি এবং নতুন ১২টি খাত হতে অর্থ আদায়ের ফলে রাজস্ব আদায়ে আমরা সফল হয়েছি।’
ডিএসসিসির ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৬৫ দশমিক ৬৬ কোটি টাকা। উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলোর মধ্যে বেতন-ভাতা বাবদ ৩০০ কোটি এবং বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি নির্ধারণ করা হয়েছে। মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ২৮ দশমিক ৮৪ কোটি, সরবরাহ বাবদ ৬০ দশমিক ৬৯ কোটি, ভাড়া, রেটস ও কর খাতে ১১ দশমিক ২৫ কোটি, কল্যাণমূলক ব্যয় বাবদ ১৩ দশমিক ৮৭ কোটি, বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ ৪ দশমিক ৬০ কোটি, ফিস বাবদ ৯ দশমিক ৭৫ কোটি। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বাবদ ৩০ দশমিক শূন্য ২ কোটি টাকা ব্যয় করা হবে।
২০২৩-২৪ অর্থবছরে ডিএসসিসির মশা মারতে ব্যয় নির্ধারণ করেছে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হবে ৪ কোটি ৫০ লাখ টাকা। মশকনিধন কীটনাশক ক্রয়ে ব্যয় হবে ৩৮ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহন বাবদ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান কাউন্সিলর, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২৩ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে